
যুক্তরাষ্ট্রের বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট মার্সেনারি’ ছবিতে বাংলাদেশি পণ্য নিয়ে আপত্তিকর সংলাপ ব্যবহার করায় দেশে-বিদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। অনেকেই একে বাংলাদেশি পণ্যবিরোধী প্রচারণা বলে মন্তব্য করেছেন। ছবির একটি দৃশ্যে দেখা যায়, একজন অভিনেতা বলছেন, ‘এটা বুলেটপ্রুফ জ্যাকেট।’ জবাবে অন্যজন বলেন, ‘এটা মেড ইন ফ্রান্স। তবে এটি যদি বাংলাদেশ থেকে আসে, তাহলে আমি শেষ হয়ে যাব।’
এমন সংলাপের বিষয়টি নজরে এলে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে বসবাসকারী অনেক প্রবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছেন। বিস্ময় আর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে নেটফ্লিক্সকে চিঠি পাঠিয়েছেন তিনি। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলারকেও অনুলিপি পাঠিয়েছেন।
চিঠিতে ওই ছবি থেকে সংলাপটি সরিয়ে নেওয়ার জন্য নেটফ্লিক্সের কাছে দাবি জানিয়েছেন ফারুক হাসান। তিনি বলেন, ‘এই সংলাপ শুধু বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে ক্ষুণ্ণ করেনি; বরং বিশ্বব্যাপী লাখ লাখ ভোক্তাকে অসম্মান করেছে। “মেড ইন বাংলাদেশ” পোশাক যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৬০টি দেশে রপ্তানি হয়। ছবির ওই সংলাপ বাংলাদেশের ৪০ লাখ পোশাকশ্রমিকের কঠোর পরিশ্রম, নিষ্ঠা, মান ও সময়মতো উৎপাদনের দক্ষতাকে অবমূল্যায়ন করেছে। তাই বিজিএমইএ বাংলাদেশের পোশাকশিল্পের সব মালিক ও শ্রমিকের পক্ষ থেকে, লাস্ট মার্সেনারি ছবির ওই সংলাপের তীব্র প্রতিবাদ করছে।’

যুক্তরাষ্ট্রের বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট মার্সেনারি’ ছবিতে বাংলাদেশি পণ্য নিয়ে আপত্তিকর সংলাপ ব্যবহার করায় দেশে-বিদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। অনেকেই একে বাংলাদেশি পণ্যবিরোধী প্রচারণা বলে মন্তব্য করেছেন। ছবির একটি দৃশ্যে দেখা যায়, একজন অভিনেতা বলছেন, ‘এটা বুলেটপ্রুফ জ্যাকেট।’ জবাবে অন্যজন বলেন, ‘এটা মেড ইন ফ্রান্স। তবে এটি যদি বাংলাদেশ থেকে আসে, তাহলে আমি শেষ হয়ে যাব।’
এমন সংলাপের বিষয়টি নজরে এলে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে বসবাসকারী অনেক প্রবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছেন। বিস্ময় আর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে নেটফ্লিক্সকে চিঠি পাঠিয়েছেন তিনি। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলারকেও অনুলিপি পাঠিয়েছেন।
চিঠিতে ওই ছবি থেকে সংলাপটি সরিয়ে নেওয়ার জন্য নেটফ্লিক্সের কাছে দাবি জানিয়েছেন ফারুক হাসান। তিনি বলেন, ‘এই সংলাপ শুধু বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে ক্ষুণ্ণ করেনি; বরং বিশ্বব্যাপী লাখ লাখ ভোক্তাকে অসম্মান করেছে। “মেড ইন বাংলাদেশ” পোশাক যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৬০টি দেশে রপ্তানি হয়। ছবির ওই সংলাপ বাংলাদেশের ৪০ লাখ পোশাকশ্রমিকের কঠোর পরিশ্রম, নিষ্ঠা, মান ও সময়মতো উৎপাদনের দক্ষতাকে অবমূল্যায়ন করেছে। তাই বিজিএমইএ বাংলাদেশের পোশাকশিল্পের সব মালিক ও শ্রমিকের পক্ষ থেকে, লাস্ট মার্সেনারি ছবির ওই সংলাপের তীব্র প্রতিবাদ করছে।’

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
৬ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৬ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
৬ ঘণ্টা আগে