
জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সুরিন্দর শিন্দা ৬৪ বছর বয়সে মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে লুধিয়ানার ডিএমসি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গায়ক। তাঁর ছেলের বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
সুরিন্দরের ছেলে বলেছেন, ‘অসুস্থায় বাবাকে মডেল টাউন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁকে স্থানান্তর করা হয় ডিএমসিতে। সেখানে ২০ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। কিন্তু শেষ রক্ষা আর হলো না, আজ বুধবার তিনি মারা যান।’
বেশ কিছুদিন ধরেই তাঁর মৃত্যু নিয়ে চারদিকে নানা খবরও রটেছিল। ভক্তরা ভীষণভাবে উদ্বিগ্ন ছিলেন তাঁর শারীরিক অবস্থার খবর জানতে। সে সময়ে তাঁর ছেলে মনিন্দর শিন্দা মিডিয়ার সামনে এসে সবাইকে আশ্বস্ত করেন যে, তার বাবা ঠিক আছেন। কোনো রকম গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। বাবার প্রতিটা শারীরিক আপডেট তিনি সময়মতো সবাইকে দেবেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। টুইটারে একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ‘প্রখ্যাত গায়ক সুরিন্দর সিন্দাজির মৃত্যুর খবর শুনে খুবই দুঃখ পেয়েছি। শিন্দা জি আমাদের মাঝে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তাঁর কণ্ঠ সব সময় অনুপ্রাণিত করবে। ঈশ্বর তাঁর বিদেহী আত্মাকে শান্তি দিন এবং পরিবারকে শোক বইবার শক্তি দিন।’
দীর্ঘদিন ধরে একের পর এক জনপ্রিয় গানের মধ্য দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন সুরিন্দর। তাঁর সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে পুত জত্তন দে, ট্রাক বিলিয়া, বলবিরো ভাবি, কাহের সিং দি মাউতসহ আরও বেশ কিছু পাঞ্জাবি গান।

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সুরিন্দর শিন্দা ৬৪ বছর বয়সে মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে লুধিয়ানার ডিএমসি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গায়ক। তাঁর ছেলের বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
সুরিন্দরের ছেলে বলেছেন, ‘অসুস্থায় বাবাকে মডেল টাউন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁকে স্থানান্তর করা হয় ডিএমসিতে। সেখানে ২০ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। কিন্তু শেষ রক্ষা আর হলো না, আজ বুধবার তিনি মারা যান।’
বেশ কিছুদিন ধরেই তাঁর মৃত্যু নিয়ে চারদিকে নানা খবরও রটেছিল। ভক্তরা ভীষণভাবে উদ্বিগ্ন ছিলেন তাঁর শারীরিক অবস্থার খবর জানতে। সে সময়ে তাঁর ছেলে মনিন্দর শিন্দা মিডিয়ার সামনে এসে সবাইকে আশ্বস্ত করেন যে, তার বাবা ঠিক আছেন। কোনো রকম গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। বাবার প্রতিটা শারীরিক আপডেট তিনি সময়মতো সবাইকে দেবেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। টুইটারে একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ‘প্রখ্যাত গায়ক সুরিন্দর সিন্দাজির মৃত্যুর খবর শুনে খুবই দুঃখ পেয়েছি। শিন্দা জি আমাদের মাঝে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তাঁর কণ্ঠ সব সময় অনুপ্রাণিত করবে। ঈশ্বর তাঁর বিদেহী আত্মাকে শান্তি দিন এবং পরিবারকে শোক বইবার শক্তি দিন।’
দীর্ঘদিন ধরে একের পর এক জনপ্রিয় গানের মধ্য দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন সুরিন্দর। তাঁর সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে পুত জত্তন দে, ট্রাক বিলিয়া, বলবিরো ভাবি, কাহের সিং দি মাউতসহ আরও বেশ কিছু পাঞ্জাবি গান।

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
১৬ মিনিট আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
২১ মিনিট আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
২৩ মিনিট আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
২৬ মিনিট আগে