Ajker Patrika

প্রথমবার আধুনিক গান নিয়ে আসছেন কিশোর পলাশ

বিনোদন প্রতিবেদক
প্রথমবার আধুনিক গান নিয়ে আসছেন কিশোর পলাশ

ফোক ঘরানার শিল্পী হিসেবেই পরিচিত কিশোর পলা। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে তিনি এতদিন ফোক গান গাইলেও এবারই প্রথম আধুনিক গান গাইলেন। সঙ্গীতপ্রেমীদের মনের অনুভূতি রাঙাতে এরই মধ্যে প্রস্তুত হয়েছে তাঁর ‘মনের ব্যাপার’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। চমৎকার কাব্যকথনে গানটি লিখেছেন শরীফ আল-দ্বীন। অভি আকাশের সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন মুসফিক লিটু।

সম্প্রতি বান্দরবানের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন হয়েছে গানের মনোমুগ্ধকর একটি মিউজিক ভিডিও। এটি পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শংকর। গানটিতে মডেল হয়েছেন মডেল-অভিনেতা ইমতু রাতিশ ও অলঙ্কার চৌধুরী। গানটির মিউজিক ভিডিও বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রকাশ পাবে দেশের শীর্ষস্থানীয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ এর ইউটিউব চ্যানেলে। গানটি মুক্তির পর একইভাবে শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

কিশোর পলাশনতুন গান প্রসঙ্গে কিশোর পলাশ বলেন, ‘প্রথমবারের মত আধুনিক গান করেছি। নিজের গণ্ডি পেরিয়ে অন্য ধারায় গান করেছি। এটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। অসম্ভব সুন্দর কথামালায় গানটি লিখেছেন শরীফ আল দ্বীন এবং চমৎকার সুর করেছেন অভি আকাশ। পাশাপাশি মুসফিক লিটুর সঙ্গীত পরিচালনায় গানটি ভিন্ন এক মুগ্ধতা তৈরি করেছে। আমিও চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে গাইতে। আশা করছি, গানটি সবার মধ্যে ভিন্ন এক অনুভূতি জোগাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত