
বাংলাদেশ ও বেলজিয়ামের সাংস্কৃতিক অনুষঙ্গের মিশ্রণে আগামী দুই দিন ঢাকায় হতে যাচ্ছে ব্যতিক্রম আয়োজন। আজ মঙ্গলবার ২০ জুন সন্ধ্যা ৭টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা এবং আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকার ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল স্কুলে (বারিধারা) অনুষ্ঠিত হবে এই আয়োজন।
আয়োজনটিকে বলা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি মিউজিক ও থিয়েটার পরিবেশনা। এতে দুই দেশের হয়ে পারফর্ম করবেন রাহুল আনন্দ (বাংলাদেশ) ও ম্যাক্স ভেন্ডারভর্স্ট (বেলজিয়াম)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশনার জন্য গত এক সপ্তাহ ধরে একসঙ্গে অনুশীলন করছেন রাহুল আনন্দ ও ম্যাক্স ভেন্ডারভর্স্ট। এই প্রকল্পে তাঁরা একটি ইউফোনিক সম্প্রীতি তৈরি করতে রিকশা ও বাইসাইকেলের বিভিন্ন অংশ ব্যবহার করবেন। এক ঘণ্টার পারফরম্যান্সে বাইসাইকেল নিয়ে মুগ্ধ একটি ছেলের নাট্যযাত্রার পাশাপাশি বাংলাদেশি ও বেলজিয়ামের শিল্পীদের মধ্যে সংগীতের লড়াই দেখানো হবে।
প্রকল্পটি বাংলাদেশে ইউ প্রতিনিধিদল এবং বাংলাদেশের ইউনিক ক্লাস্টারের (আলিয়ঁস ফ্রঁসেজ, গ্যাটে ইনস্টিটিউট, ব্রিটিশ কাউন্সিল, স্প্যানিশ দূতাবাস, নেদারল্যান্ডস দূতাবাস) অংশ। পৃষ্ঠপোষকতায় রয়েছে সুয়েজ ইন্টারন্যাশনাল ও আইএম এক্সপোর্ট লিমিটেড।
বলা দরকার, ম্যাক্স ভেন্ডারভর্স্ট একজন সুরকার ও বাদ্যযন্ত্রের উদ্ভাবক। ১৯৮৮ সাল থেকে তিনি বিভিন্ন ধরনের সামগ্রীকে উপকরণ হিসেবে ব্যবহারের চর্চা করে আসছেন। তার উদ্ভাবনগুলো নিয়ে বহু প্রদর্শনী হয়েছে।
অন্যদিকে রাহুল আনন্দ বাংলাদেশের সংগীতে উজ্জ্বল নাম। শ্রোতাপ্রিয় ব্যান্ড জলের গানের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী তিনি। ব্যান্ডের হয়ে কিংবা এককভাবে বহু বাদ্যযন্ত্র উদ্ভাবন করেছেন তিনি।

দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে আবারও নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় কোরিয়ান গায়িকা মো সু-জিন মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার মৃত্যুর কারণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর এজেন্সি ‘প্যানিক বাটন’ এক বিবৃতিতে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে।
৭ ঘণ্টা আগে
বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আজ ৩০ জানুয়ারি রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। উপস্থাপনায় রশিদ সাগর। একক গান, লোকগান, পুঁথিপাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য, তারকা আড্ডাসহ নানা বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রতি মাসেই ম্যাগাজিন অনুষ্ঠানটির নতুন
১০ ঘণ্টা আগে
বর্তমান যুগ যেখানে অবিরাম কাজ, ক্রমাগত কন্টেন্ট উৎপাদন এবং সারাক্ষণ নিজেকে জাহির করার নেশায় মত্ত, সেখানে দাঁড়িয়ে হুট করে ‘না’ বলাটা অনেকটা বৈপ্লবিক সিদ্ধান্তের মতো শোনায়। ঠিক এই কাজটিই করে দেখালেন ভারতীয় সংগীত জগতের রাজপুত্র অরিজিৎ সিং এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান।
১৩ ঘণ্টা আগে
গতকাল নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’। উৎসবের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিভাগ বিগ স্ক্রিন কম্পিটিশনে লড়বে সিনেমাটি।
১৯ ঘণ্টা আগে