
প্রায় দুই যুগের সংসারযাপনকে ইতি জানিয়ে আলাদা হয়েছেন তারকা দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদ। এরইমধ্যে দ্বিতীয় বিয়ের কাজটিও সেরে নিয়েছেন সংগীতশিল্পী এস আই টুটুল। সোমবার (১৮ জুলাই) দুপুরে পাওয়া গেল এই বিয়ে ও বিচ্ছেদের খবর।
জানা গেছে, গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রপ্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এস আই টুটুল। তাঁর সঙ্গেই এখন নিউইয়র্কে থাকছেন গায়ক। যুক্তরাষ্ট্রে সোনিয়া একটি চাকরির পাশাপাশি মিডিয়ার কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। আরটিভির একটি রিয়েলিটি শোয়ের কাজ করতে গিয়ে টুটুলের সঙ্গে পরিচয় হয় সোনিয়ার। বিয়ের খবরটি নিশ্চিত করে টুটুল বলেন, ‘আমরা গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। খুব তাড়াতাড়ি এখানে (যুক্তরাষ্ট্র) ও বাংলাদেশে বন্ধুবান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এ বিয়ের খবরের মাধ্যমে সামনে এসেছে অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে টুটুলের বিচ্ছেদের বিষয়টি। ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে করেন তাঁরা। দীর্ঘ বছরের বৈবাহিক সম্পর্কের অধ্যায় তাঁরা শেষ করেছেন গত বছরই। টুটুল বলেন, ‘৫ বছর ধরে আমি ও তানিয়া সেপারেশনে ছিলাম। গত বছর আমাদের অফিশিয়াল ডিভোর্স হয়।’
এই তারকা দম্পতির সংসার ভাঙার খবরে অবাক হয়েছেন শোবিজের লোকজন। চমকে গেছেন ভক্তরাও। টুটুল-তানিয়ার সংসারে আছে তিন সন্তান। তারা হলেন অনয়, শ্রেয়াস ও আরশ। আরও দুটি মেয়ে আছে আয়াত ও সামিয়া নামে। এই দুজনকে দত্তক নিয়েছিলেন টুটুল-তানিয়া।
টুটুলের বিয়ের খবরে নিজের শুভেচ্ছাবার্তা দিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী তানিয়া। তিনি বলেন, ‘আমাদের সমঝোতায় ডিভোর্স হয়েছে। ও ওর লাইফ নিয়ে ভাল থাকুক। তার জন্য আমার শুভকামনা থাকবে সবসময়।’
বিনোদনের খবর সম্পর্কিত পড়ুন:

প্রায় দুই যুগের সংসারযাপনকে ইতি জানিয়ে আলাদা হয়েছেন তারকা দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদ। এরইমধ্যে দ্বিতীয় বিয়ের কাজটিও সেরে নিয়েছেন সংগীতশিল্পী এস আই টুটুল। সোমবার (১৮ জুলাই) দুপুরে পাওয়া গেল এই বিয়ে ও বিচ্ছেদের খবর।
জানা গেছে, গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রপ্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এস আই টুটুল। তাঁর সঙ্গেই এখন নিউইয়র্কে থাকছেন গায়ক। যুক্তরাষ্ট্রে সোনিয়া একটি চাকরির পাশাপাশি মিডিয়ার কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। আরটিভির একটি রিয়েলিটি শোয়ের কাজ করতে গিয়ে টুটুলের সঙ্গে পরিচয় হয় সোনিয়ার। বিয়ের খবরটি নিশ্চিত করে টুটুল বলেন, ‘আমরা গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। খুব তাড়াতাড়ি এখানে (যুক্তরাষ্ট্র) ও বাংলাদেশে বন্ধুবান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এ বিয়ের খবরের মাধ্যমে সামনে এসেছে অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে টুটুলের বিচ্ছেদের বিষয়টি। ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে করেন তাঁরা। দীর্ঘ বছরের বৈবাহিক সম্পর্কের অধ্যায় তাঁরা শেষ করেছেন গত বছরই। টুটুল বলেন, ‘৫ বছর ধরে আমি ও তানিয়া সেপারেশনে ছিলাম। গত বছর আমাদের অফিশিয়াল ডিভোর্স হয়।’
এই তারকা দম্পতির সংসার ভাঙার খবরে অবাক হয়েছেন শোবিজের লোকজন। চমকে গেছেন ভক্তরাও। টুটুল-তানিয়ার সংসারে আছে তিন সন্তান। তারা হলেন অনয়, শ্রেয়াস ও আরশ। আরও দুটি মেয়ে আছে আয়াত ও সামিয়া নামে। এই দুজনকে দত্তক নিয়েছিলেন টুটুল-তানিয়া।
টুটুলের বিয়ের খবরে নিজের শুভেচ্ছাবার্তা দিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী তানিয়া। তিনি বলেন, ‘আমাদের সমঝোতায় ডিভোর্স হয়েছে। ও ওর লাইফ নিয়ে ভাল থাকুক। তার জন্য আমার শুভকামনা থাকবে সবসময়।’
বিনোদনের খবর সম্পর্কিত পড়ুন:

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১ দিন আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১ দিন আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১ দিন আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে