Ajker Patrika

তায়েবের ‘অহংকারী বউ’ মাহি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩০
তায়েবের ‘অহংকারী বউ’ মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি ইদানীং বেশি আলোচিত তাঁর বিয়ের খবরে। ১৩ সেপ্টেম্বর দীর্ঘদিনের বন্ধু কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বৈবাহিক জীবন শুরু করেছেন মাহি। নতুন সংসার শুরু করলেও এখনই হানিমুনে যাওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি। কারণ, ছবির শুটিং। বিয়ের পরদিন স্বামীকে নিয়ে মাহি যান গ্রামের বাড়ি রাজশাহীতে। সেখানে দুই দিন কাটিয়ে বৃহস্পতিবার থেকে কাজে যোগ দিয়েছেন চিত্রনায়িকা।

বৃহস্পতিবার থেকে মাহি শুরু করেছেন শামীম আহমেদ রনির ‘বুবুজান’ ছবির শুটিং। এই ছবি শেষ করেই মুস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’র কাজ শুরু করবেন সামনের সপ্তাহে। বিয়ের আগে তিনি একটানা ছিলেন ‘মাফিয়া’ ওয়েব সিরিজের সেটে। শতপর্বের এই সিরিজটি বানাচ্ছেন শাহীন সুমন।

মাহি বলেন, ‘দম ফেলার সময় নেই। অনেক কাজ জমে আছে। করোনার কারণে অনেক দিন শুটিং করতে পারিনি। সেটা এখন কড়ায়-গন্ডায় উশুল করার সময় হয়েছে। প্রযোজকেরা আমার ওপর লগ্নি করেছেন। তাঁদের কথাও ভাবতে হবে।’

ডি এ তায়েবমাহির সাম্প্রতিক ব্যস্ততায় যুক্ত হচ্ছে নতুন ছবি ‘অহংকারী বউ’। এ মাসের শেষের দিকে শুরু হবে এই ছবির শুটিং–এমন খবর দিয়েছেন অভিনেতা ডি এ তায়েব। মাহির নায়ক হিসেবে ‘অহংকারী বউ’ ছবিতে অভিনয় করবেন তিনি। ছবিটির পরিচালক হিসেবে চয়নিকা চৌধুরীর নাম শোনা যাচ্ছে।

ডি এ তায়েব জানিয়েছেন, ছবিতে মাহি অভিনয় করবেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু বিয়েতে তাঁর সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন। মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামীর ওপর।

অভিনেতা ডি এ তায়েব বলেন, ‘সম্পূর্ণ সামাজিক ছবি হবে এটি। এই মুহূর্তে বাংলাদেশে এ ধরনের ছবির খুব অভাব। “অহংকারী বউ” ছবিতে তুলে ধরা হচ্ছে এ সময়ের সামাজিক বাস্তবতা। গল্পের শেষে সবার জন্য একটি লেসনও থাকছে–অর্থের চেয়ে মানুষের মর্যাদা এবং মানবতাবোধই বেশি মূল্যবান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত