
শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা বানানোর কথা জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে নিশ্চিত করেছেন মামুন। গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খানকে। কিন্তু ফয়সাল খান আজ জানিয়েছেন তিনি সিনেমাটি করবেন না। তবে, অনন্য মামুনের সিনেমায় কাজ না করলেও বাংলাদেশের আরেক নির্মাতা আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় ‘সুইং’ সিনেমায় কাজ করছেন বলে নিশ্চিত করেন ফয়সাল খান।
আজ ছিল ফয়সাল খানের জন্মদিন। বিশেষ এ দিনে জুলফিকার জাহেদীর মাধ্যমে বাংলাদেশি দর্শকের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দিয়েছেন তিনি। সে ভিডিওতে ফয়সাল খান বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের আলী জুলফিকার জাহেদীর একটি সিনেমায় চুক্তি করেছি। নাম সুইং। সিনেমাটি বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হবে। আশা করছি খুব দ্রুত আমরা সিনেমাটির কাজ শুরু করতে পারব। আরেকটি বিষয়ে জানাতে চাই সম্প্রতি বাংলাদেশ ও ভারতে একটি খবর ছড়িয়ে পরেছে যে, বাংলাদেশের আরেক নির্মাতা মিস্টার মামুনের সিনেমায় আমি কাজ করব। আমি বলতে চাই, এ সিনেমাটি নিয়ে আমার সঙ্গে কথা হয়েছিল। সিনেমাটি করার কথাও জানিয়েছিলাম। কিন্তু মামুন আমার সঙ্গে চুক্তি করার আগেই পাবলিসিটি করছে। বিষয়টি আমার পছন্দ হয়নি। এ কারণে সিনেমাটি আমি ছেড়ে দিয়েছি।’
এ বিষয়ে নির্মাতা অনন্য মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ফয়সাল খানকে আমরা সিনেমার প্রপোজাল পাঠিয়েছিলাম। সম্মতিসূচক ফিরতি মেইল পাওয়ার পরেই আমি সবাইকে তাঁর ব্যাপারে জানিয়েছিলাম। তিনি যদি বলে থাকেন সিনেমাটি করবে না, তাহলে আমার কিছু বলার নেই। এ ব্যাপারে এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না।’

শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা বানানোর কথা জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে নিশ্চিত করেছেন মামুন। গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খানকে। কিন্তু ফয়সাল খান আজ জানিয়েছেন তিনি সিনেমাটি করবেন না। তবে, অনন্য মামুনের সিনেমায় কাজ না করলেও বাংলাদেশের আরেক নির্মাতা আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় ‘সুইং’ সিনেমায় কাজ করছেন বলে নিশ্চিত করেন ফয়সাল খান।
আজ ছিল ফয়সাল খানের জন্মদিন। বিশেষ এ দিনে জুলফিকার জাহেদীর মাধ্যমে বাংলাদেশি দর্শকের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দিয়েছেন তিনি। সে ভিডিওতে ফয়সাল খান বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের আলী জুলফিকার জাহেদীর একটি সিনেমায় চুক্তি করেছি। নাম সুইং। সিনেমাটি বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হবে। আশা করছি খুব দ্রুত আমরা সিনেমাটির কাজ শুরু করতে পারব। আরেকটি বিষয়ে জানাতে চাই সম্প্রতি বাংলাদেশ ও ভারতে একটি খবর ছড়িয়ে পরেছে যে, বাংলাদেশের আরেক নির্মাতা মিস্টার মামুনের সিনেমায় আমি কাজ করব। আমি বলতে চাই, এ সিনেমাটি নিয়ে আমার সঙ্গে কথা হয়েছিল। সিনেমাটি করার কথাও জানিয়েছিলাম। কিন্তু মামুন আমার সঙ্গে চুক্তি করার আগেই পাবলিসিটি করছে। বিষয়টি আমার পছন্দ হয়নি। এ কারণে সিনেমাটি আমি ছেড়ে দিয়েছি।’
এ বিষয়ে নির্মাতা অনন্য মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ফয়সাল খানকে আমরা সিনেমার প্রপোজাল পাঠিয়েছিলাম। সম্মতিসূচক ফিরতি মেইল পাওয়ার পরেই আমি সবাইকে তাঁর ব্যাপারে জানিয়েছিলাম। তিনি যদি বলে থাকেন সিনেমাটি করবে না, তাহলে আমার কিছু বলার নেই। এ ব্যাপারে এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না।’

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৫ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৫ ঘণ্টা আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
৫ ঘণ্টা আগে