
করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে নতুন গান প্রকাশ করল ব্যান্ড চিরকুট। ‘যত বাধা তত প্রতিরোধ এই বাংলা জানে, বন্ধু তুমি থেকো পাশে দুর্বার উজানে’ এমন কথায় ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের গানটি লিখেছেন চিরকুটের শারমিন সুলতানা সুমি। সুরও করেছেন তিনি। মিউজিক করেছে ব্যান্ড চিরকুট। রেকর্ডিং হয়েছে বাটার কমিউনিকেশন স্টুডিওতে। রামিম হাসানের নির্দেশনায় তৈরি হয়েছে গানের ভিডিও।
সুমি জানিয়েছেন, করোনার এই মহামারিতে দেশের অনেক মানুষের জীবন আজ হুমকির মুখে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা বড় অসহায় জীবন কাটাচ্ছে। অনেকেই দুই মুঠো খাবার জোগাতে হিমশিম খাচ্ছে। তাই সেসব মানুষের পাশে দাঁড়াতে ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের একটি প্রজেক্ট হাতে নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক।
দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।
সুমি, ভোকাল–চিরকুট ব্যান্ড
‘ডাকছে আবার দেশ’ মূলত একটি ফান্ড রাইজিং প্রজেক্ট। এই প্রজেক্টে তাদের পাশে দাঁড়িয়েছে গ্রামীণফোন। ব্যান্ড চিরকুটও এই প্রচেষ্টায় শামিল হয়েছে। গানের দল হিসেবে তাই চিরকুটের এই গান। যাদের সামর্থ্য রয়েছে তারা যেন দেশ ও দশের কল্যাণে আবারও পাশে এসে দাঁড়ায়, সেই আহ্বান জানিয়েই গানটি প্রকাশ করেছে চিরকুট। মূলত দুস্থ মানুষের অন্ন সংস্থানের ব্যবস্থা করা হবে এই ফান্ড দিয়ে।
সুমি বলেন, ‘দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।’
সুমি জানিয়েছেন, এক দিনের আয়োজনেই তৈরি হয়েছে পুরো গানটি। তৈরি হয়েছে ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমে গানের ভিডিও প্রকাশ করে তাঁরা সবাইকে আহ্বান জানিয়েছেন মানুষের সাহায্যে সবাই যেন হাত বাড়িয়ে দেন। ইতিমধ্যেই গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।

করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে নতুন গান প্রকাশ করল ব্যান্ড চিরকুট। ‘যত বাধা তত প্রতিরোধ এই বাংলা জানে, বন্ধু তুমি থেকো পাশে দুর্বার উজানে’ এমন কথায় ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের গানটি লিখেছেন চিরকুটের শারমিন সুলতানা সুমি। সুরও করেছেন তিনি। মিউজিক করেছে ব্যান্ড চিরকুট। রেকর্ডিং হয়েছে বাটার কমিউনিকেশন স্টুডিওতে। রামিম হাসানের নির্দেশনায় তৈরি হয়েছে গানের ভিডিও।
সুমি জানিয়েছেন, করোনার এই মহামারিতে দেশের অনেক মানুষের জীবন আজ হুমকির মুখে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা বড় অসহায় জীবন কাটাচ্ছে। অনেকেই দুই মুঠো খাবার জোগাতে হিমশিম খাচ্ছে। তাই সেসব মানুষের পাশে দাঁড়াতে ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের একটি প্রজেক্ট হাতে নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক।
দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।
সুমি, ভোকাল–চিরকুট ব্যান্ড
‘ডাকছে আবার দেশ’ মূলত একটি ফান্ড রাইজিং প্রজেক্ট। এই প্রজেক্টে তাদের পাশে দাঁড়িয়েছে গ্রামীণফোন। ব্যান্ড চিরকুটও এই প্রচেষ্টায় শামিল হয়েছে। গানের দল হিসেবে তাই চিরকুটের এই গান। যাদের সামর্থ্য রয়েছে তারা যেন দেশ ও দশের কল্যাণে আবারও পাশে এসে দাঁড়ায়, সেই আহ্বান জানিয়েই গানটি প্রকাশ করেছে চিরকুট। মূলত দুস্থ মানুষের অন্ন সংস্থানের ব্যবস্থা করা হবে এই ফান্ড দিয়ে।
সুমি বলেন, ‘দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।’
সুমি জানিয়েছেন, এক দিনের আয়োজনেই তৈরি হয়েছে পুরো গানটি। তৈরি হয়েছে ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমে গানের ভিডিও প্রকাশ করে তাঁরা সবাইকে আহ্বান জানিয়েছেন মানুষের সাহায্যে সবাই যেন হাত বাড়িয়ে দেন। ইতিমধ্যেই গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে