
শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা বানানোর কথা জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে নিশ্চিত করেছেন মামুন। গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খানকে। কিন্তু ফয়সাল খান আজ জানিয়েছেন তিনি সিনেমাটি করবেন না। তবে, অনন্য মামুনের সিনেমায় কাজ না করলেও বাংলাদেশের আরেক নির্মাতা আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় ‘সুইং’ সিনেমায় কাজ করছেন বলে নিশ্চিত করেন ফয়সাল খান।
আজ ছিল ফয়সাল খানের জন্মদিন। বিশেষ এ দিনে জুলফিকার জাহেদীর মাধ্যমে বাংলাদেশি দর্শকের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দিয়েছেন তিনি। সে ভিডিওতে ফয়সাল খান বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের আলী জুলফিকার জাহেদীর একটি সিনেমায় চুক্তি করেছি। নাম সুইং। সিনেমাটি বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হবে। আশা করছি খুব দ্রুত আমরা সিনেমাটির কাজ শুরু করতে পারব। আরেকটি বিষয়ে জানাতে চাই সম্প্রতি বাংলাদেশ ও ভারতে একটি খবর ছড়িয়ে পরেছে যে, বাংলাদেশের আরেক নির্মাতা মিস্টার মামুনের সিনেমায় আমি কাজ করব। আমি বলতে চাই, এ সিনেমাটি নিয়ে আমার সঙ্গে কথা হয়েছিল। সিনেমাটি করার কথাও জানিয়েছিলাম। কিন্তু মামুন আমার সঙ্গে চুক্তি করার আগেই পাবলিসিটি করছে। বিষয়টি আমার পছন্দ হয়নি। এ কারণে সিনেমাটি আমি ছেড়ে দিয়েছি।’
এ বিষয়ে নির্মাতা অনন্য মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ফয়সাল খানকে আমরা সিনেমার প্রপোজাল পাঠিয়েছিলাম। সম্মতিসূচক ফিরতি মেইল পাওয়ার পরেই আমি সবাইকে তাঁর ব্যাপারে জানিয়েছিলাম। তিনি যদি বলে থাকেন সিনেমাটি করবে না, তাহলে আমার কিছু বলার নেই। এ ব্যাপারে এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না।’

শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা বানানোর কথা জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে নিশ্চিত করেছেন মামুন। গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খানকে। কিন্তু ফয়সাল খান আজ জানিয়েছেন তিনি সিনেমাটি করবেন না। তবে, অনন্য মামুনের সিনেমায় কাজ না করলেও বাংলাদেশের আরেক নির্মাতা আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় ‘সুইং’ সিনেমায় কাজ করছেন বলে নিশ্চিত করেন ফয়সাল খান।
আজ ছিল ফয়সাল খানের জন্মদিন। বিশেষ এ দিনে জুলফিকার জাহেদীর মাধ্যমে বাংলাদেশি দর্শকের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দিয়েছেন তিনি। সে ভিডিওতে ফয়সাল খান বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের আলী জুলফিকার জাহেদীর একটি সিনেমায় চুক্তি করেছি। নাম সুইং। সিনেমাটি বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হবে। আশা করছি খুব দ্রুত আমরা সিনেমাটির কাজ শুরু করতে পারব। আরেকটি বিষয়ে জানাতে চাই সম্প্রতি বাংলাদেশ ও ভারতে একটি খবর ছড়িয়ে পরেছে যে, বাংলাদেশের আরেক নির্মাতা মিস্টার মামুনের সিনেমায় আমি কাজ করব। আমি বলতে চাই, এ সিনেমাটি নিয়ে আমার সঙ্গে কথা হয়েছিল। সিনেমাটি করার কথাও জানিয়েছিলাম। কিন্তু মামুন আমার সঙ্গে চুক্তি করার আগেই পাবলিসিটি করছে। বিষয়টি আমার পছন্দ হয়নি। এ কারণে সিনেমাটি আমি ছেড়ে দিয়েছি।’
এ বিষয়ে নির্মাতা অনন্য মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ফয়সাল খানকে আমরা সিনেমার প্রপোজাল পাঠিয়েছিলাম। সম্মতিসূচক ফিরতি মেইল পাওয়ার পরেই আমি সবাইকে তাঁর ব্যাপারে জানিয়েছিলাম। তিনি যদি বলে থাকেন সিনেমাটি করবে না, তাহলে আমার কিছু বলার নেই। এ ব্যাপারে এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না।’

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
২০ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
২১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২১ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
২১ ঘণ্টা আগে