বিনোদন ডেস্ক

ঢাকা: আবার ভয় দেখাতে এসেছে কনজুরিং। ৪ জুন মুক্তি পেয়েছে কনজুরিং সিরিজের তিন নম্বর ছবি ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’। পিশাচের খোঁজে নতুন কেস পেয়েছে অ্যাডওয়ার্ড ও লরেন ওয়ারেন।
১৯৮১ সালে একটি হত্যা মামলায় জড়িয়ে পড়া আর্নে জনসনের জীবনের বাস্তব ঘটনা নিয়েই তৈরি হয়েছে ছবিটি। পরিচালক মাইকেল কেভসের দাবি, কনজুরিং সিরিজের এই ছবিটিই সবচেয়ে ভয়ের।
২০১৬ সালে এসেছিল ভৌতিক ছবি ‘কনজুরিং ২’। প্রায় পাঁচ বছর অপেক্ষার পর এল সিরিজের তিন নম্বর কিস্তি। ১৯৮১ সালে হত্যার অপরাধে আর্নে জনসন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। যদিও যুবকের দাবি ছিল, সে হত্যা করেনি। কেউ জোর করে তাকে দিয়ে হত্যা করিয়েছে।
তদন্তে নেমে জানা যায়, ওই যুবকের জীবনে ঘটে গেছে নানা অলৌকিক ঘটনা। আর যেখানেই অলৌকিক ঘটনা, সেখানেই উপস্থিত হয় অ্যাড ও লরেন জুটি। ভূতগ্রস্ত যুবককে বাঁচাতে সব রকমের অলৌকিক শক্তিকে নির্মূল করার পদক্ষেপ নেয় তারা।
দেখে নিন ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’ সিনেমার ট্রেলার:
ছবিতে অ্যাড ও লরেনের ভূমিকায় অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফার্মিগা। তিনটি অ্যানাবেল, দ্য নান ও দুটি কনজুরিং–এর পর এটি কনজুরিং গোত্রের সাত নম্বর ছবি। বক্স অফিসেও ছবিগুলোর বাজার এককথায় অসাধারণ। ‘কনজুরিং ৩’ মুক্তি পেয়েছে সিনেমা হলে। দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সেও।
কনজুরিং সিরিজের এ ছবিটিকে ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। দর্শকেরা যে দীর্ঘদিন ভয় পাওয়ার অপেক্ষায় ছিলেন, সেটা বোঝা যাচ্ছে মুক্তির পর বক্স অফিসের হিসাব দেখে। প্রথম দিনেই ‘কনজুরিং ৩’– এর আয় এক কোটি ডলারেরও বেশি। ধারনা করা হচ্ছে, শনি ও রোববারের আয় মিলিয়ে সংখ্যাটি দাঁড়াবে আড়াই কোটি ডলারেরও বেশি।

ঢাকা: আবার ভয় দেখাতে এসেছে কনজুরিং। ৪ জুন মুক্তি পেয়েছে কনজুরিং সিরিজের তিন নম্বর ছবি ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’। পিশাচের খোঁজে নতুন কেস পেয়েছে অ্যাডওয়ার্ড ও লরেন ওয়ারেন।
১৯৮১ সালে একটি হত্যা মামলায় জড়িয়ে পড়া আর্নে জনসনের জীবনের বাস্তব ঘটনা নিয়েই তৈরি হয়েছে ছবিটি। পরিচালক মাইকেল কেভসের দাবি, কনজুরিং সিরিজের এই ছবিটিই সবচেয়ে ভয়ের।
২০১৬ সালে এসেছিল ভৌতিক ছবি ‘কনজুরিং ২’। প্রায় পাঁচ বছর অপেক্ষার পর এল সিরিজের তিন নম্বর কিস্তি। ১৯৮১ সালে হত্যার অপরাধে আর্নে জনসন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। যদিও যুবকের দাবি ছিল, সে হত্যা করেনি। কেউ জোর করে তাকে দিয়ে হত্যা করিয়েছে।
তদন্তে নেমে জানা যায়, ওই যুবকের জীবনে ঘটে গেছে নানা অলৌকিক ঘটনা। আর যেখানেই অলৌকিক ঘটনা, সেখানেই উপস্থিত হয় অ্যাড ও লরেন জুটি। ভূতগ্রস্ত যুবককে বাঁচাতে সব রকমের অলৌকিক শক্তিকে নির্মূল করার পদক্ষেপ নেয় তারা।
দেখে নিন ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’ সিনেমার ট্রেলার:
ছবিতে অ্যাড ও লরেনের ভূমিকায় অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফার্মিগা। তিনটি অ্যানাবেল, দ্য নান ও দুটি কনজুরিং–এর পর এটি কনজুরিং গোত্রের সাত নম্বর ছবি। বক্স অফিসেও ছবিগুলোর বাজার এককথায় অসাধারণ। ‘কনজুরিং ৩’ মুক্তি পেয়েছে সিনেমা হলে। দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সেও।
কনজুরিং সিরিজের এ ছবিটিকে ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। দর্শকেরা যে দীর্ঘদিন ভয় পাওয়ার অপেক্ষায় ছিলেন, সেটা বোঝা যাচ্ছে মুক্তির পর বক্স অফিসের হিসাব দেখে। প্রথম দিনেই ‘কনজুরিং ৩’– এর আয় এক কোটি ডলারেরও বেশি। ধারনা করা হচ্ছে, শনি ও রোববারের আয় মিলিয়ে সংখ্যাটি দাঁড়াবে আড়াই কোটি ডলারেরও বেশি।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১ দিন আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১ দিন আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১ দিন আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে