
চিত্রনায়িকা মাহিয়া মাহি ইদানীং বেশি আলোচিত তাঁর বিয়ের খবরে। ১৩ সেপ্টেম্বর দীর্ঘদিনের বন্ধু কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বৈবাহিক জীবন শুরু করেছেন মাহি। নতুন সংসার শুরু করলেও এখনই হানিমুনে যাওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি। কারণ, ছবির শুটিং। বিয়ের পরদিন স্বামীকে নিয়ে মাহি যান গ্রামের বাড়ি রাজশাহীতে। সেখানে দুই দিন কাটিয়ে বৃহস্পতিবার থেকে কাজে যোগ দিয়েছেন চিত্রনায়িকা।
বৃহস্পতিবার থেকে মাহি শুরু করেছেন শামীম আহমেদ রনির ‘বুবুজান’ ছবির শুটিং। এই ছবি শেষ করেই মুস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’র কাজ শুরু করবেন সামনের সপ্তাহে। বিয়ের আগে তিনি একটানা ছিলেন ‘মাফিয়া’ ওয়েব সিরিজের সেটে। শতপর্বের এই সিরিজটি বানাচ্ছেন শাহীন সুমন।
মাহি বলেন, ‘দম ফেলার সময় নেই। অনেক কাজ জমে আছে। করোনার কারণে অনেক দিন শুটিং করতে পারিনি। সেটা এখন কড়ায়-গন্ডায় উশুল করার সময় হয়েছে। প্রযোজকেরা আমার ওপর লগ্নি করেছেন। তাঁদের কথাও ভাবতে হবে।’
মাহির সাম্প্রতিক ব্যস্ততায় যুক্ত হচ্ছে নতুন ছবি ‘অহংকারী বউ’। এ মাসের শেষের দিকে শুরু হবে এই ছবির শুটিং–এমন খবর দিয়েছেন অভিনেতা ডি এ তায়েব। মাহির নায়ক হিসেবে ‘অহংকারী বউ’ ছবিতে অভিনয় করবেন তিনি। ছবিটির পরিচালক হিসেবে চয়নিকা চৌধুরীর নাম শোনা যাচ্ছে।
ডি এ তায়েব জানিয়েছেন, ছবিতে মাহি অভিনয় করবেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু বিয়েতে তাঁর সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন। মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামীর ওপর।
অভিনেতা ডি এ তায়েব বলেন, ‘সম্পূর্ণ সামাজিক ছবি হবে এটি। এই মুহূর্তে বাংলাদেশে এ ধরনের ছবির খুব অভাব। “অহংকারী বউ” ছবিতে তুলে ধরা হচ্ছে এ সময়ের সামাজিক বাস্তবতা। গল্পের শেষে সবার জন্য একটি লেসনও থাকছে–অর্থের চেয়ে মানুষের মর্যাদা এবং মানবতাবোধই বেশি মূল্যবান।’

চিত্রনায়িকা মাহিয়া মাহি ইদানীং বেশি আলোচিত তাঁর বিয়ের খবরে। ১৩ সেপ্টেম্বর দীর্ঘদিনের বন্ধু কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বৈবাহিক জীবন শুরু করেছেন মাহি। নতুন সংসার শুরু করলেও এখনই হানিমুনে যাওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি। কারণ, ছবির শুটিং। বিয়ের পরদিন স্বামীকে নিয়ে মাহি যান গ্রামের বাড়ি রাজশাহীতে। সেখানে দুই দিন কাটিয়ে বৃহস্পতিবার থেকে কাজে যোগ দিয়েছেন চিত্রনায়িকা।
বৃহস্পতিবার থেকে মাহি শুরু করেছেন শামীম আহমেদ রনির ‘বুবুজান’ ছবির শুটিং। এই ছবি শেষ করেই মুস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’র কাজ শুরু করবেন সামনের সপ্তাহে। বিয়ের আগে তিনি একটানা ছিলেন ‘মাফিয়া’ ওয়েব সিরিজের সেটে। শতপর্বের এই সিরিজটি বানাচ্ছেন শাহীন সুমন।
মাহি বলেন, ‘দম ফেলার সময় নেই। অনেক কাজ জমে আছে। করোনার কারণে অনেক দিন শুটিং করতে পারিনি। সেটা এখন কড়ায়-গন্ডায় উশুল করার সময় হয়েছে। প্রযোজকেরা আমার ওপর লগ্নি করেছেন। তাঁদের কথাও ভাবতে হবে।’
মাহির সাম্প্রতিক ব্যস্ততায় যুক্ত হচ্ছে নতুন ছবি ‘অহংকারী বউ’। এ মাসের শেষের দিকে শুরু হবে এই ছবির শুটিং–এমন খবর দিয়েছেন অভিনেতা ডি এ তায়েব। মাহির নায়ক হিসেবে ‘অহংকারী বউ’ ছবিতে অভিনয় করবেন তিনি। ছবিটির পরিচালক হিসেবে চয়নিকা চৌধুরীর নাম শোনা যাচ্ছে।
ডি এ তায়েব জানিয়েছেন, ছবিতে মাহি অভিনয় করবেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু বিয়েতে তাঁর সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন। মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামীর ওপর।
অভিনেতা ডি এ তায়েব বলেন, ‘সম্পূর্ণ সামাজিক ছবি হবে এটি। এই মুহূর্তে বাংলাদেশে এ ধরনের ছবির খুব অভাব। “অহংকারী বউ” ছবিতে তুলে ধরা হচ্ছে এ সময়ের সামাজিক বাস্তবতা। গল্পের শেষে সবার জন্য একটি লেসনও থাকছে–অর্থের চেয়ে মানুষের মর্যাদা এবং মানবতাবোধই বেশি মূল্যবান।’

তিনি জানান, কান চলচ্চিত্র উৎসবে সমুদ্রসৈকতে দর্শকেরা চলচ্চিত্র উপভোগ করেন। এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেই সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকেরা। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
১১ ঘণ্টা আগে
বাঙালি মুসলমান নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। ২০২৩ সালে ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার প্রিমিয়ার হয় স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ওই বছর স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায়...
২১ ঘণ্টা আগে
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল মেঘদূত নাট্য সম্প্রদায়। নাম ‘শায়েস্তা খাঁর পরী’। এটি দলের ২১তম প্রযোজনা। ১৯ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।
২১ ঘণ্টা আগে
বছরের শুরুতে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে ‘আঁতকা’ নামের এই সিরিজ। পারিবারিক প্রেক্ষাপটের আশ্রয়ে নানান টুইস্ট রাখা হয়েছে এতে। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি।
১ দিন আগে