বিনোদন ডেস্ক

ঢাকা: জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী নেই দুবছর হয়ে গেল। ২০১৯ সালের ৭ মে ৬৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হয় সুবীর নন্দীর। প্রথম গানেই শ্রোতাদের প্রশংসা পান। এরপর নিয়মিত গেয়েছেন এ মাধ্যমে। ১৯৮১ সালে প্রকাশ হয় তাঁর প্রথম অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’। চার দশকের সংগীত জীবনে দিয়েছেন তুমুল জনপ্রিয় অনেক গান।
প্রয়াণ দিনে সুবীর নন্দীর জনপ্রিয় কিছু গান নিয়ে থাকছে এ আয়োজন-
দিন যায় কথা থাকে
গানটি মুক্তি পায় ১৯৭৯ সালে। ‘দিন যায় কথা থাকে’ সিনেমার শিরোনাম গানটি সুবীর নন্দীকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। কথা ও সুর খান আতাউর রহমানের। এই গানটির কল্যাণে সুবীর নন্দী ব্যাপক জনপ্রিয়তা পান।
আমার এ দুটি চোখ পাথর তো নয়
আলমগীর কবিরের ‘মহানায়ক’ সিনেমায় গানটি ব্যবহার হয়। ১৯৮৪ সালে মুক্তি পায় সিনেমাটি। এর গীতিকার কবি জাহিদুল হক, সুরকার শেখ সাদী খান। এ গান গেয়ে সুবীর নন্দী প্রথমবারের মতো প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
কত যে তোমাকে বেসেছি ভালো
গানটি প্রকাশ হয় ১৯৮৬ সালে। মমতাজ আলী পরিচালিত ‘উছিলা’ সিনেমায় ব্যবহার করা হয় এ গান। গীতিকার নজরুল ইসলাম বাবু। সুরকার আলী হোসেন।
একটা ছিল সোনার কন্যা
হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় আছে গানটি। লিখেছেন পরিচালক নিজেই। এর সুরকার মকসুদ জামিল মিন্টু। গানটি সুবীর নন্দীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও এনে দেয়। এ গান দিয়ে সুবীর নন্দী প্রমাণ করেন, মেলোডি ঘরানার আধুনিক গানের বাইরে ফোক গানেও তিনি সমান সাবলীল।
ও আমার উড়াল পঙ্খী রে
‘চন্দ্রকথা’ সিনেমার গান এটি। পরিচালক হুমায়ূন আহমেদ। তাঁরই লেখা এ গান। সুরকার মকসুদ জামিল মিন্টু। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই গান আজো সমান জনপ্রিয়।
আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
এই গানের গীতিকার গাজী আব্দুর রাজ্জাক। সুরকার দেবু ভট্টাচার্য। গানটি সুবীর নন্দীকে অন্য এক উচ্চতায় নিয়ে যায়।
পাহাড়ের কান্না দেখে
অসাধারণ জনপ্রিয় এ গানের গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন শেখ সাদী খান। সুবীর নন্দীর ‘প্রেম বলে কিছু নেই’ অ্যালবামে আছে গানটি।
বন্ধু হতে চেয়ে তোমার
মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা, সত্য সাহার সুরে তৈরি গানটি প্রথমে রেডিওতে প্রকাশ হয়। এরপর এটি ‘প্রেম বলে কিছু নেই’ অ্যালবামে রাখা হয়।

ঢাকা: জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী নেই দুবছর হয়ে গেল। ২০১৯ সালের ৭ মে ৬৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হয় সুবীর নন্দীর। প্রথম গানেই শ্রোতাদের প্রশংসা পান। এরপর নিয়মিত গেয়েছেন এ মাধ্যমে। ১৯৮১ সালে প্রকাশ হয় তাঁর প্রথম অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’। চার দশকের সংগীত জীবনে দিয়েছেন তুমুল জনপ্রিয় অনেক গান।
প্রয়াণ দিনে সুবীর নন্দীর জনপ্রিয় কিছু গান নিয়ে থাকছে এ আয়োজন-
দিন যায় কথা থাকে
গানটি মুক্তি পায় ১৯৭৯ সালে। ‘দিন যায় কথা থাকে’ সিনেমার শিরোনাম গানটি সুবীর নন্দীকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। কথা ও সুর খান আতাউর রহমানের। এই গানটির কল্যাণে সুবীর নন্দী ব্যাপক জনপ্রিয়তা পান।
আমার এ দুটি চোখ পাথর তো নয়
আলমগীর কবিরের ‘মহানায়ক’ সিনেমায় গানটি ব্যবহার হয়। ১৯৮৪ সালে মুক্তি পায় সিনেমাটি। এর গীতিকার কবি জাহিদুল হক, সুরকার শেখ সাদী খান। এ গান গেয়ে সুবীর নন্দী প্রথমবারের মতো প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
কত যে তোমাকে বেসেছি ভালো
গানটি প্রকাশ হয় ১৯৮৬ সালে। মমতাজ আলী পরিচালিত ‘উছিলা’ সিনেমায় ব্যবহার করা হয় এ গান। গীতিকার নজরুল ইসলাম বাবু। সুরকার আলী হোসেন।
একটা ছিল সোনার কন্যা
হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় আছে গানটি। লিখেছেন পরিচালক নিজেই। এর সুরকার মকসুদ জামিল মিন্টু। গানটি সুবীর নন্দীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও এনে দেয়। এ গান দিয়ে সুবীর নন্দী প্রমাণ করেন, মেলোডি ঘরানার আধুনিক গানের বাইরে ফোক গানেও তিনি সমান সাবলীল।
ও আমার উড়াল পঙ্খী রে
‘চন্দ্রকথা’ সিনেমার গান এটি। পরিচালক হুমায়ূন আহমেদ। তাঁরই লেখা এ গান। সুরকার মকসুদ জামিল মিন্টু। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই গান আজো সমান জনপ্রিয়।
আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
এই গানের গীতিকার গাজী আব্দুর রাজ্জাক। সুরকার দেবু ভট্টাচার্য। গানটি সুবীর নন্দীকে অন্য এক উচ্চতায় নিয়ে যায়।
পাহাড়ের কান্না দেখে
অসাধারণ জনপ্রিয় এ গানের গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন শেখ সাদী খান। সুবীর নন্দীর ‘প্রেম বলে কিছু নেই’ অ্যালবামে আছে গানটি।
বন্ধু হতে চেয়ে তোমার
মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা, সত্য সাহার সুরে তৈরি গানটি প্রথমে রেডিওতে প্রকাশ হয়। এরপর এটি ‘প্রেম বলে কিছু নেই’ অ্যালবামে রাখা হয়।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
৭ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
৭ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৭ ঘণ্টা আগে