
দুর্নীতিকাণ্ডে নাম জড়ানোর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত। এই যেমন—মালদ্বীপ ভ্রমণের পুরোনো ছবি শেয়ার করেও ছাড় পাননি এই অভিনেতা। সঙ্গে সঙ্গে বনির ইনস্টাগ্রামের মন্তব্যের ঘরে একের পর এক কটাক্ষ শুরু হয়। নেটিজেনদের মন্তব্য, চুরির টাকায় মালদ্বীপে গেছেন বনি।
কয়েক দিন আগেই কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ থাকায় ইডিতে ডাকা হয় বনি সেনগুপ্তকে। কুন্তলের টাকায় গাড়ি কেনায় বেশ ঝক্কি পোহাতে হয় তাঁকে। সমস্ত টাকা ফেরত দিয়েই আপাতত রেহাই পেয়েছেন তিনি।
সম্প্রতি মালদ্বীপে তোলা কিছু ছবি গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বনি লিখেছেন, ‘পারব না আমি ছাড়তে তোকে।’ মালদ্বীপের বিচ ভিলার সামনের আইকনিক কাঠের সাঁকোতে শর্টসে খালি গায়ে বিভিন্নভাবে পোজ দিতে দেখা যায় বনিকে।
মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘নিশ্বাসটা ছাড়ুন। তাহলেই আসল সিক্স প্যাক বের হয়ে আসবে।’ আরেকজন লিখেছেন, ‘ট্রিপের কথা ছেড়েই দিলাম, টুপি আর চশমাটাও কি চুরির টাকায় কেনা?’
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তদন্তে দেখা যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে ৪০ লাখ রুপি বনির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। কুন্তল গ্রেপ্তার হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় বনিকেও। দুই দিনের জেরার পর শেষমেশ ৪০ লাখ রুপির চেক ইডিকে লিখে দিয়েছিলেন বনি। সেই সময় অভিনেতা জানিয়েছিলেন, তাঁকে একটি ছবির জন্য কুন্তল এই টাকা দিয়েছিলেন। যদিও এর কোনো লিখিত চুক্তিপত্র বনি দেখাতে পারেননি।
সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, সত্যিই কি বনির পারিশ্রমিক ৪০ লাখ রুপি? জবাবে অভিনেতা জানিয়েছিলেন, ‘আমি ইন্ডাস্ট্রির লিডিং হিরো। এতগুলো বছর খেটে আমি পরিশ্রম করে এই পারিশ্রমিক অর্জন করেছি। তাই সেটার ওপর কেউ কথা বলতে পারে না।’ তারপর তাঁর বলা এই ‘ইন্ডাস্ট্রির লিডিং হিরো’ মন্তব্য নিয়ে ট্রল যে এখনো চলছে, তা বনির নানা পোস্টের মন্তব্যে চোখ রাখলেই বোঝা যায়।

দুর্নীতিকাণ্ডে নাম জড়ানোর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত। এই যেমন—মালদ্বীপ ভ্রমণের পুরোনো ছবি শেয়ার করেও ছাড় পাননি এই অভিনেতা। সঙ্গে সঙ্গে বনির ইনস্টাগ্রামের মন্তব্যের ঘরে একের পর এক কটাক্ষ শুরু হয়। নেটিজেনদের মন্তব্য, চুরির টাকায় মালদ্বীপে গেছেন বনি।
কয়েক দিন আগেই কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ থাকায় ইডিতে ডাকা হয় বনি সেনগুপ্তকে। কুন্তলের টাকায় গাড়ি কেনায় বেশ ঝক্কি পোহাতে হয় তাঁকে। সমস্ত টাকা ফেরত দিয়েই আপাতত রেহাই পেয়েছেন তিনি।
সম্প্রতি মালদ্বীপে তোলা কিছু ছবি গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বনি লিখেছেন, ‘পারব না আমি ছাড়তে তোকে।’ মালদ্বীপের বিচ ভিলার সামনের আইকনিক কাঠের সাঁকোতে শর্টসে খালি গায়ে বিভিন্নভাবে পোজ দিতে দেখা যায় বনিকে।
মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘নিশ্বাসটা ছাড়ুন। তাহলেই আসল সিক্স প্যাক বের হয়ে আসবে।’ আরেকজন লিখেছেন, ‘ট্রিপের কথা ছেড়েই দিলাম, টুপি আর চশমাটাও কি চুরির টাকায় কেনা?’
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তদন্তে দেখা যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে ৪০ লাখ রুপি বনির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। কুন্তল গ্রেপ্তার হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় বনিকেও। দুই দিনের জেরার পর শেষমেশ ৪০ লাখ রুপির চেক ইডিকে লিখে দিয়েছিলেন বনি। সেই সময় অভিনেতা জানিয়েছিলেন, তাঁকে একটি ছবির জন্য কুন্তল এই টাকা দিয়েছিলেন। যদিও এর কোনো লিখিত চুক্তিপত্র বনি দেখাতে পারেননি।
সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, সত্যিই কি বনির পারিশ্রমিক ৪০ লাখ রুপি? জবাবে অভিনেতা জানিয়েছিলেন, ‘আমি ইন্ডাস্ট্রির লিডিং হিরো। এতগুলো বছর খেটে আমি পরিশ্রম করে এই পারিশ্রমিক অর্জন করেছি। তাই সেটার ওপর কেউ কথা বলতে পারে না।’ তারপর তাঁর বলা এই ‘ইন্ডাস্ট্রির লিডিং হিরো’ মন্তব্য নিয়ে ট্রল যে এখনো চলছে, তা বনির নানা পোস্টের মন্তব্যে চোখ রাখলেই বোঝা যায়।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১৫ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১৫ ঘণ্টা আগে