বিনোদন ডেস্ক
শুধু ভালো অভিনেতা নন, নিজের অনাড়ম্বর জীবনযাপনের জন্যও দর্শকদের কাছে পরিচিত ফাহাদ ফাসিল। সম্প্রতি এই মালয়ালম অভিনেতার বাটন ফোন নিয়ে বেশ আলোচনা হয়। ২৫ জুলাই মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘মারিসান’। মুক্তি উপলক্ষে গত সপ্তাহে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফাহাদ ফাসিল। ওই সময় তাঁকে একটি ফিচার ফোন ব্যবহার করতে দেখা যায়।
সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে ফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। অভিনেতা বলেন, ‘এক বছর ধরে আমি ডাম্ব ফোন ব্যবহার করছি। আমার পরিকল্পনা হচ্ছে, আগামী দুই বছরের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা ছেড়ে দেওয়া। শুধু ই-মেইলেই পাওয়া যাবে আমাকে। আমার স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। যদিও আমি নিশ্চিত নই, এটা শেষ পর্যন্ত সম্ভব হবে কি না!’
ফাহাদ ফাসিল জানিয়েছেন, স্মার্টফোন ব্যবহার না করলেও তিনি ইন্টারনেট থেকে একেবারেই দূরে নন। প্রয়োজন হলে কম্পিউটার কিংবা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করেন। তবে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় তিনি নেই। অভিনেতা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক আগে ছিলাম। তখনো আমি এটা খুব ভালো ব্যবহার করতে পারতাম না। কী পোস্ট করতে হবে, কী কমেন্ট করতে হবে—জানতাম না। তবে আমার ব্যক্তিগত জীবনযাপনের কিছু যেন পোস্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকতাম।’
ফাহাদ ফাসিল এখন চেষ্টা করছেন সময়কে সর্বোচ্চ কাজে লাগাতে। নিজের জীবনকে রুটিনে আনার চেষ্টা করছেন, যাতে আরও বেশি কাজ করতে পারেন। কোনো ধরনের অপ্রয়োজনীয় বিষয় যেন তাঁর মনোযোগ কেড়ে নিতে না পারে। তবে সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার কারণে নতুন প্রজন্মের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় কি তিনি পান না? ফাহাদ ফাসিলের স্পষ্ট উত্তর, ‘যেদিন থেকে আমি খারাপ সিনেমা করা শুরু করব, শুধু তখনই আমি বিচ্ছিন্ন হয়ে পড়ব। অন্য কোনো কিছুই আমাকে দর্শকদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।’
শুধু ভালো অভিনেতা নন, নিজের অনাড়ম্বর জীবনযাপনের জন্যও দর্শকদের কাছে পরিচিত ফাহাদ ফাসিল। সম্প্রতি এই মালয়ালম অভিনেতার বাটন ফোন নিয়ে বেশ আলোচনা হয়। ২৫ জুলাই মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘মারিসান’। মুক্তি উপলক্ষে গত সপ্তাহে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফাহাদ ফাসিল। ওই সময় তাঁকে একটি ফিচার ফোন ব্যবহার করতে দেখা যায়।
সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে ফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। অভিনেতা বলেন, ‘এক বছর ধরে আমি ডাম্ব ফোন ব্যবহার করছি। আমার পরিকল্পনা হচ্ছে, আগামী দুই বছরের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা ছেড়ে দেওয়া। শুধু ই-মেইলেই পাওয়া যাবে আমাকে। আমার স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। যদিও আমি নিশ্চিত নই, এটা শেষ পর্যন্ত সম্ভব হবে কি না!’
ফাহাদ ফাসিল জানিয়েছেন, স্মার্টফোন ব্যবহার না করলেও তিনি ইন্টারনেট থেকে একেবারেই দূরে নন। প্রয়োজন হলে কম্পিউটার কিংবা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করেন। তবে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় তিনি নেই। অভিনেতা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক আগে ছিলাম। তখনো আমি এটা খুব ভালো ব্যবহার করতে পারতাম না। কী পোস্ট করতে হবে, কী কমেন্ট করতে হবে—জানতাম না। তবে আমার ব্যক্তিগত জীবনযাপনের কিছু যেন পোস্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকতাম।’
ফাহাদ ফাসিল এখন চেষ্টা করছেন সময়কে সর্বোচ্চ কাজে লাগাতে। নিজের জীবনকে রুটিনে আনার চেষ্টা করছেন, যাতে আরও বেশি কাজ করতে পারেন। কোনো ধরনের অপ্রয়োজনীয় বিষয় যেন তাঁর মনোযোগ কেড়ে নিতে না পারে। তবে সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার কারণে নতুন প্রজন্মের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় কি তিনি পান না? ফাহাদ ফাসিলের স্পষ্ট উত্তর, ‘যেদিন থেকে আমি খারাপ সিনেমা করা শুরু করব, শুধু তখনই আমি বিচ্ছিন্ন হয়ে পড়ব। অন্য কোনো কিছুই আমাকে দর্শকদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।’

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৭ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
৭ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
৭ ঘণ্টা আগে