Ajker Patrika

তারেক মাসুদের চিত্রনাট্য অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘সুব্রত সেনগুপ্ত’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
তারেক মাসুদ ও সুব্রত সেনগুপ্ত স্বল্পদৈর্ঘের পোস্টার। ছবি: সংগৃহীত
তারেক মাসুদ ও সুব্রত সেনগুপ্ত স্বল্পদৈর্ঘের পোস্টার। ছবি: সংগৃহীত

প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চিত্রনাট্যে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুব্রত সেনগুপ্ত’। নব্বইয়ের দশকের শেষ ভাগে উপমহাদেশে যখন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল, সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যটি। ২৫ মিনিট ব্যাপ্তির এই স্বল্পদৈর্ঘ্য বানিয়েছেন আবীর ফেরদৌস মুখর ৷ আজ ১ মে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্যটি ৷

পরিচালক আবীর ফেরদৌস মুখর বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টে কাজ করার। সেখানেই প্রথম এই চিত্রনাট্যের সঙ্গে পরিচয়। ক্যাথরিন ম্যামের অনুমতিতে আমরা এ কাজ শুরু করি। মূল চিত্রনাট্যের আবহ বজায় রেখে আমরা আমাদের ভাবনা যোগ করেছি। সুব্রত সেনগুপ্তের শুট শুরু করি ২০১৮ সালে ৷ সেই সময়কার অভিজ্ঞতা বলা শুরু করলে আসলে শেষ করতে পারব না—এতটা ইমোশন জড়িয়ে আছে এটার সঙ্গে। আসলে প্রত্যেক মানুষের কষ্ট, ভালোবাসা মিশে আছে এই কাজের সঙ্গে।’

স্বল্পদৈর্ঘ্যটিতে সুব্রত সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেছেন আহসান স্মরণ। এ ছাড়া আরও অভিনয় করেছেন আশিক সালেহীন, ফারিহা, আফরা, ফাহমিদ ফারাবী শাওনসহ আরও অনেকে।

একই দিনে চরকিতে মুক্তি পেয়েছে আরও চার তরুণ নির্মাতার বানানো চারটি স্বল্পদৈর্ঘ্য। এগুলো হলো আহসান স্মরণের ‘আকাশে’, মাহমুদুল হাসান আদনানের ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’, মাহমুদ হাসানের ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’ এবং ফুয়াদুজ্জামান ফুয়াদের ‘শব্দের ভেতর ঘর’।

‘আকাশে’ শর্টফিল্মটি ড্রামা ও কমেডি ঘরানার, যার কাহিনি নুরুদ্দীন নামের এক তরুণের আকাশে যাওয়ার স্বপ্ন নিয়ে। অন্যদিকে শব্দের ভেতরে ঘর সিনেমার কাহিনি গড়ে উঠেছে বন্ধুত্ব ও স্বপ্ন-বাস্তবতার কঠিন লড়াইয় নিয়ে।

অনাকাঙ্ক্ষিত ভুল ও বিশ্বাসঘাতকতার জেরে বিভার ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে নেমে আসে নির্মম বাস্তবতা। সেখান থেকে পুনরারম্ভ করার গল্প নিয়ে নির্মিত ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’। আর ড্রামা ঘরানায় নির্মিত হয়েছে ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত