
যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের বিরুদ্ধে প্রতিযোগী ও বিজয়ীদের হয়রানির অভিযোগ যেন বাড়ছেই। কয়েক দিন আগে ‘মানসিক স্বাস্থ্যের’ কারণ দেখিয়ে সেরা সুন্দরীর মুকুট ফিরিয়ে দেন মিস ইউএস নোয়েলিয়া ভয়েট। তারপর খেতাব ফেরান মিস টিন ইউএস সুন্দরী উমাসোফিয়া শ্রীবাস্তবা। এবার খেতাব ফেরালেন প্রতিযোগিতার প্রথম রানারআপ স্টেফানি স্কিনার।
স্টেফানি স্কিনার নিউ ইয়র্ক পোস্টকে বলেন, ‘সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে এটিই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে। আমি ১২ বছর বয়স থেকে এর জন্য পরিশ্রম করেছি। জন্মদিন, বিভিন্ন ইভেন্ট এমনকি স্কুলের প্রশিক্ষণও এর জন্য ত্যাগ করেছি। আমার সব সময় উৎসর্গ করেছি।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমি মিস টিন ইউএসএ ২০২৩-এর খেতাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি সহজ সিদ্ধান্ত ছিল না একেবারেই। কিন্তু আমি আমার স্বপ্নের প্রতি সম্মানের আশা করি। কারণ এই টাইটেল আমি কখনোই আমাকে জোর করে দিতে বলিনি।’
কারণ খোলাসা না করলেও স্কিনার জানিয়েছেন, থাইল্যান্ডে একটি গবেষণাগারে নিজের ভবিষ্যৎ গড়ার সুযোগ পেয়েছেন তিনি, এর জন্য পুরো গ্রীষ্মকাল তাঁকে সেখানে থাকতে হবে।
নোয়েলিয়া ও উমাসোফিয়ার খেতাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যদিও, আমি সঠিক কারণ জানি না কেন তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমি তাঁদের অফুরন্ত ভালোবাসা ও সমর্থন পাঠাচ্ছি। আমি এটা জানি, আমার মূল মূল্যবোধ হলো সততা, সম্মান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমি সব সময় নারীর পাশে দাঁড়াব।’
প্রসঙ্গত, গত ৮ মে ২০২৩ সালের মিস টিন ইউএসএ উমাসোফিয়া শ্রীবাস্তবা মুকুট ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানান। খেতাব ফিরিয়ে দেওয়ার পেছনে ‘আয়োজক সংস্থার কর্মকাণ্ডের সঙ্গে নিজের মূল্যবোধ সাংঘর্ষিক হওয়ায়’ কথা তুলে ধরেন উমাসোফিয়া শ্রীবাস্তবা। এর কদিন আগে ‘মানসিক স্বাস্থ্যের’ কারণ দেখিয়ে সেরা সুন্দরীর মুকুট ফিরিয়ে দেন মিস ইউএস নোয়েলিয়া ভয়েট।

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
১১ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
১৪ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
২১ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১ দিন আগে