বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চিত্রনাট্যে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুব্রত সেনগুপ্ত’। নব্বইয়ের দশকের শেষ ভাগে উপমহাদেশে যখন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল, সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যটি। ২৫ মিনিট ব্যাপ্তির এই স্বল্পদৈর্ঘ্য বানিয়েছেন আবীর ফেরদৌস মুখর ৷ আজ ১ মে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্যটি ৷
পরিচালক আবীর ফেরদৌস মুখর বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টে কাজ করার। সেখানেই প্রথম এই চিত্রনাট্যের সঙ্গে পরিচয়। ক্যাথরিন ম্যামের অনুমতিতে আমরা এ কাজ শুরু করি। মূল চিত্রনাট্যের আবহ বজায় রেখে আমরা আমাদের ভাবনা যোগ করেছি। সুব্রত সেনগুপ্তের শুট শুরু করি ২০১৮ সালে ৷ সেই সময়কার অভিজ্ঞতা বলা শুরু করলে আসলে শেষ করতে পারব না—এতটা ইমোশন জড়িয়ে আছে এটার সঙ্গে। আসলে প্রত্যেক মানুষের কষ্ট, ভালোবাসা মিশে আছে এই কাজের সঙ্গে।’
স্বল্পদৈর্ঘ্যটিতে সুব্রত সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেছেন আহসান স্মরণ। এ ছাড়া আরও অভিনয় করেছেন আশিক সালেহীন, ফারিহা, আফরা, ফাহমিদ ফারাবী শাওনসহ আরও অনেকে।
একই দিনে চরকিতে মুক্তি পেয়েছে আরও চার তরুণ নির্মাতার বানানো চারটি স্বল্পদৈর্ঘ্য। এগুলো হলো আহসান স্মরণের ‘আকাশে’, মাহমুদুল হাসান আদনানের ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’, মাহমুদ হাসানের ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’ এবং ফুয়াদুজ্জামান ফুয়াদের ‘শব্দের ভেতর ঘর’।
‘আকাশে’ শর্টফিল্মটি ড্রামা ও কমেডি ঘরানার, যার কাহিনি নুরুদ্দীন নামের এক তরুণের আকাশে যাওয়ার স্বপ্ন নিয়ে। অন্যদিকে শব্দের ভেতরে ঘর সিনেমার কাহিনি গড়ে উঠেছে বন্ধুত্ব ও স্বপ্ন-বাস্তবতার কঠিন লড়াইয় নিয়ে।
অনাকাঙ্ক্ষিত ভুল ও বিশ্বাসঘাতকতার জেরে বিভার ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে নেমে আসে নির্মম বাস্তবতা। সেখান থেকে পুনরারম্ভ করার গল্প নিয়ে নির্মিত ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’। আর ড্রামা ঘরানায় নির্মিত হয়েছে ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’।

প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চিত্রনাট্যে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুব্রত সেনগুপ্ত’। নব্বইয়ের দশকের শেষ ভাগে উপমহাদেশে যখন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল, সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যটি। ২৫ মিনিট ব্যাপ্তির এই স্বল্পদৈর্ঘ্য বানিয়েছেন আবীর ফেরদৌস মুখর ৷ আজ ১ মে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্যটি ৷
পরিচালক আবীর ফেরদৌস মুখর বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টে কাজ করার। সেখানেই প্রথম এই চিত্রনাট্যের সঙ্গে পরিচয়। ক্যাথরিন ম্যামের অনুমতিতে আমরা এ কাজ শুরু করি। মূল চিত্রনাট্যের আবহ বজায় রেখে আমরা আমাদের ভাবনা যোগ করেছি। সুব্রত সেনগুপ্তের শুট শুরু করি ২০১৮ সালে ৷ সেই সময়কার অভিজ্ঞতা বলা শুরু করলে আসলে শেষ করতে পারব না—এতটা ইমোশন জড়িয়ে আছে এটার সঙ্গে। আসলে প্রত্যেক মানুষের কষ্ট, ভালোবাসা মিশে আছে এই কাজের সঙ্গে।’
স্বল্পদৈর্ঘ্যটিতে সুব্রত সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেছেন আহসান স্মরণ। এ ছাড়া আরও অভিনয় করেছেন আশিক সালেহীন, ফারিহা, আফরা, ফাহমিদ ফারাবী শাওনসহ আরও অনেকে।
একই দিনে চরকিতে মুক্তি পেয়েছে আরও চার তরুণ নির্মাতার বানানো চারটি স্বল্পদৈর্ঘ্য। এগুলো হলো আহসান স্মরণের ‘আকাশে’, মাহমুদুল হাসান আদনানের ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’, মাহমুদ হাসানের ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’ এবং ফুয়াদুজ্জামান ফুয়াদের ‘শব্দের ভেতর ঘর’।
‘আকাশে’ শর্টফিল্মটি ড্রামা ও কমেডি ঘরানার, যার কাহিনি নুরুদ্দীন নামের এক তরুণের আকাশে যাওয়ার স্বপ্ন নিয়ে। অন্যদিকে শব্দের ভেতরে ঘর সিনেমার কাহিনি গড়ে উঠেছে বন্ধুত্ব ও স্বপ্ন-বাস্তবতার কঠিন লড়াইয় নিয়ে।
অনাকাঙ্ক্ষিত ভুল ও বিশ্বাসঘাতকতার জেরে বিভার ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে নেমে আসে নির্মম বাস্তবতা। সেখান থেকে পুনরারম্ভ করার গল্প নিয়ে নির্মিত ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’। আর ড্রামা ঘরানায় নির্মিত হয়েছে ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৮ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৮ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৮ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৮ ঘণ্টা আগে