বিনোদন প্রতিবেদক, ঢাকা

আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে রাশিয়ার কাজান চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। আগেই জানা গিয়েছিল, এবারের উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ এবং তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’। উৎসবে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশের আরেকটি সিনেমা ‘মাস্তুল’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।
কাজানের মূল প্রতিযোগিতা বিভাগে নয়, বিশেষ বিভাগে নির্বাচিত হয়েছে মাস্তুল। কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উৎসবের ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ বিভাগে মূল প্রতিযোগিতার বাইরে ১০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। যেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই বিভাগেই প্রদর্শিত হবে মাস্তুল।

জলে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত হয়েছে মাস্তুল। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। কাজান উৎসব ছাড়াও আগামী সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠেয় ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে মাস্তুল।

কাজান উৎসবে স্থান পাওয়া দ্য পেয়ার অব হোয়াইট পিজনস স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন শাহরিয়ার আজাদ সৌমিক। নির্মাতা জানান, এক জোড়া কবুতরকে ঘিরে এর গল্প। এর সঙ্গে জড়িয়ে আছে তার গ্রামে কাটানো শৈশবের স্মৃতি। অন্যদিকে আফরিন নামে সাহসী এক মেয়ের গল্প তুলে ধরা হয়েছে মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস তথ্যচিত্রে। ১২ বছরের আফরিনের বসবাস ব্রহ্মপুত্র নদের এক দূরবতী দ্বীপে। সেখানে হঠাৎ করে শুরু হয় বন্যা। জলবায়ু উদ্বাস্তু হয়ে সে নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বাবাকে খুঁজতে বের হয়। অভিনয় করেছেন আফরিন খানম, বন্যা আক্তার, ফিরোজা বেগম প্রমুখ। তথ্যচিত্রটি পরিচালনায় অ্যাঞ্জেলস রালিস।

আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে রাশিয়ার কাজান চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। আগেই জানা গিয়েছিল, এবারের উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ এবং তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’। উৎসবে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশের আরেকটি সিনেমা ‘মাস্তুল’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।
কাজানের মূল প্রতিযোগিতা বিভাগে নয়, বিশেষ বিভাগে নির্বাচিত হয়েছে মাস্তুল। কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উৎসবের ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ বিভাগে মূল প্রতিযোগিতার বাইরে ১০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। যেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই বিভাগেই প্রদর্শিত হবে মাস্তুল।

জলে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত হয়েছে মাস্তুল। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। কাজান উৎসব ছাড়াও আগামী সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠেয় ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে মাস্তুল।

কাজান উৎসবে স্থান পাওয়া দ্য পেয়ার অব হোয়াইট পিজনস স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন শাহরিয়ার আজাদ সৌমিক। নির্মাতা জানান, এক জোড়া কবুতরকে ঘিরে এর গল্প। এর সঙ্গে জড়িয়ে আছে তার গ্রামে কাটানো শৈশবের স্মৃতি। অন্যদিকে আফরিন নামে সাহসী এক মেয়ের গল্প তুলে ধরা হয়েছে মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস তথ্যচিত্রে। ১২ বছরের আফরিনের বসবাস ব্রহ্মপুত্র নদের এক দূরবতী দ্বীপে। সেখানে হঠাৎ করে শুরু হয় বন্যা। জলবায়ু উদ্বাস্তু হয়ে সে নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বাবাকে খুঁজতে বের হয়। অভিনয় করেছেন আফরিন খানম, বন্যা আক্তার, ফিরোজা বেগম প্রমুখ। তথ্যচিত্রটি পরিচালনায় অ্যাঞ্জেলস রালিস।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১৪ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৪ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১৪ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১৪ ঘণ্টা আগে