
অস্কার অনুভূতি
চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ওরফে অস্কারের ৯৩তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা হলো আজ (২৬ এপ্রিল)। এবার সেরা ছবি হয়েছে ‘নোম্যাডল্যান্ড’ , আর সেই সূত্রে সেরা পরিচালক হয়ে ইতিহাস গড়লেন চীনা পরিচালক ক্লোয়ি ঝাও। দ্বিতীয় নারী পরিচালক হিসেবে অস্কার পেলেন তিনি।
‘নোম্যাডল্যান্ড’ -এর গল্পটা ফার্ন নামের এক নারীকে ঘিরে। আমেরিকার মহামন্দার সময় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন ষাটে পা দেওয়া ফার্ন। এরপর ছুটে যান পশ্চিমে। বেছে নেন এ যুগের যাযাবর জীবন। আর ফার্নের চরিত্রটাকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলে সেরা অভিনেত্রীর অস্কারটা বাগিয়ে নিয়েছেন ফ্রান্সেস ম্যাকডোরমান্ড। এ নিয়ে তিনটি অস্কার পেলেন এ অভিনেত্রী। তিনটিই পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে (আগের দুটি ছবি হলো- ‘ফারগো’ , ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং মিসৌরি’।
‘দ্য ফাদার’ ছবিতে ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন অ্যান্থনি হপকিন্স। একইসঙ্গে তিনি আবার অস্কারজয়ী সবচেয়ে বেশি বয়সী অভিনেতাও।
অস্কার প্রাপ্তির পর কলাকুশলীরা তাঁদের অনুভূতি প্রকাশ করেছেন:
‘প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার শুভাকাঙ্খীদের। আমি গর্বিত। তবে খুব অবাক হয়েছি। আমার কোনো প্রত্যাশাই ছিল না। খুব করে চাচ্ছিলাম প্রয়াত চ্যাডউকি যেন পুরস্কারটা পায়। এই পুরস্কার আমি চ্যাডউইককে উৎসর্গ করছি।’
অ্যান্থনি হপকিন্স, সেরা অভিনেতা
‘আমার কিছু বলার নেই। আমার রয়েছে এক ধারালো তলোয়ার। আর সেটিই আমার বর্ণমালা। আপনারা জানেন, আমাদের সেই ধারালো অস্ত্র কী! সেটি আমাদের কাজ, আমাদের অভিনয়। সেটিই যা বলার বলে। আমার আজ তাই কিছু বলার নেই।’
ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড, সেরা অভিনেত্রী
‘আমি দুনিয়ার যেখানে যার সঙ্গেই মিশেছি, তাদের ভালো দিকটাই দেখেছি। আর তাই আমার এই পুরস্কারটা তাদের জন্য উৎসর্গ করছি, যারা নিজেদের মধ্যে ভালো মানুষটাকে ধরে রাখার মতো সাহস দেখিয়ে চলেছেন, তা যতোই কঠিন হোক না কেন। এমন মানুষদের উৎসাহেই আমার সিনেমা। জীবনে এমন সিনেমা বানানোর অভিজ্ঞতা একবারই হয়’।
ক্লোয়ি ঝাও, সেরা পরিচালক
ট্রফিটা বড্ড শীতল আর ভারী ঠেকছে। আর আমি কিন্তু কেঁদে ফেলবো না, কারণ এটা ঠিক ইংরেজদের মতো আচরণ হবে না। নারীদের না-বলা অভিজ্ঞতা খুঁজে বের করে তাদের গল্প বলা আমাদের দায়িত্ব। এই পুরস্কার আমাকে আরো দু:সাহসী করে তুললো।
এমারেল্ড ফেনেল, সেরা মৌলিক চিত্রনাট্য
যে ছবির জন্য অস্কার পেলাম, সেটার শুটিং শুরুর চারদিনের মধ্যে সড়ক দুর্ঘটনায় আমার মেয়ে মারা যায়। প্রচণ্ড কষ্ট বুকে চেপে ঠিক করি মেয়ের স্মৃতি ধরে রাখতেই এ সিনেমার কাজ শেষ করবো। জীবনের জয়গানের বার্তা নিয়ে বানানো সিনেমাটির শেষে তাই মেয়ের নাম ‘আইডা’ জুড়ে দিয়েছি।
থমাস ভিনটারবার্গ, পরিচালক, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র
আমি পৃথিবীর আরেক প্রান্তে বাস করি। টেলিভিশনেই দেখি অস্কারের আয়োজন। কিন্তু আজ আমি এখানে, আমি বিশ্বাস করতে পারছি না! মিনারি’ সিনেমার নির্মাতা লি আইজাক চুংকে ‘আমার ক্যাপ্টেন’। তাকে বলতে হয় আমি আপনার চেয়েও ভাগ্যবান।, ইয়ুহ-জুং ইয়ান, সেরা পার্শ্ব অভিনেত্রী

অস্কার অনুভূতি
চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ওরফে অস্কারের ৯৩তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা হলো আজ (২৬ এপ্রিল)। এবার সেরা ছবি হয়েছে ‘নোম্যাডল্যান্ড’ , আর সেই সূত্রে সেরা পরিচালক হয়ে ইতিহাস গড়লেন চীনা পরিচালক ক্লোয়ি ঝাও। দ্বিতীয় নারী পরিচালক হিসেবে অস্কার পেলেন তিনি।
‘নোম্যাডল্যান্ড’ -এর গল্পটা ফার্ন নামের এক নারীকে ঘিরে। আমেরিকার মহামন্দার সময় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন ষাটে পা দেওয়া ফার্ন। এরপর ছুটে যান পশ্চিমে। বেছে নেন এ যুগের যাযাবর জীবন। আর ফার্নের চরিত্রটাকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলে সেরা অভিনেত্রীর অস্কারটা বাগিয়ে নিয়েছেন ফ্রান্সেস ম্যাকডোরমান্ড। এ নিয়ে তিনটি অস্কার পেলেন এ অভিনেত্রী। তিনটিই পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে (আগের দুটি ছবি হলো- ‘ফারগো’ , ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং মিসৌরি’।
‘দ্য ফাদার’ ছবিতে ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন অ্যান্থনি হপকিন্স। একইসঙ্গে তিনি আবার অস্কারজয়ী সবচেয়ে বেশি বয়সী অভিনেতাও।
অস্কার প্রাপ্তির পর কলাকুশলীরা তাঁদের অনুভূতি প্রকাশ করেছেন:
‘প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার শুভাকাঙ্খীদের। আমি গর্বিত। তবে খুব অবাক হয়েছি। আমার কোনো প্রত্যাশাই ছিল না। খুব করে চাচ্ছিলাম প্রয়াত চ্যাডউকি যেন পুরস্কারটা পায়। এই পুরস্কার আমি চ্যাডউইককে উৎসর্গ করছি।’
অ্যান্থনি হপকিন্স, সেরা অভিনেতা
‘আমার কিছু বলার নেই। আমার রয়েছে এক ধারালো তলোয়ার। আর সেটিই আমার বর্ণমালা। আপনারা জানেন, আমাদের সেই ধারালো অস্ত্র কী! সেটি আমাদের কাজ, আমাদের অভিনয়। সেটিই যা বলার বলে। আমার আজ তাই কিছু বলার নেই।’
ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড, সেরা অভিনেত্রী
‘আমি দুনিয়ার যেখানে যার সঙ্গেই মিশেছি, তাদের ভালো দিকটাই দেখেছি। আর তাই আমার এই পুরস্কারটা তাদের জন্য উৎসর্গ করছি, যারা নিজেদের মধ্যে ভালো মানুষটাকে ধরে রাখার মতো সাহস দেখিয়ে চলেছেন, তা যতোই কঠিন হোক না কেন। এমন মানুষদের উৎসাহেই আমার সিনেমা। জীবনে এমন সিনেমা বানানোর অভিজ্ঞতা একবারই হয়’।
ক্লোয়ি ঝাও, সেরা পরিচালক
ট্রফিটা বড্ড শীতল আর ভারী ঠেকছে। আর আমি কিন্তু কেঁদে ফেলবো না, কারণ এটা ঠিক ইংরেজদের মতো আচরণ হবে না। নারীদের না-বলা অভিজ্ঞতা খুঁজে বের করে তাদের গল্প বলা আমাদের দায়িত্ব। এই পুরস্কার আমাকে আরো দু:সাহসী করে তুললো।
এমারেল্ড ফেনেল, সেরা মৌলিক চিত্রনাট্য
যে ছবির জন্য অস্কার পেলাম, সেটার শুটিং শুরুর চারদিনের মধ্যে সড়ক দুর্ঘটনায় আমার মেয়ে মারা যায়। প্রচণ্ড কষ্ট বুকে চেপে ঠিক করি মেয়ের স্মৃতি ধরে রাখতেই এ সিনেমার কাজ শেষ করবো। জীবনের জয়গানের বার্তা নিয়ে বানানো সিনেমাটির শেষে তাই মেয়ের নাম ‘আইডা’ জুড়ে দিয়েছি।
থমাস ভিনটারবার্গ, পরিচালক, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র
আমি পৃথিবীর আরেক প্রান্তে বাস করি। টেলিভিশনেই দেখি অস্কারের আয়োজন। কিন্তু আজ আমি এখানে, আমি বিশ্বাস করতে পারছি না! মিনারি’ সিনেমার নির্মাতা লি আইজাক চুংকে ‘আমার ক্যাপ্টেন’। তাকে বলতে হয় আমি আপনার চেয়েও ভাগ্যবান।, ইয়ুহ-জুং ইয়ান, সেরা পার্শ্ব অভিনেত্রী

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
৫ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৬ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
৬ ঘণ্টা আগে