
সংসার জীবনের বারো বছর কাটানোর পর বিচ্ছেদে সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেত্রী রিজ উইদারস্পুন এবং অভিনেতা-প্রযোজক টিম টোথ। উইদারস্পুনের ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।
গতকাল শুক্রবার যৌথ বিবৃতিতে এই খবরটি জানিয়েছেন উইদারস্পুন ও টোথ। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের কিছু ব্যক্তিগত খবর জানানোর আছে। আমরা বিবাহ বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা একসঙ্গে যা কিছু তৈরি করেছি, তার প্রতি গভীর ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধা নিয়ে এগিয়ে যাব।’
এই দম্পতি তাদের ১০ বছর বয়সী ছেলে টেনেসি জেমসের কথা উল্লেখ করে বলেছেন, তাকে জানিয়েই জীবনের পরবর্তী অধ্যায়ে যাচ্ছেন তাঁরা বলেন ‘আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হল আমাদের ছেলে।
বিবৃতিতে দুই তারকা আরও বলেন, ‘এই বিষয়গুলো কখনই সহজ নয়, একান্ত ব্যক্তিগত। এই সময়ে আমাদের পরিবারের প্রতি সবার সহনশীলতার প্রশংসা করি।’
উইদারস্পুন প্রথমে বিয়ে করেছিলেন তার অভিনীত ক্রুয়েল ইনটেনশন চলচ্চিত্রের সহ-অভিনেতা রায়ান ফিলিপকে। তাদের বিয়ে হয় ১৯৯৯ সালে, আভা ও ডেকন নামে এই দম্পতির দুটি সন্তান আছে। এই দম্পতি ২০০৬ সালের শেষে তাঁরা আলাদাভাবে বসবাস করতে থাকেন। ২০০৭-এর অক্টোবরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর কয়েক বছর লুকিয়ে প্রেম করে ২০১০ সালের ডিসেম্বরে উইদারস্পুন অভিনেতা–প্রযোজক টিম টোথের সঙ্গে বাগদানের ঘোষণা দেন এবং ২০১১ সালের মার্চে দ্বিতীয়বার বিয়ে করেন।
তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে রিজ উইদারস্পুনের ঝুলিতে রয়েছে অস্কার, গ্লোন্ডেন গ্লোব, বাফ, এমির মত অজস্র পুরস্কার। গত ১০ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রিজের নতুন সিনেমা ‘ইয়োর প্লেস অর মাইন’।

সংসার জীবনের বারো বছর কাটানোর পর বিচ্ছেদে সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেত্রী রিজ উইদারস্পুন এবং অভিনেতা-প্রযোজক টিম টোথ। উইদারস্পুনের ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।
গতকাল শুক্রবার যৌথ বিবৃতিতে এই খবরটি জানিয়েছেন উইদারস্পুন ও টোথ। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের কিছু ব্যক্তিগত খবর জানানোর আছে। আমরা বিবাহ বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা একসঙ্গে যা কিছু তৈরি করেছি, তার প্রতি গভীর ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধা নিয়ে এগিয়ে যাব।’
এই দম্পতি তাদের ১০ বছর বয়সী ছেলে টেনেসি জেমসের কথা উল্লেখ করে বলেছেন, তাকে জানিয়েই জীবনের পরবর্তী অধ্যায়ে যাচ্ছেন তাঁরা বলেন ‘আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হল আমাদের ছেলে।
বিবৃতিতে দুই তারকা আরও বলেন, ‘এই বিষয়গুলো কখনই সহজ নয়, একান্ত ব্যক্তিগত। এই সময়ে আমাদের পরিবারের প্রতি সবার সহনশীলতার প্রশংসা করি।’
উইদারস্পুন প্রথমে বিয়ে করেছিলেন তার অভিনীত ক্রুয়েল ইনটেনশন চলচ্চিত্রের সহ-অভিনেতা রায়ান ফিলিপকে। তাদের বিয়ে হয় ১৯৯৯ সালে, আভা ও ডেকন নামে এই দম্পতির দুটি সন্তান আছে। এই দম্পতি ২০০৬ সালের শেষে তাঁরা আলাদাভাবে বসবাস করতে থাকেন। ২০০৭-এর অক্টোবরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর কয়েক বছর লুকিয়ে প্রেম করে ২০১০ সালের ডিসেম্বরে উইদারস্পুন অভিনেতা–প্রযোজক টিম টোথের সঙ্গে বাগদানের ঘোষণা দেন এবং ২০১১ সালের মার্চে দ্বিতীয়বার বিয়ে করেন।
তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে রিজ উইদারস্পুনের ঝুলিতে রয়েছে অস্কার, গ্লোন্ডেন গ্লোব, বাফ, এমির মত অজস্র পুরস্কার। গত ১০ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রিজের নতুন সিনেমা ‘ইয়োর প্লেস অর মাইন’।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১২ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১২ ঘণ্টা আগে