
ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের দুনিয়ায় ইন্দ্রপতন! হৃদ্রোগে আক্রান্ত হয়ে আচমকাই চলে গেলেন কত্থক সম্রাট বিরজু মহারাজ। রোববার রাতে বাড়িতে হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রোববার রাতে দিল্লির নিজের বাড়িতে নাতনিদের সঙ্গে খেলছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিরজু মহারাজের পরিবার সূত্রে জানা গেছে, ৮৩ বছর বয়সী এই নৃত্যশিল্পী কিডনির সমস্যায় ভুগছিলেন। চলছিল ডায়ালাইসিস।
১৯৩৮ সালে ভারতের লখনউতে জন্ম পণ্ডিত বিরজু মহারাজের। তাঁর আসল নাম পণ্ডিত বৃজমোহন মিশ্র। কত্থকের পাশাপাশি শাস্ত্রীয় সংগীতেরও দিকপাল ছিলেন তিনি। ১৯৮৩ সালে তাঁকে পদ্মবিভূষণে সম্মানিত করে ভারত সরকার।
কত্থক নৃত্যের ঐতিহ্যবাহী পরিবারের সদস্য ছিলেন বিরজু মহারাজ। তাঁর দুই কাকা শম্ভু মহারাজ ও লাচু মহারাজ এবং বিরজু মহারাজের গুরু ও বাবা ছিলেন আচান মহারাজ। বিরজু মহারাজও সেই নাচের ঘরানাকেই এগিয়ে নিয়ে গেছেন।
একাধারে নাচ, তবলা ও কণ্ঠসংগীতে সমান পারদর্শী ছিলেন বিরজু। ছবি আঁকতেও পারতেন। একাধিক চলচ্চিত্রে কোরিওগ্রাফি করেছেন বিরজু মহারাজ। সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’ কোরিওগ্রাফি করেন তিনি। ২০১২ সালে ‘বিশ্বরূপম’ ছবিতে কোরিওগ্রাফির জন্য তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত করা হয়।
বিরজু মহারাজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতজুড়ে। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বলিউড তারকারা শোকপ্রকাশ করেছেন এই কিংবদন্তি নৃত্যগুরুর মৃত্যুতে।

ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের দুনিয়ায় ইন্দ্রপতন! হৃদ্রোগে আক্রান্ত হয়ে আচমকাই চলে গেলেন কত্থক সম্রাট বিরজু মহারাজ। রোববার রাতে বাড়িতে হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রোববার রাতে দিল্লির নিজের বাড়িতে নাতনিদের সঙ্গে খেলছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিরজু মহারাজের পরিবার সূত্রে জানা গেছে, ৮৩ বছর বয়সী এই নৃত্যশিল্পী কিডনির সমস্যায় ভুগছিলেন। চলছিল ডায়ালাইসিস।
১৯৩৮ সালে ভারতের লখনউতে জন্ম পণ্ডিত বিরজু মহারাজের। তাঁর আসল নাম পণ্ডিত বৃজমোহন মিশ্র। কত্থকের পাশাপাশি শাস্ত্রীয় সংগীতেরও দিকপাল ছিলেন তিনি। ১৯৮৩ সালে তাঁকে পদ্মবিভূষণে সম্মানিত করে ভারত সরকার।
কত্থক নৃত্যের ঐতিহ্যবাহী পরিবারের সদস্য ছিলেন বিরজু মহারাজ। তাঁর দুই কাকা শম্ভু মহারাজ ও লাচু মহারাজ এবং বিরজু মহারাজের গুরু ও বাবা ছিলেন আচান মহারাজ। বিরজু মহারাজও সেই নাচের ঘরানাকেই এগিয়ে নিয়ে গেছেন।
একাধারে নাচ, তবলা ও কণ্ঠসংগীতে সমান পারদর্শী ছিলেন বিরজু। ছবি আঁকতেও পারতেন। একাধিক চলচ্চিত্রে কোরিওগ্রাফি করেছেন বিরজু মহারাজ। সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’ কোরিওগ্রাফি করেন তিনি। ২০১২ সালে ‘বিশ্বরূপম’ ছবিতে কোরিওগ্রাফির জন্য তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত করা হয়।
বিরজু মহারাজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতজুড়ে। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বলিউড তারকারা শোকপ্রকাশ করেছেন এই কিংবদন্তি নৃত্যগুরুর মৃত্যুতে।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
২০ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
২০ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
২০ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে