বিনোদন ডেস্ক
সিনেমা-সিরিজের পর্দায় হোক বা নাটকের মঞ্চে, অনির্বাণ ভট্টাচার্য মানেই মুগ্ধতা। অভিনয়টা মিশে আছে তাঁর রক্তে, এটা মেনে নিতে আপত্তি থাকার কথা নয় কারও। অভিনয়ের পাশাপাশি গানটাও তিনি ভালো করেন।
মঞ্চে গাওয়ার ট্রেনিং প্রথম থেকেই ছিল অনির্বাণের। সংগীতশিল্পী হিসেবে তিনি ব্যাপক প্রশংসা পান ‘শাহজাহান রিজেন্সি’ সিনেমায় ‘কিচ্ছু চাইনি আমি’ গানে কণ্ঠ দিয়ে। অনুপম রায়ের সঙ্গে গেয়েছেন ‘মাইকেল-বিদ্যাসাগর সংবাদ’। নিজের পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’ সিনেমায়ও অনির্বাণের কণ্ঠে রয়েছে গান।
এছাড়াও, সংগীতশিল্পী হিসেবে আরও কয়েকটি সিনেমার ক্রেডিটে রয়েছে তাঁর নাম। বিভিন্ন অনুষ্ঠানেও গান গেয়ে প্রশংসিত হয়েছেন। এবার বাংলা ব্যান্ডে নতুনভাবে অভিনেতাকে পেতে চলেছেন দর্শক-শ্রোতা। বন্ধুরা মিলে অনেকদিন ধরেই গানবাজনা করছেন। সেই ধারাবাহিকতায় এবার ব্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য ও তাঁর বন্ধুদের গানের দল। ব্যান্ডের নাম রাখা হয়েছে ‘হুলিগানিজম’।
অনির্বাণ ছাড়াও এ ব্যান্ডে রয়েছেন সংগীত পরিচালক শুভদীপ গুহ। এ ছাড়াও অভিনেতা-গায়ক দেবরাজ ভট্টাচার্যসহ আছেন মোট নয় জন। তাঁদের মধ্যে রয়েছেন সুশ্রুত, সোমেশ্বর, কৃশানু, নীলাংশুক, প্রীতম প্রমুখ।

মূলত অনির্বাণের লেখা কয়েকটি মৌলিক বাংলা গান রেকর্ড করে নিজেদের যাত্রা শুরু করতে চলেছে হুলিগানিজম। অনির্বাণ ভট্টাচার্য বলেন, ‘আমাদের নয় সদস্যের ব্যান্ড। এরইমধ্যে আমরা ১২টি গান রেকর্ড করেছি। এখন সেগুলোর মিক্সিং চলছে। গানগুলো আমার লেখা। এরইমধ্যে কয়েকটি ট্রায়াল শো করেছি, ভালো প্রতিক্রিয়া পেয়েছি দর্শকদের কাছ থেকে।’ হুলিগানিজম আগামী ডিসেম্বরে কলকাতার একটি গ্যালারিতে শো করতে চলেছে। এটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে ব্যান্ডটির।

