বিনোদন ডেস্ক

জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে। এ উপন্যাস অবলম্বনে এরই মধ্যে ‘এনোলা হোমস’ নামে দুটি সিনেমা বানিয়েছে নেটফ্লিক্স। দুটিই ব্যাপক আলোচিত হয়। এবার আসছে সিনেমাটির তৃতীয় পর্ব।
হলিউড রিপোর্টার জানিয়েছে, এরই মধ্যে এনোলা হোমস থ্রি সিনেমার কাজ শুরু করেছে নেটফ্লিক্স। এ পর্বেও প্রধান চরিত্রে পাওয়া যাবে অভিনেত্রী মিলি ববি ব্রাউনকে। শার্লক হোমস হিসেবে দেখা যাবে হেনরি কাভিলকে। হোমস পরিবারের প্রধান নারী সদস্যের ভূমিকায় অভিনয় করবেন হেলেনা বোনহ্যাম কার্টার। তিনজনই ফিরছেন সিকুয়েলে। এ ছাড়া টেউসবারির চরিত্রে লুই পার্ট্রিজ ও ওয়াটসনের ভূমিকায় অভিনয় করবেন হামিশ প্যাটেল।
যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং চলছে। নেটফ্লিক্সের এই সময়ের সবচেয়ে আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর চিত্রনাট্যকার ও পরিচালক যুক্ত হয়েছেন এনোলা হোমস থ্রির সঙ্গে। চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন আর পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফিলিপ বারান্তিনি। নতুন পর্বে এনোলা হোমসের অভিযান মাল্টায়। নতুন রহস্যের সন্ধানে সেখানে গিয়ে হাজির হয় এনোলা। রহস্য ভেদ করতে গিয়ে নিজেই পড়ে যায় বিপদে। ব্যক্তিগত আর পেশাগত জটিলতা একাকার হয়ে যায়। এমন সংকটের মুখে আগে কখনো পড়তে হয়নি তাকে। এনোলা হোমস থ্রিতে এমন গল্প দেখা যাবে বলে জানিয়েছে নেটফ্লিক্স।
২০২০ সালে এসেছিল এনোলা হোমস ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা। ২০২২ সালে মুক্তি পায় ‘এনোলা হোমস টু’। দুটি সিনেমাই ব্যাপক আলোচিত হয়। ৯৩টি দেশে নেটফ্লিক্সের সেরা দশ সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে গোয়েন্দা এনোলা হোমসের রহস্যভেদের গল্প।

জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে। এ উপন্যাস অবলম্বনে এরই মধ্যে ‘এনোলা হোমস’ নামে দুটি সিনেমা বানিয়েছে নেটফ্লিক্স। দুটিই ব্যাপক আলোচিত হয়। এবার আসছে সিনেমাটির তৃতীয় পর্ব।
হলিউড রিপোর্টার জানিয়েছে, এরই মধ্যে এনোলা হোমস থ্রি সিনেমার কাজ শুরু করেছে নেটফ্লিক্স। এ পর্বেও প্রধান চরিত্রে পাওয়া যাবে অভিনেত্রী মিলি ববি ব্রাউনকে। শার্লক হোমস হিসেবে দেখা যাবে হেনরি কাভিলকে। হোমস পরিবারের প্রধান নারী সদস্যের ভূমিকায় অভিনয় করবেন হেলেনা বোনহ্যাম কার্টার। তিনজনই ফিরছেন সিকুয়েলে। এ ছাড়া টেউসবারির চরিত্রে লুই পার্ট্রিজ ও ওয়াটসনের ভূমিকায় অভিনয় করবেন হামিশ প্যাটেল।
যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং চলছে। নেটফ্লিক্সের এই সময়ের সবচেয়ে আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর চিত্রনাট্যকার ও পরিচালক যুক্ত হয়েছেন এনোলা হোমস থ্রির সঙ্গে। চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন আর পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফিলিপ বারান্তিনি। নতুন পর্বে এনোলা হোমসের অভিযান মাল্টায়। নতুন রহস্যের সন্ধানে সেখানে গিয়ে হাজির হয় এনোলা। রহস্য ভেদ করতে গিয়ে নিজেই পড়ে যায় বিপদে। ব্যক্তিগত আর পেশাগত জটিলতা একাকার হয়ে যায়। এমন সংকটের মুখে আগে কখনো পড়তে হয়নি তাকে। এনোলা হোমস থ্রিতে এমন গল্প দেখা যাবে বলে জানিয়েছে নেটফ্লিক্স।
২০২০ সালে এসেছিল এনোলা হোমস ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা। ২০২২ সালে মুক্তি পায় ‘এনোলা হোমস টু’। দুটি সিনেমাই ব্যাপক আলোচিত হয়। ৯৩টি দেশে নেটফ্লিক্সের সেরা দশ সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে গোয়েন্দা এনোলা হোমসের রহস্যভেদের গল্প।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২১ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২১ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
২১ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
২১ ঘণ্টা আগে