বিনোদন প্রতিবেদক, ঢাকা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কবির চারটি গান নিয়ে তৈরি হলো অ্যালবাম ‘দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’। গানগুলো নতুনভাবে সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব। ইলেকট্রনিক সাউন্ডের সংমিশ্রণে নজরুলের গানগুলোকে উপস্থাপন করা হয়েছে নতুনভাবে, ভিন্ন এক অনুভবে। গেয়েছেন দিলশাদ নাহার কনা, মাশা ইসলাম, শামীম হাসান ও জাহিদ নিরব।
দিলশাদ নাহার কনা গেয়েছেন ‘মোর ঘুমঘোরে’, মাশা ইসলাম গেয়েছেন ‘আমার আপনার চেয়ে’, শামীম হাসান ‘উচাটন মন’ এবং জাহিদ নিরব কণ্ঠ দিয়েছেন ‘সুরে ও বাণীর মালা দিয়ে’। ২৪ মে রাজধানীর যাত্রা বিরতিতে অনুষ্ঠিত হবে প্রকাশনা অনুষ্ঠান। দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব শিরোনামের এই অনুষ্ঠানে শিল্পীরা গেয়ে শোনাবেন গানগুলো। নজরুলের গানের পাশাপাশি নিজেদের পছন্দের কিছু গানও পরিবেশন করবেন তাঁরা। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
দ্য নজরুল টেপস—রিফ্লেক্টড বাই জাহিদ নিরব অ্যালবাম নিয়ে জাহিদ নিরব বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জন্য আশীর্বাদ। তাঁর জীবনদর্শন, চিন্তা ও সৃষ্টিশীলতা সব সময় আমাকে অনুপ্রাণিত করেছে। নজরুলের গান নিয়ে কাজ করাটা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। এখন তো আর আগের মতো অ্যালবাম রিলিজ হয় না। তবে ইপি (এক্সটেনডেড প্লে) ধারণা নিয়ে আমরা চারটি গানের একটি প্রজেক্ট করেছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী, মিউজিশিয়ান এবং যাত্রা বিরতির প্রতি—এই ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে আমরা গর্বিত।’
গানের সুর ঠিক রেখে নতুনভাবে সংগীতায়োজন করা হয়েছে বলে জানান জাহিদ নিরব। তিনি বলেন, ‘আমরা একটি বিষয়ের ওপর বিশেষভাবে নজর দিয়েছি—ফিউশনের নামে যেন কোনো কনফিউশন তৈরি না হয়। গায়কি, সুর ও কথা—এই তিনটি বিষয়ে আমরা সর্বোচ্চ যত্নশীল ছিলাম। যাঁরা নজরুলসংগীত ভালোবাসেন, তাঁদের জন্য এই উদ্যোগটি নিঃসন্দেহে আনন্দের হবে। একই সঙ্গে যাঁরা ইলেকট্রনিক সাউন্ড পছন্দ করেন, তাঁদের কাছেও গানগুলো এক নতুন অভিজ্ঞতা দেবে।’
অ্যালবামের গানগুলো শিগগিরই বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে রিলিজ হবে বলে জানান জাহিদ নিরব।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কবির চারটি গান নিয়ে তৈরি হলো অ্যালবাম ‘দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’। গানগুলো নতুনভাবে সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব। ইলেকট্রনিক সাউন্ডের সংমিশ্রণে নজরুলের গানগুলোকে উপস্থাপন করা হয়েছে নতুনভাবে, ভিন্ন এক অনুভবে। গেয়েছেন দিলশাদ নাহার কনা, মাশা ইসলাম, শামীম হাসান ও জাহিদ নিরব।
দিলশাদ নাহার কনা গেয়েছেন ‘মোর ঘুমঘোরে’, মাশা ইসলাম গেয়েছেন ‘আমার আপনার চেয়ে’, শামীম হাসান ‘উচাটন মন’ এবং জাহিদ নিরব কণ্ঠ দিয়েছেন ‘সুরে ও বাণীর মালা দিয়ে’। ২৪ মে রাজধানীর যাত্রা বিরতিতে অনুষ্ঠিত হবে প্রকাশনা অনুষ্ঠান। দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব শিরোনামের এই অনুষ্ঠানে শিল্পীরা গেয়ে শোনাবেন গানগুলো। নজরুলের গানের পাশাপাশি নিজেদের পছন্দের কিছু গানও পরিবেশন করবেন তাঁরা। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
দ্য নজরুল টেপস—রিফ্লেক্টড বাই জাহিদ নিরব অ্যালবাম নিয়ে জাহিদ নিরব বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জন্য আশীর্বাদ। তাঁর জীবনদর্শন, চিন্তা ও সৃষ্টিশীলতা সব সময় আমাকে অনুপ্রাণিত করেছে। নজরুলের গান নিয়ে কাজ করাটা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। এখন তো আর আগের মতো অ্যালবাম রিলিজ হয় না। তবে ইপি (এক্সটেনডেড প্লে) ধারণা নিয়ে আমরা চারটি গানের একটি প্রজেক্ট করেছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী, মিউজিশিয়ান এবং যাত্রা বিরতির প্রতি—এই ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে আমরা গর্বিত।’
গানের সুর ঠিক রেখে নতুনভাবে সংগীতায়োজন করা হয়েছে বলে জানান জাহিদ নিরব। তিনি বলেন, ‘আমরা একটি বিষয়ের ওপর বিশেষভাবে নজর দিয়েছি—ফিউশনের নামে যেন কোনো কনফিউশন তৈরি না হয়। গায়কি, সুর ও কথা—এই তিনটি বিষয়ে আমরা সর্বোচ্চ যত্নশীল ছিলাম। যাঁরা নজরুলসংগীত ভালোবাসেন, তাঁদের জন্য এই উদ্যোগটি নিঃসন্দেহে আনন্দের হবে। একই সঙ্গে যাঁরা ইলেকট্রনিক সাউন্ড পছন্দ করেন, তাঁদের কাছেও গানগুলো এক নতুন অভিজ্ঞতা দেবে।’
অ্যালবামের গানগুলো শিগগিরই বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে রিলিজ হবে বলে জানান জাহিদ নিরব।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৮ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৮ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৯ ঘণ্টা আগে