বিনোদন প্রতিবেদক

শ্রীলঙ্কার সাউথ এশিয়ান থিয়েটার অ্যাসোসিয়েশন (সাটা) আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসব ‘সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১’। এই উৎসবে বাংলাদেশের প্রযোজনা হিসেবে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে নাট্যসংগঠন স্বপ্নদলের আলোচিত ও দর্শকনন্দিত মাইমোড্রামা (মূকনাট্য) ‘জাদুর প্রদীপ’। ২০ নভেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় উৎসবের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি প্রদর্শিত হবে এই নাটক। ‘আরব্য রজনী’-র অমর কাহিনি ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনি-পুনর্বিন্যাসসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
জাদুর প্রদীপ সম্প্রচারের ঠিক আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নির্দেশক জাহিদ রিপনের সঙ্গে লাইভ আলাপচারিতা-অনুষ্ঠান ‘মিট দ্য ডিরেক্টর’ প্রচারিত হবে।
১৭-২১ নভেম্বর পাঁচ দিনব্যাপী চলমান এ ‘সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১’-এ বাংলাদেশের ‘জাদুর প্রদীপ’সহ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার মোট ৮টি নাট্য প্রযোজনা অন্তর্ভুক্ত রয়েছে।
নাট্য-উপস্থাপনার নানাবিধ রীতির একটি বিশেষ আকর্ষণীয় ধারা মাইমোড্রামা বা মূকনাট্য মূলত মূকাভিনয়-আঙ্গিক প্রয়োগের মাধ্যমে নির্মিত একক কাহিনিভিত্তিক পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের নাট্য প্রযোজনা। এটি নাট্যের একটি অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র, কিন্তু দীর্ঘ প্রশিক্ষণ ও একনিষ্ঠ শ্রমসাধ্য বিধায় এ ধারার প্রযোজনা সুলভ নয়।
‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’-এর প্রদীপ-আলাদিন-রাজকন্যা-জাদুকর-দৈত্যনির্ভর ধ্রুপদি কাহিনিটি সারা বিশ্বে সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্য স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’-এ এটিকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। প্রেম এবং প্রতাপের দ্বন্দ্বে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর। পাশাপাশি, গবেষণাগার নাট্যরীতিতে নির্মিত ‘জাদুর প্রদীপ’ প্রযোজনার মাধ্যমে ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলার নিজস্ব মূকাভিনয় আঙ্গিক ‘বাংলা মূকাভিনয়রীতি’ সৃজনপ্রয়াস পরিচালিত হয়েছে।
ইতিমধ্যে ‘জাদুর প্রদীপ’ প্রযোজনাটি ৩৫টি সফল মঞ্চায়নের মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি প্রযোজনাটি বেশ কয়েকটি আন্তর্জাতিক ভার্চুয়াল ফেস্টিভ্যালের আমন্ত্রণেও সফলভাবে প্রদর্শিত হয়েছে।
করোনাকালের বিরূপ সময়ে নবতর শৈল্পিক-উদ্ভাবন ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালের নানা আন্তর্জাতিক আসরে ইতিমধ্যে দেশের সীমানা ছাড়িয়ে স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’, ‘হেলেন কেলার', ‘হরগজ’, ‘ডাকঘর’ প্রভৃতি প্রযোজনা আমন্ত্রিত ও সফলভাবে প্রদর্শিত হয়েছে।

শ্রীলঙ্কার সাউথ এশিয়ান থিয়েটার অ্যাসোসিয়েশন (সাটা) আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসব ‘সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১’। এই উৎসবে বাংলাদেশের প্রযোজনা হিসেবে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে নাট্যসংগঠন স্বপ্নদলের আলোচিত ও দর্শকনন্দিত মাইমোড্রামা (মূকনাট্য) ‘জাদুর প্রদীপ’। ২০ নভেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় উৎসবের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি প্রদর্শিত হবে এই নাটক। ‘আরব্য রজনী’-র অমর কাহিনি ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনি-পুনর্বিন্যাসসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
জাদুর প্রদীপ সম্প্রচারের ঠিক আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নির্দেশক জাহিদ রিপনের সঙ্গে লাইভ আলাপচারিতা-অনুষ্ঠান ‘মিট দ্য ডিরেক্টর’ প্রচারিত হবে।
১৭-২১ নভেম্বর পাঁচ দিনব্যাপী চলমান এ ‘সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১’-এ বাংলাদেশের ‘জাদুর প্রদীপ’সহ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার মোট ৮টি নাট্য প্রযোজনা অন্তর্ভুক্ত রয়েছে।
নাট্য-উপস্থাপনার নানাবিধ রীতির একটি বিশেষ আকর্ষণীয় ধারা মাইমোড্রামা বা মূকনাট্য মূলত মূকাভিনয়-আঙ্গিক প্রয়োগের মাধ্যমে নির্মিত একক কাহিনিভিত্তিক পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের নাট্য প্রযোজনা। এটি নাট্যের একটি অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র, কিন্তু দীর্ঘ প্রশিক্ষণ ও একনিষ্ঠ শ্রমসাধ্য বিধায় এ ধারার প্রযোজনা সুলভ নয়।
‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’-এর প্রদীপ-আলাদিন-রাজকন্যা-জাদুকর-দৈত্যনির্ভর ধ্রুপদি কাহিনিটি সারা বিশ্বে সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্য স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’-এ এটিকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। প্রেম এবং প্রতাপের দ্বন্দ্বে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর। পাশাপাশি, গবেষণাগার নাট্যরীতিতে নির্মিত ‘জাদুর প্রদীপ’ প্রযোজনার মাধ্যমে ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলার নিজস্ব মূকাভিনয় আঙ্গিক ‘বাংলা মূকাভিনয়রীতি’ সৃজনপ্রয়াস পরিচালিত হয়েছে।
ইতিমধ্যে ‘জাদুর প্রদীপ’ প্রযোজনাটি ৩৫টি সফল মঞ্চায়নের মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি প্রযোজনাটি বেশ কয়েকটি আন্তর্জাতিক ভার্চুয়াল ফেস্টিভ্যালের আমন্ত্রণেও সফলভাবে প্রদর্শিত হয়েছে।
করোনাকালের বিরূপ সময়ে নবতর শৈল্পিক-উদ্ভাবন ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালের নানা আন্তর্জাতিক আসরে ইতিমধ্যে দেশের সীমানা ছাড়িয়ে স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’, ‘হেলেন কেলার', ‘হরগজ’, ‘ডাকঘর’ প্রভৃতি প্রযোজনা আমন্ত্রিত ও সফলভাবে প্রদর্শিত হয়েছে।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১ দিন আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১ দিন আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১ দিন আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে