
যৌন নিপীড়নের মামলায় হলিউড তারকা কেভিন স্পেসির বিরুদ্ধে যুক্তরাজ্যের আদালতে শুনানি চলছে। তাঁর বিরুদ্ধে চারজন পুরুষ যৌন নিপীড়নের ১২টি অভিযোগ এনেছেন।
আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো শুনানি হয়। আদালত একজন ভুক্তভোগীর ভাই এবং তাঁর দুই সাবেক বান্ধবীর সাক্ষ্য শোনেন। এ ছাড়া পুলিশকে দেওয়া আরেকজন অভিযোগকারীর জবানবন্দির রেকর্ড আদালতে শোনানো হয়।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। স্পেসির বিরুদ্ধে আনা ১২টি অভিযোগের ঘটনার সময়কাল ২০০১ থেকে ২০১৩-এর মধ্যে।
প্রথম অভিযোগকারীর সাবেক প্রেমিকা আদালতকে বলেন, স্পেসি তাঁর প্রেমিকের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছিলেন। তিনি বেশ কয়েকবার তাঁর পায়ে হাত রাখেন, এমনকি তাঁর অণ্ডকোষ চেপে ধরেন।
দ্বিতীয় সাক্ষীও ছিলেন প্রথম অভিযোগকারীর সাবেক প্রেমিকা। তিনি আদালতকে বলেন, স্পেসি তাঁর সাবেক প্রেমিকের হাঁটু স্পর্শ করেছিলেন এবং তাঁর হাঁটুতে হাত রেখেছিলেন।
তৃতীয় সাক্ষী অভিযোগকারীর ভাই আদালতকে জানান, স্পেসি তাঁর ভাইয়ের অণ্ডকোষ ‘বেশ শক্ত’ করে চেপে ধরেছিলেন।
সর্বশেষ আদালত পুলিশকে দেওয়া দ্বিতীয় অভিযোগকারীর জবানবন্দির রেকর্ড দেখেন। সেখানে অভিযোগকারী জানান, স্পেসি তাঁর ‘অণ্ডকোষ’ চেপে ধরেন এবং তাঁর ঘাড়ে চুম্বন করে তাঁকে শান্ত হতে বলেন। স্পেসি এই ব্যক্তির করা যৌন নিপীড়নের অভিযোগসহ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লেখ্য, বছর ছয়েক আগে যৌন অসদাচরণের অভিযোগ আলোচনায় এলে দুবার অস্কারজয়ী হলিউডের এই জনপ্রিয় অভিনেতা লোকচক্ষুর অন্তরালে চলে যান। অভিযোগ ওঠার পর টিভি শো ‘হাউস অব কার্ডস’ এবং চলচ্চিত্র ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ থেকেও বাদ পড়েন তিনি। খ্যাতিমান এই অভিনেতা ও পরিচালক ‘আমেরিকান বিউটি’ (২০০০) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা ও ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ (১৯৯৬) ছবির জন্য সেরা সহ-অভিনেতা ক্যাটাগরিতে অস্কার পান।

যৌন নিপীড়নের মামলায় হলিউড তারকা কেভিন স্পেসির বিরুদ্ধে যুক্তরাজ্যের আদালতে শুনানি চলছে। তাঁর বিরুদ্ধে চারজন পুরুষ যৌন নিপীড়নের ১২টি অভিযোগ এনেছেন।
আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো শুনানি হয়। আদালত একজন ভুক্তভোগীর ভাই এবং তাঁর দুই সাবেক বান্ধবীর সাক্ষ্য শোনেন। এ ছাড়া পুলিশকে দেওয়া আরেকজন অভিযোগকারীর জবানবন্দির রেকর্ড আদালতে শোনানো হয়।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। স্পেসির বিরুদ্ধে আনা ১২টি অভিযোগের ঘটনার সময়কাল ২০০১ থেকে ২০১৩-এর মধ্যে।
প্রথম অভিযোগকারীর সাবেক প্রেমিকা আদালতকে বলেন, স্পেসি তাঁর প্রেমিকের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছিলেন। তিনি বেশ কয়েকবার তাঁর পায়ে হাত রাখেন, এমনকি তাঁর অণ্ডকোষ চেপে ধরেন।
দ্বিতীয় সাক্ষীও ছিলেন প্রথম অভিযোগকারীর সাবেক প্রেমিকা। তিনি আদালতকে বলেন, স্পেসি তাঁর সাবেক প্রেমিকের হাঁটু স্পর্শ করেছিলেন এবং তাঁর হাঁটুতে হাত রেখেছিলেন।
তৃতীয় সাক্ষী অভিযোগকারীর ভাই আদালতকে জানান, স্পেসি তাঁর ভাইয়ের অণ্ডকোষ ‘বেশ শক্ত’ করে চেপে ধরেছিলেন।
সর্বশেষ আদালত পুলিশকে দেওয়া দ্বিতীয় অভিযোগকারীর জবানবন্দির রেকর্ড দেখেন। সেখানে অভিযোগকারী জানান, স্পেসি তাঁর ‘অণ্ডকোষ’ চেপে ধরেন এবং তাঁর ঘাড়ে চুম্বন করে তাঁকে শান্ত হতে বলেন। স্পেসি এই ব্যক্তির করা যৌন নিপীড়নের অভিযোগসহ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লেখ্য, বছর ছয়েক আগে যৌন অসদাচরণের অভিযোগ আলোচনায় এলে দুবার অস্কারজয়ী হলিউডের এই জনপ্রিয় অভিনেতা লোকচক্ষুর অন্তরালে চলে যান। অভিযোগ ওঠার পর টিভি শো ‘হাউস অব কার্ডস’ এবং চলচ্চিত্র ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ থেকেও বাদ পড়েন তিনি। খ্যাতিমান এই অভিনেতা ও পরিচালক ‘আমেরিকান বিউটি’ (২০০০) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা ও ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ (১৯৯৬) ছবির জন্য সেরা সহ-অভিনেতা ক্যাটাগরিতে অস্কার পান।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে