
তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’ শীর্ষক এ সংগীতময় যাত্রা চলবে আগামী জুনের শেষ পর্যন্ত। যুক্তরাষ্ট্র সফর নিয়ে চিরকুট জানায়, তাদের প্রথম কনসার্ট হবে বোস্টনে। এই পুরো সময়ে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করবে তারা।
চিরকুট ব্যান্ডের প্রধান ও ভোকাল শারমিন সুলতানা সুমি বলেন, ‘মে মাসের প্রথম সপ্তাহে আমেরিকার উদ্দেশে দেশ ছাড়ব আমরা। দোয়া করবেন যেন সব সুন্দরভাবে সম্পন্ন হয়। আহারে জীবন, দুনিয়া, বাংলার কথা, কানামাছি, মরে যাব, বন্ধু গো, যাদুর শহর, খালাস থেকে লালে লালের সুবাসে দেখা হোক আমেরিকা।’
এর আগে ২০১৫ ও ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে দুটি সাংগীতিক সফর করেছিল ব্যান্ড চিরকুট। এ ছাড়া গত বছর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আইসিটি মন্ত্রণালয়ের আয়োজন ও আমন্ত্রণে আমেরিকার ম্যানহাটনে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক ও জনপ্রিয় ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে স্করপিয়ন্স ব্যান্ডের সঙ্গে কনসার্টে অংশ নেয় ব্যান্ডটি।
এ ছাড়া পৃথিবীর অন্যতম বৃহৎ ও সম্মানজনক মিউজিক ফেস্টিভ্যাল সাউথ বাই সাউথ ওয়েস্টে বাংলাদেশ থেকে প্রথম ও একমাত্র ব্যান্ড হিসেবে ২০১৬ সালে দুটি কনসার্টে অংশ নিয়ে সুনাম বয়ে আনে ব্যান্ডটি। বাংলা গানের সুবাস ও গৌরব ছড়াতে গত ১১ বছর ধরে নরওয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত, মালয়েশিয়ার বিভিন্ন শহরে নানা আন্তর্জাতিক ও দেশীয় কনসার্টে নিয়মিত অংশ নিয়ে আসছে চিরকুট।
সম্প্রতি নিজেদের চতুর্থ অ্যালবামের ঘোষণা দিয়েছে চিরকুট। এ বছরের শেষদিকে ‘পেন্ডুলাম’ নামের অ্যালবামটি প্রকাশ পাবে বলে জানিয়েছে ব্যান্ডটি।

তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’ শীর্ষক এ সংগীতময় যাত্রা চলবে আগামী জুনের শেষ পর্যন্ত। যুক্তরাষ্ট্র সফর নিয়ে চিরকুট জানায়, তাদের প্রথম কনসার্ট হবে বোস্টনে। এই পুরো সময়ে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করবে তারা।
চিরকুট ব্যান্ডের প্রধান ও ভোকাল শারমিন সুলতানা সুমি বলেন, ‘মে মাসের প্রথম সপ্তাহে আমেরিকার উদ্দেশে দেশ ছাড়ব আমরা। দোয়া করবেন যেন সব সুন্দরভাবে সম্পন্ন হয়। আহারে জীবন, দুনিয়া, বাংলার কথা, কানামাছি, মরে যাব, বন্ধু গো, যাদুর শহর, খালাস থেকে লালে লালের সুবাসে দেখা হোক আমেরিকা।’
এর আগে ২০১৫ ও ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে দুটি সাংগীতিক সফর করেছিল ব্যান্ড চিরকুট। এ ছাড়া গত বছর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আইসিটি মন্ত্রণালয়ের আয়োজন ও আমন্ত্রণে আমেরিকার ম্যানহাটনে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক ও জনপ্রিয় ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে স্করপিয়ন্স ব্যান্ডের সঙ্গে কনসার্টে অংশ নেয় ব্যান্ডটি।
এ ছাড়া পৃথিবীর অন্যতম বৃহৎ ও সম্মানজনক মিউজিক ফেস্টিভ্যাল সাউথ বাই সাউথ ওয়েস্টে বাংলাদেশ থেকে প্রথম ও একমাত্র ব্যান্ড হিসেবে ২০১৬ সালে দুটি কনসার্টে অংশ নিয়ে সুনাম বয়ে আনে ব্যান্ডটি। বাংলা গানের সুবাস ও গৌরব ছড়াতে গত ১১ বছর ধরে নরওয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত, মালয়েশিয়ার বিভিন্ন শহরে নানা আন্তর্জাতিক ও দেশীয় কনসার্টে নিয়মিত অংশ নিয়ে আসছে চিরকুট।
সম্প্রতি নিজেদের চতুর্থ অ্যালবামের ঘোষণা দিয়েছে চিরকুট। এ বছরের শেষদিকে ‘পেন্ডুলাম’ নামের অ্যালবামটি প্রকাশ পাবে বলে জানিয়েছে ব্যান্ডটি।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে