
বেশ কয়েক মাস আলাদা থাকার পর গত বৃহস্পতিবার থেকে আবারও একসঙ্গে থাকার জানান দেন রাজ-পরী। কিন্তু এর এক দিন পর আবারও সেই পুরোনো ঘটনা! খবর ছড়িয়ে পড়ে—ফের পরীর বাসা ছেড়েছেন রাজ। এর সঙ্গে যুক্ত হয় পরীমণির হাসপাতালে ভর্তির সংবাদ আর রাজের রক্তাক্ত মাথার ছবি।
শুক্রবার সন্ধ্যায় জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার খবর মেলে পরীমণির। সংবাদটি ছড়িয়ে পড়ার কিছু সময় পর ফেসবুকের বিভিন্ন গ্রুপে শরীফুল রাজের রক্তাক্ত মাথার একটি ছবি ছড়ায়। তবে কখন, কোথায়, কীভাবে তাঁর মাথা ফেটেছে সেই তথ্য কারও কাছে নেয়। রক্তাক্ত মাথার ছবি ঘিরে তৈরি হয়েছে রহস্য। স্থিরচিত্র ঘিরে তৈরি হয়েছে রহস্য।
এ বিষয়ে চিত্রনায়ক শরীফুল রাজের ব্যক্তিগত মোবাইল ফোনে কল ও বার্তা পাঠালেও কোনো উত্তর আসেনি। পরীমণিকে কল দিলেও তিনি কল ধরেননি।
সম্প্রতি জানা গিয়েছিল, সব মান-অভিমান ভুলে প্রায় আবারও পরীর বসুন্ধরার বাসায় ফিরেছেন রাজ। সেখান থেকে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন তাঁরা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। তবে এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল হিসাব।
তবে পরীমণির হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত হলেও শরীফুল-রাজের বিষয়টি ঘিরে জন্মেছে রহস্য।
উল্লেখ্য, গত ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে কাছের মানুষদের নিয়ে একমাত্র সন্তানের প্রথম জন্মদিন উদ্যাপন করেন চিত্রনায়িকা পরীমণি। রাজ্যর প্রথম জন্মদিনের আয়োজনেও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে।
এর সাত দিন পর গত বৃহস্পতিবার সকাল থেকেই ফেসবুকে গানবাংলার স্টুডিওতে সংগীত আয়োজক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে সন্তান রাজ্যসহ পরীমণি ও শরীফুল রাজের একাধিক স্থিরচিত্র ফেসবুকে ছড়ায়। এর মধ্যে একটি স্থিরচিত্রে পরীমণি ও রাজ একে অপরকে জড়িয়ে ধরে ছিলেন।
তখন অনেকেই ভেবেছিলেন মান-অভিমান ভুলে তাঁরা আবার একত্র হয়েছেন। তবে সম্প্রতি এ ঘটনায় তাঁদের সম্পর্ক কোথায় গড়াচ্ছে তা নিয়ে আবারও প্রশ্নের জন্ম দিয়েছে।

বেশ কয়েক মাস আলাদা থাকার পর গত বৃহস্পতিবার থেকে আবারও একসঙ্গে থাকার জানান দেন রাজ-পরী। কিন্তু এর এক দিন পর আবারও সেই পুরোনো ঘটনা! খবর ছড়িয়ে পড়ে—ফের পরীর বাসা ছেড়েছেন রাজ। এর সঙ্গে যুক্ত হয় পরীমণির হাসপাতালে ভর্তির সংবাদ আর রাজের রক্তাক্ত মাথার ছবি।
শুক্রবার সন্ধ্যায় জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার খবর মেলে পরীমণির। সংবাদটি ছড়িয়ে পড়ার কিছু সময় পর ফেসবুকের বিভিন্ন গ্রুপে শরীফুল রাজের রক্তাক্ত মাথার একটি ছবি ছড়ায়। তবে কখন, কোথায়, কীভাবে তাঁর মাথা ফেটেছে সেই তথ্য কারও কাছে নেয়। রক্তাক্ত মাথার ছবি ঘিরে তৈরি হয়েছে রহস্য। স্থিরচিত্র ঘিরে তৈরি হয়েছে রহস্য।
এ বিষয়ে চিত্রনায়ক শরীফুল রাজের ব্যক্তিগত মোবাইল ফোনে কল ও বার্তা পাঠালেও কোনো উত্তর আসেনি। পরীমণিকে কল দিলেও তিনি কল ধরেননি।
সম্প্রতি জানা গিয়েছিল, সব মান-অভিমান ভুলে প্রায় আবারও পরীর বসুন্ধরার বাসায় ফিরেছেন রাজ। সেখান থেকে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন তাঁরা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। তবে এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল হিসাব।
তবে পরীমণির হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত হলেও শরীফুল-রাজের বিষয়টি ঘিরে জন্মেছে রহস্য।
উল্লেখ্য, গত ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে কাছের মানুষদের নিয়ে একমাত্র সন্তানের প্রথম জন্মদিন উদ্যাপন করেন চিত্রনায়িকা পরীমণি। রাজ্যর প্রথম জন্মদিনের আয়োজনেও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে।
এর সাত দিন পর গত বৃহস্পতিবার সকাল থেকেই ফেসবুকে গানবাংলার স্টুডিওতে সংগীত আয়োজক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে সন্তান রাজ্যসহ পরীমণি ও শরীফুল রাজের একাধিক স্থিরচিত্র ফেসবুকে ছড়ায়। এর মধ্যে একটি স্থিরচিত্রে পরীমণি ও রাজ একে অপরকে জড়িয়ে ধরে ছিলেন।
তখন অনেকেই ভেবেছিলেন মান-অভিমান ভুলে তাঁরা আবার একত্র হয়েছেন। তবে সম্প্রতি এ ঘটনায় তাঁদের সম্পর্ক কোথায় গড়াচ্ছে তা নিয়ে আবারও প্রশ্নের জন্ম দিয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৭ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৭ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৭ ঘণ্টা আগে