প্রতিনিধি

সাভার (ঢাকা): বাংলা সিনেমার আলোচিত নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। এ অভিযোগে পরী বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন। সোমবার (১৪ জুন) বেলা ১১টার দিকে এ মামলা করেন তিনি। প্রধান আসামি করা হয়েছে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে।
দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ জন, মোট ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। সাভার থানায় মামলা নম্বর ৩৮। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কাজী মাইনুল ইসলাম আরও বলেন, খুব দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা হবে।
এর আগে রোববার রাতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে পরীমণি বলেন, ‘গত বুধবার (৯ জুন) রাত ১২টায় আমাকে বিরুলিয়ায় নাছির ইউ মাহমুদের কাছে নিয়ে যায় অমি। সেসময় নাছির ইউ মাহমুদ নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন।’
‘সেখানে নাছির ইউ মাহমুদ আমাকে মদ খেতে অফার করেন। রাজি না হলে আমাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে আমাকে চড়-থাপ্পড় মারেন। তারপর আমাকে নির্যাতন ও হত্যার চেষ্টা করেন। অমিও এ ঘটনার সঙ্গে জড়িত।’
নিজ বাসায় বসে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন পরী। তিনি বলেন, ‘বেশ কদিন ধরেই এই বৈঠকের কথা চলছিল। কিন্তু আমি আগ্রহ পাচ্ছিলাম না। পরে অমির অনুরোধে সেদিন রাতে আমি বৈঠকে যাই। যাওয়ার পর যা ঘটেছে সেটা আর বলে বোঝাতে পারব না।’
পরী জানান, সেদিন রাতে তাঁকে পানীয়র সঙ্গে কিছু একটা খাওয়ানো হয়েছিল। কারণ, প্রচণ্ড অস্থির আর অস্বস্তি বোধ করছিলেন। এর মধ্যে তাঁকে করতে হয়েছে বাঁচার যুদ্ধ। সেখান থেকে বেরিয়ে সেদিন রাতেই পরী যান বনানী থানায়।
পরী অভিযোগ করেন, থানায় তাঁর অভিযোগ শুনলেও সাধারণ ডায়েরি করেননি কর্তব্যরত অফিসার।
আরও পড়ুন:

সাভার (ঢাকা): বাংলা সিনেমার আলোচিত নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। এ অভিযোগে পরী বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন। সোমবার (১৪ জুন) বেলা ১১টার দিকে এ মামলা করেন তিনি। প্রধান আসামি করা হয়েছে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে।
দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ জন, মোট ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। সাভার থানায় মামলা নম্বর ৩৮। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কাজী মাইনুল ইসলাম আরও বলেন, খুব দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা হবে।
এর আগে রোববার রাতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে পরীমণি বলেন, ‘গত বুধবার (৯ জুন) রাত ১২টায় আমাকে বিরুলিয়ায় নাছির ইউ মাহমুদের কাছে নিয়ে যায় অমি। সেসময় নাছির ইউ মাহমুদ নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন।’
‘সেখানে নাছির ইউ মাহমুদ আমাকে মদ খেতে অফার করেন। রাজি না হলে আমাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে আমাকে চড়-থাপ্পড় মারেন। তারপর আমাকে নির্যাতন ও হত্যার চেষ্টা করেন। অমিও এ ঘটনার সঙ্গে জড়িত।’
নিজ বাসায় বসে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন পরী। তিনি বলেন, ‘বেশ কদিন ধরেই এই বৈঠকের কথা চলছিল। কিন্তু আমি আগ্রহ পাচ্ছিলাম না। পরে অমির অনুরোধে সেদিন রাতে আমি বৈঠকে যাই। যাওয়ার পর যা ঘটেছে সেটা আর বলে বোঝাতে পারব না।’
পরী জানান, সেদিন রাতে তাঁকে পানীয়র সঙ্গে কিছু একটা খাওয়ানো হয়েছিল। কারণ, প্রচণ্ড অস্থির আর অস্বস্তি বোধ করছিলেন। এর মধ্যে তাঁকে করতে হয়েছে বাঁচার যুদ্ধ। সেখান থেকে বেরিয়ে সেদিন রাতেই পরী যান বনানী থানায়।
পরী অভিযোগ করেন, থানায় তাঁর অভিযোগ শুনলেও সাধারণ ডায়েরি করেননি কর্তব্যরত অফিসার।
আরও পড়ুন:

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।
১১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
১ দিন আগে