বিনোদন প্রতিবেদক

কার্যালয়ের সম্মুখে সমিতির সভাপতি কাজী হায়াৎ স্বাক্ষরিত নোটিশ টাঙিয়ে সাংবাদিক নিষিদ্ধ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। দেশের সাংবাদিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের এমন কার্যক্রমে। সম্প্রতি গণমাধ্যমকর্মী আহমেদ তেপান্তর পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমনের সঙ্গে বচসায় লিপ্ত হন। এরই জের ধরে শাহীন সুমন সংগঠনের মাধ্যমে তেপান্তরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেন।
পরিচালক সমিতির নোটিশে বলা হয়েছে, ‘১৩ মে সমিতির মহাসচিবের সঙ্গে অসদাচরণ ও মোবাইলে হুমকিমূলক কথা বলা এবং নিজের ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়ে সাংগঠনিক ও সামাজিকভাবে তাঁকে (শাহীন সুমন) হেয়প্রতিপন্ন করার কারণে ১৬ মে সংগঠনের কার্যকরী সদস্যদের বৈঠকে তেপান্তরকে সমিতি কর্তৃক বয়কট ও সংগঠনের ত্রিসীমানার মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’
ঘটনা সম্পর্কে আহমেদ তেপান্তর বলেন, ‘কয়েক দিন আগে রাতে আমি রাস্তায় পরিচালক রাজু চৌধুরীকে অসুস্থ অবস্থায় দেখতে পাই। যেহেতু শাহীন সুমন ভাইয়ের সঙ্গে আমার ক্যাজুয়াল সম্পর্ক, তাই তাঁকে ফোন করে বলি। এ সময় সুমন ভাই ফোন ধরেন না। পরের দিন বিষয়টি নিয়ে কথা বলতেই তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়।’
পরিচালক সমিতির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) তীব্র নিন্দা জানিয়েছে। বিনোদন সাংবাদিক আহমেদ তেপান্তরের ওপর জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি কাজী হায়াৎ-শাহীন সুমনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বিনোদন সাংবাদিকেরা, অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন।
পাশাপাশি, পরিচালক সমিতিসহ সংগঠনগুলোর কার্যালয় কীভাবে বিএফডিসির মতো কেপিআইভুক্ত এলাকায় বহাল আছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংবাদিকদের একাংশ।

কার্যালয়ের সম্মুখে সমিতির সভাপতি কাজী হায়াৎ স্বাক্ষরিত নোটিশ টাঙিয়ে সাংবাদিক নিষিদ্ধ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। দেশের সাংবাদিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের এমন কার্যক্রমে। সম্প্রতি গণমাধ্যমকর্মী আহমেদ তেপান্তর পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমনের সঙ্গে বচসায় লিপ্ত হন। এরই জের ধরে শাহীন সুমন সংগঠনের মাধ্যমে তেপান্তরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেন।
পরিচালক সমিতির নোটিশে বলা হয়েছে, ‘১৩ মে সমিতির মহাসচিবের সঙ্গে অসদাচরণ ও মোবাইলে হুমকিমূলক কথা বলা এবং নিজের ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়ে সাংগঠনিক ও সামাজিকভাবে তাঁকে (শাহীন সুমন) হেয়প্রতিপন্ন করার কারণে ১৬ মে সংগঠনের কার্যকরী সদস্যদের বৈঠকে তেপান্তরকে সমিতি কর্তৃক বয়কট ও সংগঠনের ত্রিসীমানার মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’
ঘটনা সম্পর্কে আহমেদ তেপান্তর বলেন, ‘কয়েক দিন আগে রাতে আমি রাস্তায় পরিচালক রাজু চৌধুরীকে অসুস্থ অবস্থায় দেখতে পাই। যেহেতু শাহীন সুমন ভাইয়ের সঙ্গে আমার ক্যাজুয়াল সম্পর্ক, তাই তাঁকে ফোন করে বলি। এ সময় সুমন ভাই ফোন ধরেন না। পরের দিন বিষয়টি নিয়ে কথা বলতেই তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়।’
পরিচালক সমিতির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) তীব্র নিন্দা জানিয়েছে। বিনোদন সাংবাদিক আহমেদ তেপান্তরের ওপর জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি কাজী হায়াৎ-শাহীন সুমনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বিনোদন সাংবাদিকেরা, অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন।
পাশাপাশি, পরিচালক সমিতিসহ সংগঠনগুলোর কার্যালয় কীভাবে বিএফডিসির মতো কেপিআইভুক্ত এলাকায় বহাল আছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংবাদিকদের একাংশ।

মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৫ ঘণ্টা আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
২০ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
২০ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
২০ ঘণ্টা আগে