
সন্তান, সংসার– সবকিছু সামলে মাঝে অনেক দিন অভিনয়ে সময় দিতে পারেননি অপু বিশ্বাস। বিরতি কাটিয়ে ফিরে একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছেন ঢাকাই ছবির এই লাস্যময়ী নায়িকা। একসময় মূলত গ্ল্যামারাস চরিত্রে হাজির হলেও অপু এখন চরিত্রের বৈচিত্র্য নিয়ে ভাবছেন। সর্বশেষ ‘ছায়াবৃক্ষ’ ছবিতে অপু অভিনয় করেছেন চা–বাগানের শ্রমিক হিসেবে।
অপু বিশ্বাসের নতুন ছবি ‘জখম’। এতে অপু স্রেফ নায়কের সঙ্গী নয়, জটিল সব মামলার সমাধান করবেন তিনি। তদন্ত করতে ছুটে বেড়াবেন শহরের অলিগলি–রাজপথ। থ্রিলার ধাঁচের ‘জখম’ ছবিতে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দেখা যাবে অপু বিশ্বাসকে। বদল আসবে অপুর লুক ও গেটআপে– এমনটাই জানিয়েছেন ছবিটির নির্মাতা অপূর্ব রানা।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মহরত হয়েছে ছবিটির। শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘জখম’ ছবিতে অপুর নায়ক হবেন জায়েদ খান। একটি বিশেষ চরিত্রে থাকবেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এতে ঋতুপর্ণার ভূমিকা কী হবে, খোলাসা করেননি নির্মাতা।
অপূর্ব রানা বলেছেন, ‘এরই মধ্যে ছবির পুরো প্রস্তুতি শেষ। চিত্রনাট্য লেখা হয়ে গেছে। ঋতুপর্ণা, অপু ও জায়েদ খানের সঙ্গে চুক্তি হয়েছে। শুটিংয়ের লোকেশনও ঠিক করে রেখেছি আমরা। শুটিং হবে ঢাকা ও বান্দরবানে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সপ্তাহখানেকের মধ্যে আমরা শুটিং শুরু করব।’
‘জখম’–এর চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবিতে শুধু অপু বিশ্বাসের চরিত্রের বৈচিত্র্য দেখা যাবে তা নয়। বদল আসবে নায়ক জায়েদ খানের লুকেও। নির্মাতা বলেছেন, ‘নায়ককে তিনটি গেটআপে দেখব আমরা। একটা ভদ্র ছেলে, আরেকটা রাফ ছেলে, আরেকটা বিশেষ লুক তৈরি করা হয়েছে জায়েদের জন্য।’
‘জখম’–এ অপু–জায়েদ ছাড়া আরও অভিনয় করবেন মিশা সওদাগর, ড্যানি সিডাক ও কলকাতার রাজেশ শর্মা।

সন্তান, সংসার– সবকিছু সামলে মাঝে অনেক দিন অভিনয়ে সময় দিতে পারেননি অপু বিশ্বাস। বিরতি কাটিয়ে ফিরে একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছেন ঢাকাই ছবির এই লাস্যময়ী নায়িকা। একসময় মূলত গ্ল্যামারাস চরিত্রে হাজির হলেও অপু এখন চরিত্রের বৈচিত্র্য নিয়ে ভাবছেন। সর্বশেষ ‘ছায়াবৃক্ষ’ ছবিতে অপু অভিনয় করেছেন চা–বাগানের শ্রমিক হিসেবে।
অপু বিশ্বাসের নতুন ছবি ‘জখম’। এতে অপু স্রেফ নায়কের সঙ্গী নয়, জটিল সব মামলার সমাধান করবেন তিনি। তদন্ত করতে ছুটে বেড়াবেন শহরের অলিগলি–রাজপথ। থ্রিলার ধাঁচের ‘জখম’ ছবিতে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দেখা যাবে অপু বিশ্বাসকে। বদল আসবে অপুর লুক ও গেটআপে– এমনটাই জানিয়েছেন ছবিটির নির্মাতা অপূর্ব রানা।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মহরত হয়েছে ছবিটির। শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘জখম’ ছবিতে অপুর নায়ক হবেন জায়েদ খান। একটি বিশেষ চরিত্রে থাকবেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এতে ঋতুপর্ণার ভূমিকা কী হবে, খোলাসা করেননি নির্মাতা।
অপূর্ব রানা বলেছেন, ‘এরই মধ্যে ছবির পুরো প্রস্তুতি শেষ। চিত্রনাট্য লেখা হয়ে গেছে। ঋতুপর্ণা, অপু ও জায়েদ খানের সঙ্গে চুক্তি হয়েছে। শুটিংয়ের লোকেশনও ঠিক করে রেখেছি আমরা। শুটিং হবে ঢাকা ও বান্দরবানে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সপ্তাহখানেকের মধ্যে আমরা শুটিং শুরু করব।’
‘জখম’–এর চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবিতে শুধু অপু বিশ্বাসের চরিত্রের বৈচিত্র্য দেখা যাবে তা নয়। বদল আসবে নায়ক জায়েদ খানের লুকেও। নির্মাতা বলেছেন, ‘নায়ককে তিনটি গেটআপে দেখব আমরা। একটা ভদ্র ছেলে, আরেকটা রাফ ছেলে, আরেকটা বিশেষ লুক তৈরি করা হয়েছে জায়েদের জন্য।’
‘জখম’–এ অপু–জায়েদ ছাড়া আরও অভিনয় করবেন মিশা সওদাগর, ড্যানি সিডাক ও কলকাতার রাজেশ শর্মা।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১২ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১২ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৩ ঘণ্টা আগে