বিনোদন ডেস্ক

ঢাকা: জোয়াকিন ফিনিক্স অভিনীত ‘জোকার’ হলিউডের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ সিনেমা। মুক্তির পর সারা বিশ্বে হইচই ফেলে দেয় সিনেমাটি। ‘জোকার’কে কেন্দ্র করে আলোচনা-সমালোচনায় মুখর হয়ে ওঠেন দর্শক-সমালোচক।
‘জোকার’ই হলিউডের ইতিহাসে প্রথম ‘আর রেটেড’ (কেবল প্রাপ্তবয়স্কদের জন্য) সিনেমা, যেটি সারা বিশ্বে ১০০ কোটি ডলারেরও বেশি আয় করেছে। বিশ্ব সিনেমায় চীন খুবই গুরুত্বপূর্ণ বাজার। ‘জোকার’কে চীনের সীমানায় ঢুকতেই দেয়নি দেশটি। চীনে প্রদর্শন না করেই বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের মাইলফলক অর্জন করা বড় ব্যাপার।
৪ অক্টোবর মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে নেতিবাচক রিভিউর ছড়াছড়ি ছিল সমালোচক মহলে। এমনকি যুক্তরাষ্ট্রে ‘জোকার’–এর প্রিমিয়ারের দিন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায়। কিন্তু তার পরও সদলবলে সিনেমাটি দেখেছে দর্শক। সিনেমাটি ছিনিয়ে এনেছে অস্কার।
সিনেমাটি বানিয়েছেন অস্কার মনোনয়ন পাওয়া পরিচালক টড ফিলিপস। ‘জোকার’–এর সিক্যুয়েল হবে। তবে সেখানে পরিচালক তিনিই থাকবেন কি না, বিষয়টি এখনো স্পষ্ট নয়। সর্বশেষ খবর অনুযায়ী, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রসের সঙ্গে চুক্তি হয়েছে টড ফিলিপসের।
তবে ‘জোকার ২’ পরিচালনার জন্য নয়, চুক্তি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য লেখার জন্য। ‘জোকার’–এর প্রথম পর্বের চিত্রনাট্যও তিনি লিখেছিলেন। তাঁর সহযোগী লেখক হিসেবে ছিলেন স্কট সিলভার। কিন্তু দ্বিতীয় মৌসুমে এসে স্কটের থাকার খবর পাওয়া যায়নি এখনো।
মাতৃভক্ত একজন কৌতুকাভিনেতা কী করে ভয়ংকর খলনায়কে পরিণত হলেন, হলেন ব্যাটম্যানের চিরশত্রু, সেটাই ‘জোকার’–এর গল্প। তবে দ্বিতীয় মৌসুমে এসে গল্পের শাখা-প্রশাখা মেলতে পারে অন্যদিকে। শোনা যাচ্ছে, নতুন জোকারে শুধু আর্থার ক্লার্ক নয়; থাকবে মোট চারটি জোকারের চরিত্র।
দেখে নিন ‘জোকার’ এর ট্রেলার:

ঢাকা: জোয়াকিন ফিনিক্স অভিনীত ‘জোকার’ হলিউডের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ সিনেমা। মুক্তির পর সারা বিশ্বে হইচই ফেলে দেয় সিনেমাটি। ‘জোকার’কে কেন্দ্র করে আলোচনা-সমালোচনায় মুখর হয়ে ওঠেন দর্শক-সমালোচক।
‘জোকার’ই হলিউডের ইতিহাসে প্রথম ‘আর রেটেড’ (কেবল প্রাপ্তবয়স্কদের জন্য) সিনেমা, যেটি সারা বিশ্বে ১০০ কোটি ডলারেরও বেশি আয় করেছে। বিশ্ব সিনেমায় চীন খুবই গুরুত্বপূর্ণ বাজার। ‘জোকার’কে চীনের সীমানায় ঢুকতেই দেয়নি দেশটি। চীনে প্রদর্শন না করেই বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের মাইলফলক অর্জন করা বড় ব্যাপার।
৪ অক্টোবর মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে নেতিবাচক রিভিউর ছড়াছড়ি ছিল সমালোচক মহলে। এমনকি যুক্তরাষ্ট্রে ‘জোকার’–এর প্রিমিয়ারের দিন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায়। কিন্তু তার পরও সদলবলে সিনেমাটি দেখেছে দর্শক। সিনেমাটি ছিনিয়ে এনেছে অস্কার।
সিনেমাটি বানিয়েছেন অস্কার মনোনয়ন পাওয়া পরিচালক টড ফিলিপস। ‘জোকার’–এর সিক্যুয়েল হবে। তবে সেখানে পরিচালক তিনিই থাকবেন কি না, বিষয়টি এখনো স্পষ্ট নয়। সর্বশেষ খবর অনুযায়ী, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রসের সঙ্গে চুক্তি হয়েছে টড ফিলিপসের।
তবে ‘জোকার ২’ পরিচালনার জন্য নয়, চুক্তি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য লেখার জন্য। ‘জোকার’–এর প্রথম পর্বের চিত্রনাট্যও তিনি লিখেছিলেন। তাঁর সহযোগী লেখক হিসেবে ছিলেন স্কট সিলভার। কিন্তু দ্বিতীয় মৌসুমে এসে স্কটের থাকার খবর পাওয়া যায়নি এখনো।
মাতৃভক্ত একজন কৌতুকাভিনেতা কী করে ভয়ংকর খলনায়কে পরিণত হলেন, হলেন ব্যাটম্যানের চিরশত্রু, সেটাই ‘জোকার’–এর গল্প। তবে দ্বিতীয় মৌসুমে এসে গল্পের শাখা-প্রশাখা মেলতে পারে অন্যদিকে। শোনা যাচ্ছে, নতুন জোকারে শুধু আর্থার ক্লার্ক নয়; থাকবে মোট চারটি জোকারের চরিত্র।
দেখে নিন ‘জোকার’ এর ট্রেলার:

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
১৯ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
১৯ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
১৯ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
১৯ ঘণ্টা আগে