
জল কম ঘোলা হয়নি। অবশেষে শপথ নিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। শপথ অনুষ্ঠিত হয় আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় এফডিসিতে। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। উপস্থিত ছিলেন না মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত কোনো সদস্যও।
এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। জায়েদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আপিল করার পর সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে।
অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন— সহসভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ও সাংগঠনিক সম্পাদক পদে শাহানূর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে আজাদ খান।
এছাড়া কার্যকরী পরিষদের নতুন ১১ সদস্য হলেন— অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, নাদির খান, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা ও সুচরিতা।
একদিন আগেই জানানো হয়েছিল, ৬ ফেব্রুয়ারি বিকেলে শপথ নিতে এফডিসিতে উপস্থিত হবেন শিল্পীরা। সে অনুযায়ী, এ দিন বিকেল থেকে নব নির্বাচিত সদস্যরা এক এক আসতে থাকেন এফডিসিতে। বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হয় শপথগ্রহণ পর্ব।
সভাপতি পদে নির্বাচিত ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী নিপুণসহ বাকি সদস্যদেরকে শপথবাক্য পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন।
শপথে নব নির্বাচিত কমিটি আগামী দুই বছর চলচ্চিত্র ও শিল্পীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, পরিচালক সোহানুর রহমান সোহানসহ অনেকে।
শপথবাক্য পাঠ করানো শেষে মিশা সওদাগর বলেন, ‘বিজয়ীদেরকে অভিনন্দন জানাই। শিল্পী সমিতির যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকব।’
এবার সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন। ভোট পড়েছে ৩৬৫টি।

জল কম ঘোলা হয়নি। অবশেষে শপথ নিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। শপথ অনুষ্ঠিত হয় আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় এফডিসিতে। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। উপস্থিত ছিলেন না মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত কোনো সদস্যও।
এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। জায়েদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আপিল করার পর সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে।
অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন— সহসভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ও সাংগঠনিক সম্পাদক পদে শাহানূর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে আজাদ খান।
এছাড়া কার্যকরী পরিষদের নতুন ১১ সদস্য হলেন— অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, নাদির খান, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা ও সুচরিতা।
একদিন আগেই জানানো হয়েছিল, ৬ ফেব্রুয়ারি বিকেলে শপথ নিতে এফডিসিতে উপস্থিত হবেন শিল্পীরা। সে অনুযায়ী, এ দিন বিকেল থেকে নব নির্বাচিত সদস্যরা এক এক আসতে থাকেন এফডিসিতে। বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হয় শপথগ্রহণ পর্ব।
সভাপতি পদে নির্বাচিত ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী নিপুণসহ বাকি সদস্যদেরকে শপথবাক্য পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন।
শপথে নব নির্বাচিত কমিটি আগামী দুই বছর চলচ্চিত্র ও শিল্পীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, পরিচালক সোহানুর রহমান সোহানসহ অনেকে।
শপথবাক্য পাঠ করানো শেষে মিশা সওদাগর বলেন, ‘বিজয়ীদেরকে অভিনন্দন জানাই। শিল্পী সমিতির যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকব।’
এবার সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন। ভোট পড়েছে ৩৬৫টি।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
৫ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
৬ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৬ ঘণ্টা আগে