অনির্বাণ জানান, মূলত মায়ের উৎসাহে তাঁর সংগীতে হাতেখড়ি। আর সেটা চর্চা করার সুযোগ পেয়েছেন মঞ্চে অভিনয় করতে গিয়ে। অভিনেতা বলেন, ‘মা চাইতেন আমি পেশাদার গায়ক হই। তবে গান শেখায় আমার আগ্রহ ছিল না। আমি চাইতাম অভিনেতা হতে। খেলাধুলার দিকেও আগ্রহ ছিল। কলকাতায় এসে মঞ্চনাটকের দলে যোগ দিই। প্রডাকশনের প্রয়োজনে সেখানে একজন সংগীতশিক্ষক ছিলেন। তাঁর কাছ থেকে আমি সব ধরনের গান শিখেছি। তবে কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারি না।’
সিনেমা-সিরিজের পর্দায় হোক বা নাটকের মঞ্চে, অনির্বাণ ভট্টাচার্য মানেই মুগ্ধতা। অভিনয়টা মিশে আছে তাঁর রক্তে, এটা মেনে নিতে আপত্তি থাকার কথা নয় কারও। অভিনয়ের পাশাপাশি গানটাও তিনি ভালো করেন।
মঞ্চে গাওয়ার ট্রেনিং প্রথম থেকেই ছিল অনির্বাণের। সংগীতশিল্পী হিসেবে তিনি ব্যাপক প্রশংসা পান ‘শাহজাহান রিজেন্সি’ সিনেমায় ‘কিচ্ছু চাইনি আমি’ গানে কণ্ঠ দিয়ে। অনুপম রায়ের সঙ্গে গেয়েছেন ‘মাইকেল-বিদ্যাসাগর সংবাদ’। নিজের পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’ সিনেমায়ও অনির্বাণের কণ্ঠে রয়েছে গান।
এছাড়াও, সংগীতশিল্পী হিসেবে আরও কয়েকটি সিনেমার ক্রেডিটে রয়েছে তাঁর নাম। বিভিন্ন অনুষ্ঠানেও গান গেয়ে প্রশংসিত হয়েছেন। এবার বাংলা ব্যান্ডে নতুনভাবে অভিনেতাকে পেতে চলেছেন দর্শক-শ্রোতা। বন্ধুরা মিলে অনেকদিন ধরেই গানবাজনা করছেন। সেই ধারাবাহিকতায় এবার ব্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য ও তাঁর বন্ধুদের গানের দল। ব্যান্ডের নাম রাখা হয়েছে ‘হুলিগানিজম’।
অনির্বাণ ছাড়াও এ ব্যান্ডে রয়েছেন সংগীত পরিচালক শুভদীপ গুহ। এ ছাড়াও অভিনেতা-গায়ক দেবরাজ ভট্টাচার্যসহ আছেন মোট নয় জন। তাঁদের মধ্যে রয়েছেন সুশ্রুত, সোমেশ্বর, কৃশানু, নীলাংশুক, প্রীতম প্রমুখ।

মূলত অনির্বাণের লেখা কয়েকটি মৌলিক বাংলা গান রেকর্ড করে নিজেদের যাত্রা শুরু করতে চলেছে হুলিগানিজম। অনির্বাণ ভট্টাচার্য বলেন, ‘আমাদের নয় সদস্যের ব্যান্ড। এরইমধ্যে আমরা ১২টি গান রেকর্ড করেছি। এখন সেগুলোর মিক্সিং চলছে। গানগুলো আমার লেখা। এরইমধ্যে কয়েকটি ট্রায়াল শো করেছি, ভালো প্রতিক্রিয়া পেয়েছি দর্শকদের কাছ থেকে।’ হুলিগানিজম আগামী ডিসেম্বরে কলকাতার একটি গ্যালারিতে শো করতে চলেছে। এটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে ব্যান্ডটির।

অনির্বাণ জানান, মূলত মায়ের উৎসাহে তাঁর সংগীতে হাতেখড়ি। আর সেটা চর্চা করার সুযোগ পেয়েছেন মঞ্চে অভিনয় করতে গিয়ে। অভিনেতা বলেন, ‘মা চাইতেন আমি পেশাদার গায়ক হই। তবে গান শেখায় আমার আগ্রহ ছিল না। আমি চাইতাম অভিনেতা হতে। খেলাধুলার দিকেও আগ্রহ ছিল। কলকাতায় এসে মঞ্চনাটকের দলে যোগ দিই। প্রডাকশনের প্রয়োজনে সেখানে একজন সংগীতশিক্ষক ছিলেন। তাঁর কাছ থেকে আমি সব ধরনের গান শিখেছি। তবে কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারি না।’

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
২১ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
২১ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
২১ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে