মীর রাকিব হাসান, ঢাকা

২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট মাথায় ওঠার পর থেকেই ঠিক করে রেখেছিলেন সিনেমায়ই অভিনয় করবেন। ২০১৯ সালে এসে সেই সুযোগটা পেয়েও যান। একটা-দুটো নয়, পরপর তিনটি ছবিতে অভিনয় করেছেন তিনি। কথা ছিল, ২০২০ সালে ছবিগুলো মুক্তি পাবে, পর্দায় অভিষেক হবে নায়িকা ঐশীর। কিন্তু দিন আসে দিন যায়, ঐশীর অপেক্ষা বাড়ে।
তিনটি ছবিতে তিন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘মিশন এক্সট্রিম’-এ মারদাঙ্গা চরিত্র, ‘আদম’-এ অজপাড়াগাঁর আশির দশকের এক সুবিধাবঞ্চিত মেয়ে, আর ‘রাতজাগা ফুল’ ছবিতে এক চঞ্চলার চরিত্রে; যা ঐশীর অভিনয়-প্রতিভা প্রমাণে ক্যারিয়ারের শুরুতেই অনেকটা এগিয়ে রাখত। তবে ঐশী আশাহত নন।
তিনি বলেন, ‘করোনার কারণেই ছবি মুক্তি দেওয়া যাচ্ছে না। একটু অপেক্ষা করতে হচ্ছে। তাই আমি হতাশ নই। হতাশ হওয়ার কারণ খুঁজতে গেলে চারপাশে হাজারটা আছে। ভালো থাকার কারণ তো হাতে গোনা। সেই ভালো থাকার কারণের মধ্যে আমার ছবি। ছবি মুক্তি পাবে, ভালো কিছু হবে—এটা আমার বিশ্বাস।’

রায়হান রাফির ‘নূর’ ছবিতে অভিনয় করছেন আরিফিন শুভ। শোনা যাচ্ছে সেই ছবিতে ফের জুটি হবেন শুভর সঙ্গে। তা নিয়ে কিছু বলতে চাইলেন না। শুধু এটুকু জানালেন, ‘কথাবার্তা হয়েছে। যত দূর জানি আরও অনেকের সঙ্গেই কথা হয়েছে। শুভ ভাইয়ের সঙ্গে আগে কাজ করেছি। তাই আমার সঙ্গে কথা চূড়ান্ত হলে কাজ করা সহজ হবে।’
হতাশ হওয়ার কারণ খুঁজতে গেলে চারপাশে হাজারটা আছে। ভালো থাকার কারণ তো হাতে গোনা। সেই ভালো থাকার কারণের মধ্যে আমার ছবি। ছবি মুক্তি পাবে, ভালো কিছু হবে—এটা আমার বিশ্বাস।
জান্নাতুল ফেরদৌস ঐশী, মডেল
আটকে থাকা ছবিগুলো ওটিটিতে মুক্তির কোনো পরিকল্পনা কি আছে? ঐশী বললেন, ‘তেমনটা শুনিনি। সবই হলে মুক্তির জন্য প্রস্তুত। যেমন ‘মিশন এক্সট্রিম’ নিয়ে সানী সানোয়ার ভাই আমাকে বলেছেন, ওটিটিতে মুক্তির পরিকল্পনা খুব কম। কারণ বড় পর্দার কথা চিন্তা করে উনি ছবি বানিয়েছেন। এই ছবির আসল মজাটা ওটিটিতে পাওয়া যাবে না। এ জন্য পরিচালক চাইছেন পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমা হলেই মুক্তি দেবেন। মীর সাব্বির ভাইয়ের ‘রাতজাগা ফুল’ আমার প্রথম ছবি। স্বাভাবিকভাবেই সবার অন্য রকম প্রত্যাশা আছে। তা ছাড়া এটা অনুদানের সিনেমা। হল ছাড়া মুক্তি দেওয়া সম্ভবও নয়।’
এত উৎসব-পার্বণ যায়, টিভি নাটকে দেখা যায় না ঐশীকে। কারণ? ঐশী বললেন, ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার পর আমাকে নিয়ে লেখালেখি হয়েছে। সব জায়গাতেই আমি বলেছি, আমার ছবি করার ইচ্ছে। এ জন্য হয়তো নাটকের প্রস্তাব নিয়ে তেমন কেউ আসেননি। এখন ওয়েব ফিল্মের অফার পাই। তবে এখনো হ্যাঁ বলিনি।’
কারণ কী? ঐশী বললেন, ‘আমার অভিনীত ছবিগুলো বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা। এখনো হয়নি। যাদের সঙ্গে কাজ করেছি, তারাও চায় বড় পর্দায় বড় করে আত্মপ্রকাশ হোক। এত দিন সে কারণেই অপেক্ষা করলাম। এখন হুট করে ওটিটি বা টিভিতে কাজ শুরু করলে এত দিনের পরিকল্পনা ভেস্তে যাবে। তাই আরও সময় নিতে চাচ্ছি। তাড়াহুড়োর কিছু নেই।

২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট মাথায় ওঠার পর থেকেই ঠিক করে রেখেছিলেন সিনেমায়ই অভিনয় করবেন। ২০১৯ সালে এসে সেই সুযোগটা পেয়েও যান। একটা-দুটো নয়, পরপর তিনটি ছবিতে অভিনয় করেছেন তিনি। কথা ছিল, ২০২০ সালে ছবিগুলো মুক্তি পাবে, পর্দায় অভিষেক হবে নায়িকা ঐশীর। কিন্তু দিন আসে দিন যায়, ঐশীর অপেক্ষা বাড়ে।
তিনটি ছবিতে তিন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘মিশন এক্সট্রিম’-এ মারদাঙ্গা চরিত্র, ‘আদম’-এ অজপাড়াগাঁর আশির দশকের এক সুবিধাবঞ্চিত মেয়ে, আর ‘রাতজাগা ফুল’ ছবিতে এক চঞ্চলার চরিত্রে; যা ঐশীর অভিনয়-প্রতিভা প্রমাণে ক্যারিয়ারের শুরুতেই অনেকটা এগিয়ে রাখত। তবে ঐশী আশাহত নন।
তিনি বলেন, ‘করোনার কারণেই ছবি মুক্তি দেওয়া যাচ্ছে না। একটু অপেক্ষা করতে হচ্ছে। তাই আমি হতাশ নই। হতাশ হওয়ার কারণ খুঁজতে গেলে চারপাশে হাজারটা আছে। ভালো থাকার কারণ তো হাতে গোনা। সেই ভালো থাকার কারণের মধ্যে আমার ছবি। ছবি মুক্তি পাবে, ভালো কিছু হবে—এটা আমার বিশ্বাস।’

রায়হান রাফির ‘নূর’ ছবিতে অভিনয় করছেন আরিফিন শুভ। শোনা যাচ্ছে সেই ছবিতে ফের জুটি হবেন শুভর সঙ্গে। তা নিয়ে কিছু বলতে চাইলেন না। শুধু এটুকু জানালেন, ‘কথাবার্তা হয়েছে। যত দূর জানি আরও অনেকের সঙ্গেই কথা হয়েছে। শুভ ভাইয়ের সঙ্গে আগে কাজ করেছি। তাই আমার সঙ্গে কথা চূড়ান্ত হলে কাজ করা সহজ হবে।’
হতাশ হওয়ার কারণ খুঁজতে গেলে চারপাশে হাজারটা আছে। ভালো থাকার কারণ তো হাতে গোনা। সেই ভালো থাকার কারণের মধ্যে আমার ছবি। ছবি মুক্তি পাবে, ভালো কিছু হবে—এটা আমার বিশ্বাস।
জান্নাতুল ফেরদৌস ঐশী, মডেল
আটকে থাকা ছবিগুলো ওটিটিতে মুক্তির কোনো পরিকল্পনা কি আছে? ঐশী বললেন, ‘তেমনটা শুনিনি। সবই হলে মুক্তির জন্য প্রস্তুত। যেমন ‘মিশন এক্সট্রিম’ নিয়ে সানী সানোয়ার ভাই আমাকে বলেছেন, ওটিটিতে মুক্তির পরিকল্পনা খুব কম। কারণ বড় পর্দার কথা চিন্তা করে উনি ছবি বানিয়েছেন। এই ছবির আসল মজাটা ওটিটিতে পাওয়া যাবে না। এ জন্য পরিচালক চাইছেন পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমা হলেই মুক্তি দেবেন। মীর সাব্বির ভাইয়ের ‘রাতজাগা ফুল’ আমার প্রথম ছবি। স্বাভাবিকভাবেই সবার অন্য রকম প্রত্যাশা আছে। তা ছাড়া এটা অনুদানের সিনেমা। হল ছাড়া মুক্তি দেওয়া সম্ভবও নয়।’
এত উৎসব-পার্বণ যায়, টিভি নাটকে দেখা যায় না ঐশীকে। কারণ? ঐশী বললেন, ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার পর আমাকে নিয়ে লেখালেখি হয়েছে। সব জায়গাতেই আমি বলেছি, আমার ছবি করার ইচ্ছে। এ জন্য হয়তো নাটকের প্রস্তাব নিয়ে তেমন কেউ আসেননি। এখন ওয়েব ফিল্মের অফার পাই। তবে এখনো হ্যাঁ বলিনি।’
কারণ কী? ঐশী বললেন, ‘আমার অভিনীত ছবিগুলো বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা। এখনো হয়নি। যাদের সঙ্গে কাজ করেছি, তারাও চায় বড় পর্দায় বড় করে আত্মপ্রকাশ হোক। এত দিন সে কারণেই অপেক্ষা করলাম। এখন হুট করে ওটিটি বা টিভিতে কাজ শুরু করলে এত দিনের পরিকল্পনা ভেস্তে যাবে। তাই আরও সময় নিতে চাচ্ছি। তাড়াহুড়োর কিছু নেই।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
৭ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
৭ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৭ ঘণ্টা আগে