
দেশের জনপ্রিয় ডিজিটাল স্ট্রিমিং অ্যাপ টফি আয়োজন করছে ট্যালেন্টহান্ট শো ‘টফি স্টার সার্চ’। এবার প্রতিযোগিতার বিচারকদের নাম ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। সেরা অংশগ্রহণকারীদের বাছাই করতে বিচারকদের প্যানেলে থাকছেন দেশের তিন খ্যাতিমান তারকা তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও দিলারা হানিফ পূর্ণিমা। টফির প্ল্যাটফর্মে প্রতিভা প্রদর্শনের মাধ্যমে দেশি কনটেন্ট নির্মাতাদের নিয়ে চলতি মাসে শুরু হয় ‘টফি স্টার সার্চ’।
নাচ, গান, অভিনয়সহ যেকোনো বিষয়ে পারদর্শী দেশি নির্মাতারা নিজেদের তৈরি ভিডিও টফিতে আপলোড করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আপলোড করা ভিডিওতে মোট ভিউ ও রি-অ্যাকশনের ওপর ভিত্তি করে দেশের ৮টি বিভাগ থেকে মোট ৪০০ জন অংশগ্রহণকারীকে প্রথম স্টুডিও রাউন্ডের জন্য নির্বাচিত করা হবে। এই রাউন্ডে প্রতিযোগীদের নির্বাচনের দায়িত্বে থাকবে ১৪ জন তারকার একটি জুরি প্যানেল। এই তারকার তালিকায় থাকছেন অভিনেতা মামুনুর রশীদ, শতাব্দী ওয়াদুদ, আব্দুন নুর সজল। অভিনেত্রী স্বাগতা, শ্রাবন্তী, আশনা হাবিব ভাবনা, শবনম ফারিয়া। কণ্ঠশিল্পী প্রতীক হাসান, সন্ধি, নিশিতা বড়ুয়া ও ব্যান্ডের সাকিব চৌধুরী। চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস ও আবু হায়াত। বিচারকের আসনে থাকবেন সংবাদ পাঠিকা ফারজানা করিমও।
বাছাই করা সেরা ৩০ জন অংশগ্রহণকারী চূড়ান্ত স্টুডিও রাউন্ডে যাওয়ার সুযোগ পাবেন। মোট ১ কোটি টাকা সমমানের আকর্ষণীয় পুরস্কার পাবেন এই ৩০ জন প্রতিযোগী । প্রতিযোগিতায় ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২১।
টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, ‘টফি স্টার সার্চ-এর সম্মানিত বিচারক হিসেবে তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী এবং দিলারা হানিফ পূর্ণিমাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। খ্যাতিমান এই শিল্পীদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দক্ষতা এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাবানদের খুঁজে বের করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি মনে করি, তাঁদের সামনে নিজেদের প্রতিভা পরিদর্শন করে স্বীকৃতি পাওয়া প্রতিযোগীদের জন্য একটি অমূল্য অভিজ্ঞতা হতে চলেছে।’

দেশের জনপ্রিয় ডিজিটাল স্ট্রিমিং অ্যাপ টফি আয়োজন করছে ট্যালেন্টহান্ট শো ‘টফি স্টার সার্চ’। এবার প্রতিযোগিতার বিচারকদের নাম ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। সেরা অংশগ্রহণকারীদের বাছাই করতে বিচারকদের প্যানেলে থাকছেন দেশের তিন খ্যাতিমান তারকা তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও দিলারা হানিফ পূর্ণিমা। টফির প্ল্যাটফর্মে প্রতিভা প্রদর্শনের মাধ্যমে দেশি কনটেন্ট নির্মাতাদের নিয়ে চলতি মাসে শুরু হয় ‘টফি স্টার সার্চ’।
নাচ, গান, অভিনয়সহ যেকোনো বিষয়ে পারদর্শী দেশি নির্মাতারা নিজেদের তৈরি ভিডিও টফিতে আপলোড করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আপলোড করা ভিডিওতে মোট ভিউ ও রি-অ্যাকশনের ওপর ভিত্তি করে দেশের ৮টি বিভাগ থেকে মোট ৪০০ জন অংশগ্রহণকারীকে প্রথম স্টুডিও রাউন্ডের জন্য নির্বাচিত করা হবে। এই রাউন্ডে প্রতিযোগীদের নির্বাচনের দায়িত্বে থাকবে ১৪ জন তারকার একটি জুরি প্যানেল। এই তারকার তালিকায় থাকছেন অভিনেতা মামুনুর রশীদ, শতাব্দী ওয়াদুদ, আব্দুন নুর সজল। অভিনেত্রী স্বাগতা, শ্রাবন্তী, আশনা হাবিব ভাবনা, শবনম ফারিয়া। কণ্ঠশিল্পী প্রতীক হাসান, সন্ধি, নিশিতা বড়ুয়া ও ব্যান্ডের সাকিব চৌধুরী। চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস ও আবু হায়াত। বিচারকের আসনে থাকবেন সংবাদ পাঠিকা ফারজানা করিমও।
বাছাই করা সেরা ৩০ জন অংশগ্রহণকারী চূড়ান্ত স্টুডিও রাউন্ডে যাওয়ার সুযোগ পাবেন। মোট ১ কোটি টাকা সমমানের আকর্ষণীয় পুরস্কার পাবেন এই ৩০ জন প্রতিযোগী । প্রতিযোগিতায় ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২১।
টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, ‘টফি স্টার সার্চ-এর সম্মানিত বিচারক হিসেবে তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী এবং দিলারা হানিফ পূর্ণিমাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। খ্যাতিমান এই শিল্পীদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দক্ষতা এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাবানদের খুঁজে বের করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি মনে করি, তাঁদের সামনে নিজেদের প্রতিভা পরিদর্শন করে স্বীকৃতি পাওয়া প্রতিযোগীদের জন্য একটি অমূল্য অভিজ্ঞতা হতে চলেছে।’

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
৭ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
৭ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৭ ঘণ্টা আগে