বিনোদন প্রতিবেদক, ঢাকা

একাধিকবার তারিখ পরিবর্তনের পর ঘোষণা করা হয়েছিল ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিলডাকিনি’। শেষ মুহূর্তে আবারও পিছিয়ে গেল সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ফজলুল কবীর তুহিন।
মুক্তি স্থগিতের কারণ জানতে চাইলে নির্মাতা জানান, অনিবার্য কারণে বিলডাকিনির মুক্তি স্থগিত করা হয়েছে। মুক্তি পিছিয়ে দিলেও নতুন তারিখ ঘোষণা করা হয়নি। কয়েক দিন আগেই বিলডাকিনি পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। গত সোমবার ফজলুল কবীর তুহিন বলেন, ‘কয়েক মাস ধরেই একটা অস্থির সময়ের মধ্যে যাচ্ছি আমরা। এই সময় দর্শকেরা হলমুখী নন। পরিবেশকেরাও বিষয়টি নিয়ে চিন্তার কথা জানিয়েছেন। তাই নতুন করে ভাবতে হচ্ছে।’
কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমা। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। তার বাবা কট্টরপন্থীদের হাতে খুন হয়েছে। এক লেখকের আশ্রয়ে বড় হয় মানিক। একদিন সেই লেখকও খুন হলে বিনা দোষে জেল খাটতে হয় মানিককে।

পার্নোর চরিত্রের নাম হানুফা। সে গল্পের প্রধান চরিত্র। খুনের দায়ে তাঁর স্বামীকে জেলে পাঠায় স্থানীয় চেয়ারম্যান। ধর্ষণ করে হানুফাকে। হানুফা সন্তানসম্ভবা হয়ে পড়লে সমাজে একঘরে করে রাখা হয় তাকে। হানুফার পাশে দাঁড়ায় মানিক মাঝি।
মোশাররফ করিম-পার্নো মিত্র ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিক প্রমুখ।

একাধিকবার তারিখ পরিবর্তনের পর ঘোষণা করা হয়েছিল ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিলডাকিনি’। শেষ মুহূর্তে আবারও পিছিয়ে গেল সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ফজলুল কবীর তুহিন।
মুক্তি স্থগিতের কারণ জানতে চাইলে নির্মাতা জানান, অনিবার্য কারণে বিলডাকিনির মুক্তি স্থগিত করা হয়েছে। মুক্তি পিছিয়ে দিলেও নতুন তারিখ ঘোষণা করা হয়নি। কয়েক দিন আগেই বিলডাকিনি পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। গত সোমবার ফজলুল কবীর তুহিন বলেন, ‘কয়েক মাস ধরেই একটা অস্থির সময়ের মধ্যে যাচ্ছি আমরা। এই সময় দর্শকেরা হলমুখী নন। পরিবেশকেরাও বিষয়টি নিয়ে চিন্তার কথা জানিয়েছেন। তাই নতুন করে ভাবতে হচ্ছে।’
কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমা। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। তার বাবা কট্টরপন্থীদের হাতে খুন হয়েছে। এক লেখকের আশ্রয়ে বড় হয় মানিক। একদিন সেই লেখকও খুন হলে বিনা দোষে জেল খাটতে হয় মানিককে।

পার্নোর চরিত্রের নাম হানুফা। সে গল্পের প্রধান চরিত্র। খুনের দায়ে তাঁর স্বামীকে জেলে পাঠায় স্থানীয় চেয়ারম্যান। ধর্ষণ করে হানুফাকে। হানুফা সন্তানসম্ভবা হয়ে পড়লে সমাজে একঘরে করে রাখা হয় তাকে। হানুফার পাশে দাঁড়ায় মানিক মাঝি।
মোশাররফ করিম-পার্নো মিত্র ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিক প্রমুখ।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১৫ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৫ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১৫ ঘণ্টা আগে