আজকের পত্রিকা ডেস্ক

আড়ম্বরপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বিনোদন জগতের সম্মানজনক পুরস্কার ‘এপি অ্যাওয়ার্ড—এর ৭৭তম আসর। বরাবরের মতোই এবারও লস অ্যাঞ্জেলেসের পি-কক থিয়েটারে বসেছে আসর। এবারের আসরে তাক লাগিয়ে দিয়েছে নেটফ্লিক্সের মিনি সিরিজ ‘অ্যাডোলেসেন্স’। মোট ছয়টি বিভাগে জিতে নিয়েছে সেরার পুরস্কার। সেরা লিমিটেড বা অ্যান্থলজি, সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা স্ক্রিপ্ট, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রী—এই ছয় ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে সিরিজটি।
এই সিরিজে অসাধারণ অভিনয়ের জন্য সবচেয়ে কম বয়সী পুরুষ অভিনেতা হিসেবে এমি জিতে রেকর্ড গড়লেন ১৫ বছর বয়সী আওয়েন কুপার। ‘অ্যাডোলেসেন্স’-এ জেমি মিলার চরিত্রে অভিনয় করেছিল আওয়েন। লিমিটেড সিরিজ়ে সেরা সহ-অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন তিনি। এমি জেতার অভিজ্ঞতাকে ‘অবিশ্বাস্য’ বলেছে আওয়েন। শুটিংয়ের সময় এই অভিনেতার বয়স ছিল ১৪ বছর।
‘অ্যাডোলেসেন্স’-এর ঝুলিতে থাকা ৬টি পুরষ্কারের দু’টি জিতেছেন স্টিফেন গ্রাহাম। অ্যান্থলজি সিরিজের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন স্টিফেন গ্রাহাম। আর ‘অ্যাডোলেসেন্স’ রচনার জন্য সেরা লেখকের অ্যাওয়ার্ড পেয়েছেন স্টিফেন গ্রাহাম ও জ্যাক থর্ন। এই সেরা অ্যান্থলজি সিরিজ রচনার অ্যাওয়ার্ডটিও এখন ‘অ্যাডোলেসেন্স’-এর ঝুলিতে। স্টিফেন ‘অ্যাডোলেসেন্স’-এ জেমি মিলারের বাবা এডি মিলারের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই সিরিজের জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এরিন ডুহার্টি। সেরা অ্যান্থলজি সিরিজের পরিচালক হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন ফিলিপ বারান্তিনি।
মোট ৮টি বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘অ্যাডোলেসেন্স’। ২৭টি বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘সেভারেন্স’। এ বছর সর্বোচ্চ ১৩টি পুরস্কার জিতেছে ‘দ্য স্টুডিও’।
৭৭তম এমি অ্যাওয়ার্ডস বিজয়ীর তালিকা
ড্রামা সিরিজ: ‘দ্য পিট’
কমেডি সিরিজ: ‘দ্য স্টুডিও’
লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ: ‘অ্যাডোলেসেন্স’
অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, ‘দ্য পিট’
অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন, ‘দ্য স্টুডিও’
অভিনেতা (লিমিটেড/অ্যান্থলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম, ‘অ্যাডোলেসেন্স’
অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার, ‘সেভারেন্স’
অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট, হ্যাকস
অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি, ‘দ্য পেঙ্গুইন’
পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র্যানডাল, ‘স্লো হর্সেস’ (‘হ্যালো গুডবাই’)
পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ, ‘দ্য স্টুডিও’ (‘দ্য অনার’)
পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি, ‘অ্যাডোলেসেন্স’

আড়ম্বরপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বিনোদন জগতের সম্মানজনক পুরস্কার ‘এপি অ্যাওয়ার্ড—এর ৭৭তম আসর। বরাবরের মতোই এবারও লস অ্যাঞ্জেলেসের পি-কক থিয়েটারে বসেছে আসর। এবারের আসরে তাক লাগিয়ে দিয়েছে নেটফ্লিক্সের মিনি সিরিজ ‘অ্যাডোলেসেন্স’। মোট ছয়টি বিভাগে জিতে নিয়েছে সেরার পুরস্কার। সেরা লিমিটেড বা অ্যান্থলজি, সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা স্ক্রিপ্ট, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রী—এই ছয় ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে সিরিজটি।
এই সিরিজে অসাধারণ অভিনয়ের জন্য সবচেয়ে কম বয়সী পুরুষ অভিনেতা হিসেবে এমি জিতে রেকর্ড গড়লেন ১৫ বছর বয়সী আওয়েন কুপার। ‘অ্যাডোলেসেন্স’-এ জেমি মিলার চরিত্রে অভিনয় করেছিল আওয়েন। লিমিটেড সিরিজ়ে সেরা সহ-অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন তিনি। এমি জেতার অভিজ্ঞতাকে ‘অবিশ্বাস্য’ বলেছে আওয়েন। শুটিংয়ের সময় এই অভিনেতার বয়স ছিল ১৪ বছর।
‘অ্যাডোলেসেন্স’-এর ঝুলিতে থাকা ৬টি পুরষ্কারের দু’টি জিতেছেন স্টিফেন গ্রাহাম। অ্যান্থলজি সিরিজের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন স্টিফেন গ্রাহাম। আর ‘অ্যাডোলেসেন্স’ রচনার জন্য সেরা লেখকের অ্যাওয়ার্ড পেয়েছেন স্টিফেন গ্রাহাম ও জ্যাক থর্ন। এই সেরা অ্যান্থলজি সিরিজ রচনার অ্যাওয়ার্ডটিও এখন ‘অ্যাডোলেসেন্স’-এর ঝুলিতে। স্টিফেন ‘অ্যাডোলেসেন্স’-এ জেমি মিলারের বাবা এডি মিলারের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই সিরিজের জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এরিন ডুহার্টি। সেরা অ্যান্থলজি সিরিজের পরিচালক হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন ফিলিপ বারান্তিনি।
মোট ৮টি বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘অ্যাডোলেসেন্স’। ২৭টি বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘সেভারেন্স’। এ বছর সর্বোচ্চ ১৩টি পুরস্কার জিতেছে ‘দ্য স্টুডিও’।
৭৭তম এমি অ্যাওয়ার্ডস বিজয়ীর তালিকা
ড্রামা সিরিজ: ‘দ্য পিট’
কমেডি সিরিজ: ‘দ্য স্টুডিও’
লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ: ‘অ্যাডোলেসেন্স’
অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, ‘দ্য পিট’
অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন, ‘দ্য স্টুডিও’
অভিনেতা (লিমিটেড/অ্যান্থলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম, ‘অ্যাডোলেসেন্স’
অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার, ‘সেভারেন্স’
অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট, হ্যাকস
অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি, ‘দ্য পেঙ্গুইন’
পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র্যানডাল, ‘স্লো হর্সেস’ (‘হ্যালো গুডবাই’)
পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ, ‘দ্য স্টুডিও’ (‘দ্য অনার’)
পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি, ‘অ্যাডোলেসেন্স’

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে