
হংকংয়ের একটি গ্রাম থেকে দেশটির জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অ্যাবি চোইয়ের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে একটি বাড়ির ফ্রিজের ভেতর রাখা ছিল তাঁর শরীরের টুকরো, খাবারের পাত্রে মিলেছে মাথার খুলি। সম্প্রতি এমন নৃশংসভাবেই হত্যা করা হয়েছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অ্যাবি চোইকে। এ ঘটনায় অ্যাবির সাবেক স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।
হংকং পুলিশ জানিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন চোই। এরপর গত শুক্রবার হংকংয়ের শহরতলি লুং মেই সুয়েনের কোয়াং কাউয়ের ভাড়া বাড়ির ফ্রিজের মধ্যে থেকে পুলিশ তাঁর টুকরো টুকরো দেহ উদ্ধার করে।
পুলিশ আরও বলেছে, তিনতলা ওই বাড়ির নিচতলাটি যেন অস্থায়ী কসাইয়ের দোকানে পরিণত হয়েছিল। ওই বাড়িতে একটি মাংসের স্লাইসার, একটি বৈদ্যুতিক করাত এবং কিছু পোশাকও পাওয়া গেছে।
এই ঘটনার পর গত রোববার চোইয়ের মাথা পাওয়া গিয়েছিল বাড়ির রান্নার পাত্রে। মাথার অংশে একটি আঘাতের চিহ্ন দেখেই পুলিশের সন্দেহ হয় তাকে জোরে আঘাত করা হয়েছে। আর এরপরেই ফ্রিজে মেলে চোইয়ের টুকরো দেহ।
তদন্তকারী কর্মকর্তারা ওই বাড়ি থেকে একটি মাথার খুলি, বেশ কয়েকটি পাঁজর এবং মাথার চুল উদ্ধার করেন। তবে চোইয়ের হাত ও শরীরের আরও বেশ কিছু অংশ এখনো খুঁজে পাওয়া যায়নি।
চোইকে খুনের অভিযোগ উঠেছে অভিনেত্রীর প্রাক্তন স্বামী অ্যালেক্স কোয়াং, শ্বশুর কোং কাউ ও দেবর অ্যান্টনি কোয়াংয়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, চোইয়ের প্রাক্তন স্বামীর সঙ্গে টাকা পয়সা নিয়ে সমস্যা চলছিল অনেক দিন ধরে। চোইয়ের মৃত্যুর ঘটনাকে চলতি বছরের সব থেকে মর্মান্তিক খুনের ঘটনা বলে মনে করছে হংকং পুলিশ। অপরাধীরা যেন কোনোভাবেই জামিন না পান, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সম্প্রতি অ্যাবি চোই জনপ্রিয় ম্যাগাজিন ভোগ চায়নার প্রচ্ছদজুড়ে মডেল হয়েছিলেন। এ অভিনেত্রী কোরিয়ান ‘মোর দ্যান ফ্যামিলি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন।

হংকংয়ের একটি গ্রাম থেকে দেশটির জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অ্যাবি চোইয়ের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে একটি বাড়ির ফ্রিজের ভেতর রাখা ছিল তাঁর শরীরের টুকরো, খাবারের পাত্রে মিলেছে মাথার খুলি। সম্প্রতি এমন নৃশংসভাবেই হত্যা করা হয়েছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অ্যাবি চোইকে। এ ঘটনায় অ্যাবির সাবেক স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।
হংকং পুলিশ জানিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন চোই। এরপর গত শুক্রবার হংকংয়ের শহরতলি লুং মেই সুয়েনের কোয়াং কাউয়ের ভাড়া বাড়ির ফ্রিজের মধ্যে থেকে পুলিশ তাঁর টুকরো টুকরো দেহ উদ্ধার করে।
পুলিশ আরও বলেছে, তিনতলা ওই বাড়ির নিচতলাটি যেন অস্থায়ী কসাইয়ের দোকানে পরিণত হয়েছিল। ওই বাড়িতে একটি মাংসের স্লাইসার, একটি বৈদ্যুতিক করাত এবং কিছু পোশাকও পাওয়া গেছে।
এই ঘটনার পর গত রোববার চোইয়ের মাথা পাওয়া গিয়েছিল বাড়ির রান্নার পাত্রে। মাথার অংশে একটি আঘাতের চিহ্ন দেখেই পুলিশের সন্দেহ হয় তাকে জোরে আঘাত করা হয়েছে। আর এরপরেই ফ্রিজে মেলে চোইয়ের টুকরো দেহ।
তদন্তকারী কর্মকর্তারা ওই বাড়ি থেকে একটি মাথার খুলি, বেশ কয়েকটি পাঁজর এবং মাথার চুল উদ্ধার করেন। তবে চোইয়ের হাত ও শরীরের আরও বেশ কিছু অংশ এখনো খুঁজে পাওয়া যায়নি।
চোইকে খুনের অভিযোগ উঠেছে অভিনেত্রীর প্রাক্তন স্বামী অ্যালেক্স কোয়াং, শ্বশুর কোং কাউ ও দেবর অ্যান্টনি কোয়াংয়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, চোইয়ের প্রাক্তন স্বামীর সঙ্গে টাকা পয়সা নিয়ে সমস্যা চলছিল অনেক দিন ধরে। চোইয়ের মৃত্যুর ঘটনাকে চলতি বছরের সব থেকে মর্মান্তিক খুনের ঘটনা বলে মনে করছে হংকং পুলিশ। অপরাধীরা যেন কোনোভাবেই জামিন না পান, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সম্প্রতি অ্যাবি চোই জনপ্রিয় ম্যাগাজিন ভোগ চায়নার প্রচ্ছদজুড়ে মডেল হয়েছিলেন। এ অভিনেত্রী কোরিয়ান ‘মোর দ্যান ফ্যামিলি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৪ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৪ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৪ ঘণ্টা আগে