
জীবনমুখী গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করা গায়ক নকুল কুমার বিশ্বাস, যাঁর গানের মাধ্যমে উঠে আসে সমাজের বিবিধ অবক্ষয়। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সুবাদে বেশ জনপ্রিয়তা পান তিনি। এবার এই গায়ক জানালেন, সংসদ সদস্য পদে নির্বাচন করবেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ কবিতার মাধ্যমে এ কথা জানিয়েছেন নকুল কুমার বিশ্বাস নিজেই। যেখানে তিনি তুলে ধরেছেন নিজের বংশ-পরিচয়। পাশাপাশি প্রশ্ন রেখেছেন, কোনো রাজনৈতিক টিকিটে নির্বাচন করবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন?
নকুল কুমার তাঁর কবিতায় জানিয়েছেন, বরিশাল-২ আসন থেকে নির্বাচন করবেন তিনি। তাঁর পূর্বপুরুষ হরনাথ বাইন ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের এমপি। বরিশালের সাতলা গ্রামে সাবেক এই সংসদ সদস্যের কুটির আছে বলেও জানিয়েছেন নকুল।
নিজের ওই কবিতায় নকুল কুমার উল্লেখ করেছেন, সম্প্রতি একটি দেশের গানের শুটিং করতে গিয়েই সংসদ সদস্য পদে নির্বাচনের বিষয়টি এসেছে। শুটিংয়ে উপস্থিত সবার দাবি, গায়ককে বরিশাল-২ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান তাঁরা। তাই এমপি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গায়ক।
ওই শুটিংয়ে উপস্থিত সবার দাবি ছিল, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই নকুল কুমারের গানের ভক্ত। ফলে ভক্তদের ভোটেই জয়লাভ করবেন তিনি। সে কারণেই এ বিষয়ে নেটিজেনদের কাছে পরামর্শ ও মতামত চেয়েছেন গায়ক।
নকুল কুমার বিশ্বাস এ বিষয়ে ফেসবুকে লিখেছেন, ‘আমি ইচ্ছে এখনো প্রকাশ করিনি। তবে ওই এলাকার আত্মীয়স্বজনের দাবি এবং ঘটনা তুলে ধরেছি। আমার আবেগ আর ভক্তদের বিবেক—এই দুটোই যদি মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলে অবশ্যই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে বিবেচনা করা যায়।’
তিনি আরও লিখেছেন, ‘ওই এলাকার স্থানীয় এমপি মহোদয় আমাকে অত্যন্ত ভালোবাসেন। ভালোবাসেন উপজেলা চেয়ারম্যানসহ দলমত-নির্বিশেষে সবাই। আমি যদি ভক্তদের উৎসাহে-পরামর্শে সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে বরিশাল-২ আসনের বিভিন্ন দলের নেতৃবৃন্দের বাড়ি বাড়ি গিয়ে তাদের দোয়া-আশীর্বাদ নিয়ে আমার ইচ্ছা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব।’

জীবনমুখী গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করা গায়ক নকুল কুমার বিশ্বাস, যাঁর গানের মাধ্যমে উঠে আসে সমাজের বিবিধ অবক্ষয়। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সুবাদে বেশ জনপ্রিয়তা পান তিনি। এবার এই গায়ক জানালেন, সংসদ সদস্য পদে নির্বাচন করবেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ কবিতার মাধ্যমে এ কথা জানিয়েছেন নকুল কুমার বিশ্বাস নিজেই। যেখানে তিনি তুলে ধরেছেন নিজের বংশ-পরিচয়। পাশাপাশি প্রশ্ন রেখেছেন, কোনো রাজনৈতিক টিকিটে নির্বাচন করবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন?
নকুল কুমার তাঁর কবিতায় জানিয়েছেন, বরিশাল-২ আসন থেকে নির্বাচন করবেন তিনি। তাঁর পূর্বপুরুষ হরনাথ বাইন ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের এমপি। বরিশালের সাতলা গ্রামে সাবেক এই সংসদ সদস্যের কুটির আছে বলেও জানিয়েছেন নকুল।
নিজের ওই কবিতায় নকুল কুমার উল্লেখ করেছেন, সম্প্রতি একটি দেশের গানের শুটিং করতে গিয়েই সংসদ সদস্য পদে নির্বাচনের বিষয়টি এসেছে। শুটিংয়ে উপস্থিত সবার দাবি, গায়ককে বরিশাল-২ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান তাঁরা। তাই এমপি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গায়ক।
ওই শুটিংয়ে উপস্থিত সবার দাবি ছিল, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই নকুল কুমারের গানের ভক্ত। ফলে ভক্তদের ভোটেই জয়লাভ করবেন তিনি। সে কারণেই এ বিষয়ে নেটিজেনদের কাছে পরামর্শ ও মতামত চেয়েছেন গায়ক।
নকুল কুমার বিশ্বাস এ বিষয়ে ফেসবুকে লিখেছেন, ‘আমি ইচ্ছে এখনো প্রকাশ করিনি। তবে ওই এলাকার আত্মীয়স্বজনের দাবি এবং ঘটনা তুলে ধরেছি। আমার আবেগ আর ভক্তদের বিবেক—এই দুটোই যদি মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলে অবশ্যই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে বিবেচনা করা যায়।’
তিনি আরও লিখেছেন, ‘ওই এলাকার স্থানীয় এমপি মহোদয় আমাকে অত্যন্ত ভালোবাসেন। ভালোবাসেন উপজেলা চেয়ারম্যানসহ দলমত-নির্বিশেষে সবাই। আমি যদি ভক্তদের উৎসাহে-পরামর্শে সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে বরিশাল-২ আসনের বিভিন্ন দলের নেতৃবৃন্দের বাড়ি বাড়ি গিয়ে তাদের দোয়া-আশীর্বাদ নিয়ে আমার ইচ্ছা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব।’

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
৯ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
৯ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৯ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
৯ ঘণ্টা আগে