
দুপুর পর্যন্ত শিল্পী সমিতির ভোটগ্রহণের যে পরিবেশ, তাকে দুই শব্দেই ব্যাখ্যা করা যায়—উৎসবমুখর ও শান্তিপূর্ণ। ভোটকেন্দ্রের বাইরে সকাল থেকেই সক্রিয় আছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ, মিশা সওদাগর-জায়েদ খান। এ দুই প্যানেলের প্রার্থীরা ভোটারদের সঙ্গে আলাপ করছেন। নিজেদের পক্ষে ভোট চাইছেন।
নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৬৫টি। তিনি বলেন, ‘আমি ঘণ্টায় ঘণ্টায় প্রেস ব্রিফিং করব। যেন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধোঁয়াশা তৈরি না হয়। এবার ভোট নেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আগে ব্যালটে টিক চিহ্ন দিয়ে ভোট হতো। এবার সিলের ব্যবস্থা করা হয়েছে। তবে এতে ফলাফল দ্রুত আসবে এমন কোনো সম্ভাবনা নেই। কিন্তু নির্বাচন কমিশন আন্তরিক, যেন দ্রুততম সময়ে ফলাফল জানানো যায়। আগে ভোট প্রদান শেষ ও গণনার আগে তিন ঘণ্টা বিরতি নেওয়া হতো। এবার বিরতির সময় কমিয়ে আধা ঘণ্টা করা হয়েছে।’
এফডিসির ভেতরের পরিবেশ যতটা শান্ত, বাইরে একবারেই উল্টো। গেটে দীর্ঘ জটলা। কৌতূূহলী মানুষের ভিড়ে রাস্তায় সৃষ্টি হয়েছে যানজট। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট, যেন কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়।
ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া এবং নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থ রক্ষা করবে। তার জন্য আমরা কাজ করব। ভোটাররা তাঁদের জাজমেন্ট সঠিক দেবে, এটা আশা করছি। নির্বাচনের পরিবেশ ভালো।’
অন্যদিকে একই আশাবাদ মিশা-জায়েদ প্যানেলের সভাপতি প্রার্থী মিশা সওদাগরের কণ্ঠেও। মিশা বলেন, ‘আশা করছি খুব সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিবেশটাও আজকে অনেক সুন্দর। আমরা জয়ের জন্য আশাবাদী। আমরা কাজ করেছি। তাই আশা করছি জিততে পারব।’
শুক্রবার সকাল ৯টা থেকে ভোট শুরু হয়। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ভোটার ৪২৮ জন। সাাতটি বুথে ভোটগ্রহণ চলছে।

দুপুর পর্যন্ত শিল্পী সমিতির ভোটগ্রহণের যে পরিবেশ, তাকে দুই শব্দেই ব্যাখ্যা করা যায়—উৎসবমুখর ও শান্তিপূর্ণ। ভোটকেন্দ্রের বাইরে সকাল থেকেই সক্রিয় আছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ, মিশা সওদাগর-জায়েদ খান। এ দুই প্যানেলের প্রার্থীরা ভোটারদের সঙ্গে আলাপ করছেন। নিজেদের পক্ষে ভোট চাইছেন।
নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৬৫টি। তিনি বলেন, ‘আমি ঘণ্টায় ঘণ্টায় প্রেস ব্রিফিং করব। যেন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধোঁয়াশা তৈরি না হয়। এবার ভোট নেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আগে ব্যালটে টিক চিহ্ন দিয়ে ভোট হতো। এবার সিলের ব্যবস্থা করা হয়েছে। তবে এতে ফলাফল দ্রুত আসবে এমন কোনো সম্ভাবনা নেই। কিন্তু নির্বাচন কমিশন আন্তরিক, যেন দ্রুততম সময়ে ফলাফল জানানো যায়। আগে ভোট প্রদান শেষ ও গণনার আগে তিন ঘণ্টা বিরতি নেওয়া হতো। এবার বিরতির সময় কমিয়ে আধা ঘণ্টা করা হয়েছে।’
এফডিসির ভেতরের পরিবেশ যতটা শান্ত, বাইরে একবারেই উল্টো। গেটে দীর্ঘ জটলা। কৌতূূহলী মানুষের ভিড়ে রাস্তায় সৃষ্টি হয়েছে যানজট। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট, যেন কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়।
ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া এবং নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থ রক্ষা করবে। তার জন্য আমরা কাজ করব। ভোটাররা তাঁদের জাজমেন্ট সঠিক দেবে, এটা আশা করছি। নির্বাচনের পরিবেশ ভালো।’
অন্যদিকে একই আশাবাদ মিশা-জায়েদ প্যানেলের সভাপতি প্রার্থী মিশা সওদাগরের কণ্ঠেও। মিশা বলেন, ‘আশা করছি খুব সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিবেশটাও আজকে অনেক সুন্দর। আমরা জয়ের জন্য আশাবাদী। আমরা কাজ করেছি। তাই আশা করছি জিততে পারব।’
শুক্রবার সকাল ৯টা থেকে ভোট শুরু হয়। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ভোটার ৪২৮ জন। সাাতটি বুথে ভোটগ্রহণ চলছে।

মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৫ ঘণ্টা আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
২০ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
২০ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
২০ ঘণ্টা আগে