বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘ম্যাজিকাল নাইট ২.০’। আজ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। পাকিস্তানের আতিফ আসলাম ও আব্দুল হান্নানের সঙ্গে গাইবেন বাংলাদেশের তাহসান খান ও কাকতাল। আরও গাইবে দেশের কাওয়ালি ব্যান্ড কাশিদা। কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।
জাল ব্যান্ড দিয়ে পরিচিতি পান আতিফ আসলাম। ব্যান্ড ছাড়ার পর সলো ক্যারিয়ারেও সফল হন এই শিল্পী। ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র মতো জনপ্রিয় গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও জনপ্রিয় আতিফ আসলাম। ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথমবার ঢাকায় আসেন আতিফ। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় অংশ নিতে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করেন। সবশেষ গত এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পী। বছর না ঘুরতে আবার ঢাকায় গান শোনাবেন তিনি। একই মঞ্চে হান্নান, তাহসান, কাকতাল ও কাশিদার পারফরম্যান্স দেখার অপেক্ষায় বাংলাদেশের দর্শক। কনসার্টে অংশ নিতে গতকাল বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন আতিফ। এর আগে এক ভিডিও বার্তায় ঢাকায় কনসার্ট করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আজ রাত ৮টায় মঞ্চে ওঠার কথা তাঁর।
ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে কনসার্টের সব টিকিট। টিকিট টুমরো প্ল্যাটফর্মে টিকিট বিক্রি হয়েছে তিন ক্যাটাগরিতে—ম্যাজিকাল জোন ১০ হাজার টাকা, ফ্রন্ট জোন ৪ হাজার ৫০০ টাকা ও সাধারণ ২ হাজার ৫০০ টাকা।
ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টা নিজেই।
বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশন থেকে জানানো হয়েছে, দর্শকদের একটি সুন্দর সন্ধ্যা উপহার দিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে তারা।
বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘ম্যাজিকাল নাইট ২.০’। আজ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। পাকিস্তানের আতিফ আসলাম ও আব্দুল হান্নানের সঙ্গে গাইবেন বাংলাদেশের তাহসান খান ও কাকতাল। আরও গাইবে দেশের কাওয়ালি ব্যান্ড কাশিদা। কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।
জাল ব্যান্ড দিয়ে পরিচিতি পান আতিফ আসলাম। ব্যান্ড ছাড়ার পর সলো ক্যারিয়ারেও সফল হন এই শিল্পী। ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র মতো জনপ্রিয় গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও জনপ্রিয় আতিফ আসলাম। ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথমবার ঢাকায় আসেন আতিফ। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় অংশ নিতে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করেন। সবশেষ গত এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পী। বছর না ঘুরতে আবার ঢাকায় গান শোনাবেন তিনি। একই মঞ্চে হান্নান, তাহসান, কাকতাল ও কাশিদার পারফরম্যান্স দেখার অপেক্ষায় বাংলাদেশের দর্শক। কনসার্টে অংশ নিতে গতকাল বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন আতিফ। এর আগে এক ভিডিও বার্তায় ঢাকায় কনসার্ট করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আজ রাত ৮টায় মঞ্চে ওঠার কথা তাঁর।
ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে কনসার্টের সব টিকিট। টিকিট টুমরো প্ল্যাটফর্মে টিকিট বিক্রি হয়েছে তিন ক্যাটাগরিতে—ম্যাজিকাল জোন ১০ হাজার টাকা, ফ্রন্ট জোন ৪ হাজার ৫০০ টাকা ও সাধারণ ২ হাজার ৫০০ টাকা।
ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টা নিজেই।
বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশন থেকে জানানো হয়েছে, দর্শকদের একটি সুন্দর সন্ধ্যা উপহার দিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে তারা।
দুই বছর আগে ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমা দিয়ে কাজী নওশাবা আহমেদ নাম লেখান টালিউডে। ওই বছরই শেষ হয় অনিক দত্ত পরিচালিত সিনেমাটির শুটিং। কথা ছিল ২০২৪ সালের দুর্গাপূজার সময় মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তবে সেটি আর হয়নি।
৯ ঘণ্টা আগেবর্ষা উপলক্ষে সম্প্রতি প্রকাশিত হয়েছে ড. প্রিয়াঙ্কা গোপের গান ‘আজি নেমেছে আঁধার’। প্রিয়াঙ্কা গোপ অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি লিখেছেন মোহাম্মদ রাজিবুল হাসান, সুর করেছেন সোনালী রায়, সংগীতায়োজন করেছেন বিনোদ রায়।
৯ ঘণ্টা আগেনিজের লেখা ও সুর করা ১০০ গানের সিরিজ নিয়ে আসছেন গীতিকার ও সুরকার তানভীর তারেক। এরই মধ্যে বেশ কিছু গানের কাজ শেষ করেছেন তিনি। সম্প্রতি তানভীর ঘোষণা দিয়েছেন সিরিজের প্রথম দুটি গান মুক্তির।
৯ ঘণ্টা আগে‘ডিয়ার মা’ সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি দ্য টেলিগ্রাফের আয়োজনে একটি ফটোশুটে অংশ নেন। জয়ার সঙ্গে রোমান্টিক পোজে সহশিল্পী চন্দন রায় স্যানাল।
২১ ঘণ্টা আগে