Ajker Patrika

ঈদের সিনেমার প্রথম গানে ঝড় তুললেন শাকিব

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৫: ১৭
ঈদের সিনেমার প্রথম গানে ঝড় তুললেন শাকিব

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও বুবলী অভিনীত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। সিনেমাটির মুক্তি সামনে রেখে গতকাল সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম গান। ‘কথা আছে’ শিরোনামের গানটি ইতিমধ্যে অনলাইনে ঝড় তুলেছে। ভিন্ন ঘরানার গানটি গেয়েছেন ‘গালি বয় রানা’খ্যাত সংগীতশিল্পী তাবিব মাহমুদ।

‘কথা আছে’ শিরোনামের গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। গানটি ইউটিউবে মুক্তি পাওয়ার পর শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি শেয়ার করেছেন। সেখানেই ভিন্ন লুকের জন্য ভক্ত ও নেটিজনদের প্রশংসা পাচ্ছেন শাকিব।

‘কথা আছে’ শিরোনামের গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছের‌্যাপ ঘরানার ‘কথা আছে কথা আছে, আমার কিছু কথা আছে’ গানটি লিখেছেন সংগীতশিল্পী তাবিব মাহমুদ। গানটির সংগীতায়োজন করেছেন শুভ্র রাহা এবং কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি নির্মাতা তপু খানের প্রথম সিনেমা। সিনেমার গল্প ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন।

‘কথা আছে’ শিরোনামের গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় সিনেমাটি। চলতি মাসের শুরুতে সিনেমার টিজার প্রকাশিত হয়েছিল। এবারের ঈদে দেশব্যাপী মুক্তির কথা রয়েছে ‘লিডার: আমিই বাংলাদেশ’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত