Ajker Patrika

ফারিয়ার নতুন গান

ফারিয়ার নতুন গান

উপস্থাপনা, মডেলিং আর অভিনয় ছাড়াও নুসরাত ফারিয়ার আরেকটি গুণের কথা সবাই জানেন। ভালো গানও করেন তিনি। ফারিয়ার কণ্ঠে প্রথম গান শোনা যায় ২০১৮ সালে। ওই বছরের এপ্রিলে নুসরাত ফারিয়া প্রকাশ করেন নিজের গাওয়া প্রথম গান ‘পটাকা’। অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল গানটি নিয়ে।

গত বছর ‘আমি চাই থাকতে’ শিরোনামে আরও একটি গান আসে ফারিয়ার। এ গান দিয়েও তিনি বেশ  প্রশংসা পেয়েছিলেন। এরপর শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’তে গান গেয়েছেন। ফারিয়ার কণ্ঠে এবার শোনা যাবে আরেকটি নতুন গান। এরই মধ্যে গানটির ট্রায়াল ভার্সনে কণ্ঠ দিয়েছেন তিনি।

নুসরাত ফারিয়াগানটি নিয়ে বিস্তারিত এখনই জানাতে চান না ফারিয়া। তিনি বলেন, ‘আমরা প্রায় ছয় মাস ধরে গানটি নিয়ে কাজ করছি।’ ফারিয়ার আগের দুটি গানের সংগীতায়োজক ছিলেন প্রীতম হাসান ও মাস্টার ডি। অভিনেত্রী ইঙ্গিত দিলেন, নতুন এ গানে পাওয়া যাবে নতুন কোনো কম্পোজারকে।

ফারিয়া বলেন, ‘আমরা এখন গানের কথার ওপর কাজ করছি। আমার তো গানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমাকে একটু শিখিয়ে দিতে হয়। আমি চেষ্টা করি, কী করে যেন মাইক্রোফোনে শুনতে সেটা বেশ ভালো লাগে। সম্ভবত এটা আমার ভালো একটা গুণ।’

নুসরাত ফারিয়াগতকাল শাকিব খানের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করলেন। বার্জার পেইন্টসের এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন সামিউর রহমান।

নুসরাত ফারিয়ার জন্মদিন আজ। এ দিনটি তিনি বাড়িতেই কাটাবেন। সময় দেবেন পরিবারকে। লকডাউনের মধ্যে ফারিয়া নতুনভাবে উপলব্ধি করেছেন, সারাক্ষণ কাজের গভীরে ডুবে থাকতে থাকতে এত দিন পরিবারকে সময় দেওয়া হয়নি একেবারেই। ফারিয়া তাই এখন কাজ আর ব্যক্তিজীবন–দুটোর মধ্যে সমন্বয় করা শিখে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত