খায়রুল বাসার নির্ঝর, ঢাকা

বিবাহিত এক নারী। মুখ বুজে ঘরসংসার করে। কিন্তু সংসারে শান্তি বলতে যা বোঝায়, তা নেই একেবারে। কারণ তার বাচ্চা হয় না। সমস্যাটা যদিও তার নিজের নয়, সমস্যাটা স্বামীর। কিন্তু বাচ্চা না হওয়ার সমস্ত দোষ বহন করতে হচ্ছে তাকেই। এসব সংকট কাঁধে নিয়েই ওই নারী খুঁজে বেড়াচ্ছে এমন জীবন, যে জীবন একান্তই তার নিজের।
মোটা দাগে এটাই মিথিলার আগামী চরিত্র। সেপ্টেম্বরের মাঝামাঝিতে এই চরিত্র হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন মিথিলা। কলকাতার নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। ছবির নাম ‘আ রিভার ইন হ্যাভেন’। নিমার্তা রিঙ্গো বানাচ্ছেন ছবিটি। এতে সন্তান না হওয়া এক সংগ্রামী স্ত্রীর চরিত্রে অভিনয়ের খবর জানিয়েছেন মিথিলা।
মিথিলা বলেন, ‘সন্তান না হওয়া নিয়ে তাঁর ওপর সামাজিক-পারিবারিক চাপ রয়েছে। প্রতিনিয়ত মানসিক টানাপোড়েনের ভেতর দিয়ে যেতে হয় তাঁকে। চরিত্রটির মাধ্যমে পিতৃতান্ত্রিক সমাজের প্রতিচ্ছবিও উঠে আসবে।’ কিন্তু ছবিটির নামের সঙ্গে কীভাবে জুড়ে গেল নদীর গল্প—এ প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, ‘এই ছবির চিত্রনাট্য অনেকটা নদীর ধারার মতো। চারপাশ থেকে সব নদী এসে গঙ্গায় মিশে যাওয়ার মতো।’
ছবিতে মিথিলা ছাড়াও অভিনয় করবেন দেবশংকর হালদার, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তনিষ্ঠা বিশ্বাস, ববি চক্রবর্তীসহ অনেকে। পরিচালক রিঙ্গো জানান, গঙ্গাসাগর মেলার কিছু সত্য ঘটনা নিয়ে ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুটিং করবেন কলকাতা, বেনারস ও হালিশহরে। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ‘আ রিভার ইন হ্যাভেন’।
যত দিনে এ ছবির শুটিং শুরু হবে, তত দিনে ‘মায়া’র ডাবিং শেষ হয়ে যাবে মিথিলার। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ ছবি দিয়েই টালিউডের ছবিতে অভিনয় শুরু করেন মিথিলা। উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে বোনা হয়েছে ‘মায়া’র গল্প।

বিবাহিত এক নারী। মুখ বুজে ঘরসংসার করে। কিন্তু সংসারে শান্তি বলতে যা বোঝায়, তা নেই একেবারে। কারণ তার বাচ্চা হয় না। সমস্যাটা যদিও তার নিজের নয়, সমস্যাটা স্বামীর। কিন্তু বাচ্চা না হওয়ার সমস্ত দোষ বহন করতে হচ্ছে তাকেই। এসব সংকট কাঁধে নিয়েই ওই নারী খুঁজে বেড়াচ্ছে এমন জীবন, যে জীবন একান্তই তার নিজের।
মোটা দাগে এটাই মিথিলার আগামী চরিত্র। সেপ্টেম্বরের মাঝামাঝিতে এই চরিত্র হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন মিথিলা। কলকাতার নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। ছবির নাম ‘আ রিভার ইন হ্যাভেন’। নিমার্তা রিঙ্গো বানাচ্ছেন ছবিটি। এতে সন্তান না হওয়া এক সংগ্রামী স্ত্রীর চরিত্রে অভিনয়ের খবর জানিয়েছেন মিথিলা।
মিথিলা বলেন, ‘সন্তান না হওয়া নিয়ে তাঁর ওপর সামাজিক-পারিবারিক চাপ রয়েছে। প্রতিনিয়ত মানসিক টানাপোড়েনের ভেতর দিয়ে যেতে হয় তাঁকে। চরিত্রটির মাধ্যমে পিতৃতান্ত্রিক সমাজের প্রতিচ্ছবিও উঠে আসবে।’ কিন্তু ছবিটির নামের সঙ্গে কীভাবে জুড়ে গেল নদীর গল্প—এ প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, ‘এই ছবির চিত্রনাট্য অনেকটা নদীর ধারার মতো। চারপাশ থেকে সব নদী এসে গঙ্গায় মিশে যাওয়ার মতো।’
ছবিতে মিথিলা ছাড়াও অভিনয় করবেন দেবশংকর হালদার, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তনিষ্ঠা বিশ্বাস, ববি চক্রবর্তীসহ অনেকে। পরিচালক রিঙ্গো জানান, গঙ্গাসাগর মেলার কিছু সত্য ঘটনা নিয়ে ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুটিং করবেন কলকাতা, বেনারস ও হালিশহরে। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ‘আ রিভার ইন হ্যাভেন’।
যত দিনে এ ছবির শুটিং শুরু হবে, তত দিনে ‘মায়া’র ডাবিং শেষ হয়ে যাবে মিথিলার। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ ছবি দিয়েই টালিউডের ছবিতে অভিনয় শুরু করেন মিথিলা। উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে বোনা হয়েছে ‘মায়া’র গল্প।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে