জল কম ঘোলা হয়নি। অবশেষে শপথ নিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। শপথ অনুষ্ঠিত হয় আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় এফডিসিতে। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। উপস্থিত ছিলেন না মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত কোনো সদস্যও।
এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। জায়েদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আপিল করার পর সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে।
অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন— সহসভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল। সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ও সাংগঠনিক সম্পাদক পদে শাহানূর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে আজাদ খান।
এছাড়া কার্যকরী পরিষদের নতুন ১১ সদস্য হলেন— অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, নাদির খান, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা ও সুচরিতা।
একদিন আগেই জানানো হয়েছিল, ৬ ফেব্রুয়ারি বিকেলে শপথ নিতে এফডিসিতে উপস্থিত হবেন শিল্পীরা। সে অনুযায়ী, এ দিন বিকেল থেকে নব নির্বাচিত সদস্যরা এক এক আসতে থাকেন এফডিসিতে। বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হয় শপথগ্রহণ পর্ব।
সভাপতি পদে নির্বাচিত ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী নিপুণসহ বাকি সদস্যদেরকে শপথবাক্য পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন।
শপথে নব নির্বাচিত কমিটি আগামী দুই বছর চলচ্চিত্র ও শিল্পীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, পরিচালক সোহানুর রহমান সোহানসহ অনেকে।
শপথবাক্য পাঠ করানো শেষে মিশা সওদাগর বলেন, ‘বিজয়ীদেরকে অভিনন্দন জানাই। শিল্পী সমিতির যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকব।’
এবার সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন। ভোট পড়েছে ৩৬৫টি।

দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে আবারও নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় কোরিয়ান গায়িকা মো সু-জিন মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার মৃত্যুর কারণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর এজেন্সি ‘প্যানিক বাটন’ এক বিবৃতিতে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে।
৬ ঘণ্টা আগে
বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আজ ৩০ জানুয়ারি রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। উপস্থাপনায় রশিদ সাগর। একক গান, লোকগান, পুঁথিপাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য, তারকা আড্ডাসহ নানা বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রতি মাসেই ম্যাগাজিন অনুষ্ঠানটির নতুন
৮ ঘণ্টা আগে
বর্তমান যুগ যেখানে অবিরাম কাজ, ক্রমাগত কন্টেন্ট উৎপাদন এবং সারাক্ষণ নিজেকে জাহির করার নেশায় মত্ত, সেখানে দাঁড়িয়ে হুট করে ‘না’ বলাটা অনেকটা বৈপ্লবিক সিদ্ধান্তের মতো শোনায়। ঠিক এই কাজটিই করে দেখালেন ভারতীয় সংগীত জগতের রাজপুত্র অরিজিৎ সিং এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান।
১২ ঘণ্টা আগে
গতকাল নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’। উৎসবের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিভাগ বিগ স্ক্রিন কম্পিটিশনে লড়বে সিনেমাটি।
১৮ ঘণ্টা আগে