
আজ ভারতে মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এ উপলক্ষে ভারতের দিল্লি, মুম্বাই, কলকাতাসহ বিভিন্ন শহরের অলিগলিতে ছড়িয়ে পড়েছে মুজিব-এর পোস্টার ও ব্যানার। বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতে মুক্তি দেওয়া হচ্ছে মুজিব। সঙ্গে থাকছে ইংরেজি সাবটাইটেল।
সিনেমা মুক্তি উপলক্ষে বুধবার রাতে মুম্বাইয়ের ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমা থিয়েটার হলে আয়োজন করা হয় মুজিব সিনেমার বিশেষ প্রদর্শনী। উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ, অদিতি রাও হায়দারি, শান্তনু মৈত্র, রাজিত কাপুর, শ্রেয়া ঘোষাল, দিব্যা দত্ত, সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ। আরও ছিলেন বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের দুই ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও প্রতুল কুমার।
সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুজিব সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল বলেন, ‘এই সিনেমার নির্মাণকাজটি আমি বেশ উপভোগ করেছি। আমি সম্মানিত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিবের কন্যা সিনেমাটি পছন্দ করেছেন।’
বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ বলেন, ‘শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে এটা আমার চার বছরের জার্নি। যেটা আমি সারা জীবন মনে রাখব। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। এটা যদিও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, কিন্তু এখানে এমন অনেক কিছু আছে, যা দেখে বুঝতে পারবেন দুই দেশ পরস্পরের জন্য কত কী করেছে।’
এ ছাড়া গতকাল দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণ, ন্যাশনাল ডেভেলপমেন্ট করপোরেশনের (এনএফডিসি) সিরি ফোর্ট অডিটরিয়াম ও কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশের সিনেপোলিস অ্যাক্রোপলিস মলে আয়োজন করা হয় মুজিব-এর বিশেষ প্রদর্শনী। সেখানেও হাজির হন ভারত সরকারের আমন্ত্রিত অতিথি ও সিনেমার কলাকুশলীরা।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এ সিনেমাটি ভারতে পরিবেশনার দায়িত্বে রয়েছে প্যানোরামা স্টুডিওজ ইন্টারন্যাশনাল। মুজিব সিনেমায় আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, চঞ্চল চৌধুরী প্রমুখ।

আজ ভারতে মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এ উপলক্ষে ভারতের দিল্লি, মুম্বাই, কলকাতাসহ বিভিন্ন শহরের অলিগলিতে ছড়িয়ে পড়েছে মুজিব-এর পোস্টার ও ব্যানার। বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতে মুক্তি দেওয়া হচ্ছে মুজিব। সঙ্গে থাকছে ইংরেজি সাবটাইটেল।
সিনেমা মুক্তি উপলক্ষে বুধবার রাতে মুম্বাইয়ের ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমা থিয়েটার হলে আয়োজন করা হয় মুজিব সিনেমার বিশেষ প্রদর্শনী। উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ, অদিতি রাও হায়দারি, শান্তনু মৈত্র, রাজিত কাপুর, শ্রেয়া ঘোষাল, দিব্যা দত্ত, সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ। আরও ছিলেন বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের দুই ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও প্রতুল কুমার।
সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুজিব সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল বলেন, ‘এই সিনেমার নির্মাণকাজটি আমি বেশ উপভোগ করেছি। আমি সম্মানিত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিবের কন্যা সিনেমাটি পছন্দ করেছেন।’
বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ বলেন, ‘শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে এটা আমার চার বছরের জার্নি। যেটা আমি সারা জীবন মনে রাখব। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। এটা যদিও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, কিন্তু এখানে এমন অনেক কিছু আছে, যা দেখে বুঝতে পারবেন দুই দেশ পরস্পরের জন্য কত কী করেছে।’
এ ছাড়া গতকাল দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণ, ন্যাশনাল ডেভেলপমেন্ট করপোরেশনের (এনএফডিসি) সিরি ফোর্ট অডিটরিয়াম ও কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশের সিনেপোলিস অ্যাক্রোপলিস মলে আয়োজন করা হয় মুজিব-এর বিশেষ প্রদর্শনী। সেখানেও হাজির হন ভারত সরকারের আমন্ত্রিত অতিথি ও সিনেমার কলাকুশলীরা।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এ সিনেমাটি ভারতে পরিবেশনার দায়িত্বে রয়েছে প্যানোরামা স্টুডিওজ ইন্টারন্যাশনাল। মুজিব সিনেমায় আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, চঞ্চল চৌধুরী প্রমুখ।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৭ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৭ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৭ ঘণ্টা আগে