
আজ ২৩ এপ্রিল উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ৩১তম প্রয়াণ দিবস। কিংবদন্তি এই চলচ্চিত্রকারের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশের নির্মাতা প্রসূন রহমান নির্মাণ করেছেন ট্রিবিউট ফিল্ম ‘প্রিয় সত্যজিৎ’। আজ সন্ধ্যা ৭টায় সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবসে অবমুক্ত করা হবে ছবিটির ট্রেলার। চলচ্চিত্রটির নির্মাতা প্রসূন রহমান বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘আজ চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ৩১তম প্রয়াণ দিবস। স্মরণ করছি শ্রদ্ধায় ও ভালোবাসায়। তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত আমাদের ট্রিবিউট ফিল্ম ‘প্রিয় সত্যজিৎ’ নিয়ে পরিকল্পনা ছিল গত জন্মদিনে মুক্তি দেওয়ার। প্রস্তুতিও ছিল। কিন্তু গত বছর একই সময়ে ঈদ হওয়ায় পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়। এ বছরও কাছাকাছি অবস্থা। কখন সম্ভব হবে ঠিক করে বলা যাচ্ছে না। আজ প্রয়াণ দিবসে সত্যজিৎ স্মরণে অবমুক্ত করা হচ্ছে ছবিটির ট্রেলার। আসবে সন্ধ্যা ৭টায়। এবারের জন্মদিনে চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনী এবং বাকি রয়ে যাওয়া জন্মশতবর্ষের উদ্যাপনী আয়োজন সম্ভব হবে বলে আশা করছি। সবার জন্য অনেক শুভকামনা।’
গেল বছরের নভেম্বরে এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয় কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর এটি প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এর মধ্যে ফ্লোরেন্স উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’ বিশেষ পুরস্কার পায়। এ ছাড়া ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে ‘জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ ’-এর ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অভিনেতা আহমেদ রুবেল। শুধু তাই নয়, সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি।
এই সিনেমায় একজন প্রবীণ নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। তার সঙ্গে আরও আছেন মৌটুসী বিশ্বাস, সাইদ বাবু, সংগীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদার প্রমুখ। ইমেশন ক্রিয়েটরের ব্যানারে এটি প্রযোজনাও করেছেন নির্মাতা প্রসূন রহমান।

আজ ২৩ এপ্রিল উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ৩১তম প্রয়াণ দিবস। কিংবদন্তি এই চলচ্চিত্রকারের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশের নির্মাতা প্রসূন রহমান নির্মাণ করেছেন ট্রিবিউট ফিল্ম ‘প্রিয় সত্যজিৎ’। আজ সন্ধ্যা ৭টায় সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবসে অবমুক্ত করা হবে ছবিটির ট্রেলার। চলচ্চিত্রটির নির্মাতা প্রসূন রহমান বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘আজ চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ৩১তম প্রয়াণ দিবস। স্মরণ করছি শ্রদ্ধায় ও ভালোবাসায়। তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত আমাদের ট্রিবিউট ফিল্ম ‘প্রিয় সত্যজিৎ’ নিয়ে পরিকল্পনা ছিল গত জন্মদিনে মুক্তি দেওয়ার। প্রস্তুতিও ছিল। কিন্তু গত বছর একই সময়ে ঈদ হওয়ায় পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়। এ বছরও কাছাকাছি অবস্থা। কখন সম্ভব হবে ঠিক করে বলা যাচ্ছে না। আজ প্রয়াণ দিবসে সত্যজিৎ স্মরণে অবমুক্ত করা হচ্ছে ছবিটির ট্রেলার। আসবে সন্ধ্যা ৭টায়। এবারের জন্মদিনে চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনী এবং বাকি রয়ে যাওয়া জন্মশতবর্ষের উদ্যাপনী আয়োজন সম্ভব হবে বলে আশা করছি। সবার জন্য অনেক শুভকামনা।’
গেল বছরের নভেম্বরে এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয় কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর এটি প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এর মধ্যে ফ্লোরেন্স উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’ বিশেষ পুরস্কার পায়। এ ছাড়া ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে ‘জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ ’-এর ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অভিনেতা আহমেদ রুবেল। শুধু তাই নয়, সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি।
এই সিনেমায় একজন প্রবীণ নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। তার সঙ্গে আরও আছেন মৌটুসী বিশ্বাস, সাইদ বাবু, সংগীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদার প্রমুখ। ইমেশন ক্রিয়েটরের ব্যানারে এটি প্রযোজনাও করেছেন নির্মাতা প্রসূন রহমান।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১ দিন আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১ দিন আগে