বিনোদন প্রতিবেদক

কার্যালয়ের সম্মুখে সমিতির সভাপতি কাজী হায়াৎ স্বাক্ষরিত নোটিশ টাঙিয়ে সাংবাদিক নিষিদ্ধ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। দেশের সাংবাদিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের এমন কার্যক্রমে। সম্প্রতি গণমাধ্যমকর্মী আহমেদ তেপান্তর পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমনের সঙ্গে বচসায় লিপ্ত হন। এরই জের ধরে শাহীন সুমন সংগঠনের মাধ্যমে তেপান্তরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেন।
পরিচালক সমিতির নোটিশে বলা হয়েছে, ‘১৩ মে সমিতির মহাসচিবের সঙ্গে অসদাচরণ ও মোবাইলে হুমকিমূলক কথা বলা এবং নিজের ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়ে সাংগঠনিক ও সামাজিকভাবে তাঁকে (শাহীন সুমন) হেয়প্রতিপন্ন করার কারণে ১৬ মে সংগঠনের কার্যকরী সদস্যদের বৈঠকে তেপান্তরকে সমিতি কর্তৃক বয়কট ও সংগঠনের ত্রিসীমানার মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’
ঘটনা সম্পর্কে আহমেদ তেপান্তর বলেন, ‘কয়েক দিন আগে রাতে আমি রাস্তায় পরিচালক রাজু চৌধুরীকে অসুস্থ অবস্থায় দেখতে পাই। যেহেতু শাহীন সুমন ভাইয়ের সঙ্গে আমার ক্যাজুয়াল সম্পর্ক, তাই তাঁকে ফোন করে বলি। এ সময় সুমন ভাই ফোন ধরেন না। পরের দিন বিষয়টি নিয়ে কথা বলতেই তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়।’
পরিচালক সমিতির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) তীব্র নিন্দা জানিয়েছে। বিনোদন সাংবাদিক আহমেদ তেপান্তরের ওপর জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি কাজী হায়াৎ-শাহীন সুমনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বিনোদন সাংবাদিকেরা, অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন।
পাশাপাশি, পরিচালক সমিতিসহ সংগঠনগুলোর কার্যালয় কীভাবে বিএফডিসির মতো কেপিআইভুক্ত এলাকায় বহাল আছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংবাদিকদের একাংশ।

কার্যালয়ের সম্মুখে সমিতির সভাপতি কাজী হায়াৎ স্বাক্ষরিত নোটিশ টাঙিয়ে সাংবাদিক নিষিদ্ধ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। দেশের সাংবাদিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের এমন কার্যক্রমে। সম্প্রতি গণমাধ্যমকর্মী আহমেদ তেপান্তর পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমনের সঙ্গে বচসায় লিপ্ত হন। এরই জের ধরে শাহীন সুমন সংগঠনের মাধ্যমে তেপান্তরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেন।
পরিচালক সমিতির নোটিশে বলা হয়েছে, ‘১৩ মে সমিতির মহাসচিবের সঙ্গে অসদাচরণ ও মোবাইলে হুমকিমূলক কথা বলা এবং নিজের ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়ে সাংগঠনিক ও সামাজিকভাবে তাঁকে (শাহীন সুমন) হেয়প্রতিপন্ন করার কারণে ১৬ মে সংগঠনের কার্যকরী সদস্যদের বৈঠকে তেপান্তরকে সমিতি কর্তৃক বয়কট ও সংগঠনের ত্রিসীমানার মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’
ঘটনা সম্পর্কে আহমেদ তেপান্তর বলেন, ‘কয়েক দিন আগে রাতে আমি রাস্তায় পরিচালক রাজু চৌধুরীকে অসুস্থ অবস্থায় দেখতে পাই। যেহেতু শাহীন সুমন ভাইয়ের সঙ্গে আমার ক্যাজুয়াল সম্পর্ক, তাই তাঁকে ফোন করে বলি। এ সময় সুমন ভাই ফোন ধরেন না। পরের দিন বিষয়টি নিয়ে কথা বলতেই তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়।’
পরিচালক সমিতির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) তীব্র নিন্দা জানিয়েছে। বিনোদন সাংবাদিক আহমেদ তেপান্তরের ওপর জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি কাজী হায়াৎ-শাহীন সুমনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বিনোদন সাংবাদিকেরা, অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন।
পাশাপাশি, পরিচালক সমিতিসহ সংগঠনগুলোর কার্যালয় কীভাবে বিএফডিসির মতো কেপিআইভুক্ত এলাকায় বহাল আছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংবাদিকদের একাংশ।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৭ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৭ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৭ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৭ ঘণ্টা আগে