
দুপুর পর্যন্ত শিল্পী সমিতির ভোটগ্রহণের যে পরিবেশ, তাকে দুই শব্দেই ব্যাখ্যা করা যায়—উৎসবমুখর ও শান্তিপূর্ণ। ভোটকেন্দ্রের বাইরে সকাল থেকেই সক্রিয় আছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ, মিশা সওদাগর-জায়েদ খান। এ দুই প্যানেলের প্রার্থীরা ভোটারদের সঙ্গে আলাপ করছেন। নিজেদের পক্ষে ভোট চাইছেন।
নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৬৫টি। তিনি বলেন, ‘আমি ঘণ্টায় ঘণ্টায় প্রেস ব্রিফিং করব। যেন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধোঁয়াশা তৈরি না হয়। এবার ভোট নেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আগে ব্যালটে টিক চিহ্ন দিয়ে ভোট হতো। এবার সিলের ব্যবস্থা করা হয়েছে। তবে এতে ফলাফল দ্রুত আসবে এমন কোনো সম্ভাবনা নেই। কিন্তু নির্বাচন কমিশন আন্তরিক, যেন দ্রুততম সময়ে ফলাফল জানানো যায়। আগে ভোট প্রদান শেষ ও গণনার আগে তিন ঘণ্টা বিরতি নেওয়া হতো। এবার বিরতির সময় কমিয়ে আধা ঘণ্টা করা হয়েছে।’
এফডিসির ভেতরের পরিবেশ যতটা শান্ত, বাইরে একবারেই উল্টো। গেটে দীর্ঘ জটলা। কৌতূূহলী মানুষের ভিড়ে রাস্তায় সৃষ্টি হয়েছে যানজট। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট, যেন কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়।
ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া এবং নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থ রক্ষা করবে। তার জন্য আমরা কাজ করব। ভোটাররা তাঁদের জাজমেন্ট সঠিক দেবে, এটা আশা করছি। নির্বাচনের পরিবেশ ভালো।’
অন্যদিকে একই আশাবাদ মিশা-জায়েদ প্যানেলের সভাপতি প্রার্থী মিশা সওদাগরের কণ্ঠেও। মিশা বলেন, ‘আশা করছি খুব সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিবেশটাও আজকে অনেক সুন্দর। আমরা জয়ের জন্য আশাবাদী। আমরা কাজ করেছি। তাই আশা করছি জিততে পারব।’
শুক্রবার সকাল ৯টা থেকে ভোট শুরু হয়। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ভোটার ৪২৮ জন। সাাতটি বুথে ভোটগ্রহণ চলছে।

দুপুর পর্যন্ত শিল্পী সমিতির ভোটগ্রহণের যে পরিবেশ, তাকে দুই শব্দেই ব্যাখ্যা করা যায়—উৎসবমুখর ও শান্তিপূর্ণ। ভোটকেন্দ্রের বাইরে সকাল থেকেই সক্রিয় আছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ, মিশা সওদাগর-জায়েদ খান। এ দুই প্যানেলের প্রার্থীরা ভোটারদের সঙ্গে আলাপ করছেন। নিজেদের পক্ষে ভোট চাইছেন।
নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৬৫টি। তিনি বলেন, ‘আমি ঘণ্টায় ঘণ্টায় প্রেস ব্রিফিং করব। যেন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধোঁয়াশা তৈরি না হয়। এবার ভোট নেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আগে ব্যালটে টিক চিহ্ন দিয়ে ভোট হতো। এবার সিলের ব্যবস্থা করা হয়েছে। তবে এতে ফলাফল দ্রুত আসবে এমন কোনো সম্ভাবনা নেই। কিন্তু নির্বাচন কমিশন আন্তরিক, যেন দ্রুততম সময়ে ফলাফল জানানো যায়। আগে ভোট প্রদান শেষ ও গণনার আগে তিন ঘণ্টা বিরতি নেওয়া হতো। এবার বিরতির সময় কমিয়ে আধা ঘণ্টা করা হয়েছে।’
এফডিসির ভেতরের পরিবেশ যতটা শান্ত, বাইরে একবারেই উল্টো। গেটে দীর্ঘ জটলা। কৌতূূহলী মানুষের ভিড়ে রাস্তায় সৃষ্টি হয়েছে যানজট। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট, যেন কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়।
ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া এবং নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থ রক্ষা করবে। তার জন্য আমরা কাজ করব। ভোটাররা তাঁদের জাজমেন্ট সঠিক দেবে, এটা আশা করছি। নির্বাচনের পরিবেশ ভালো।’
অন্যদিকে একই আশাবাদ মিশা-জায়েদ প্যানেলের সভাপতি প্রার্থী মিশা সওদাগরের কণ্ঠেও। মিশা বলেন, ‘আশা করছি খুব সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিবেশটাও আজকে অনেক সুন্দর। আমরা জয়ের জন্য আশাবাদী। আমরা কাজ করেছি। তাই আশা করছি জিততে পারব।’
শুক্রবার সকাল ৯টা থেকে ভোট শুরু হয়। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ভোটার ৪২৮ জন। সাাতটি বুথে ভোটগ্রহণ চলছে।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৮ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৮ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৯ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৯ ঘণ্টা আগে