অনলাইন ডেস্ক
সিনেমা ইন্ডাস্ট্রিতে কাপুর পরিবারের দাপট কমবেশি সবারই জানা। কয়েক প্রজন্ম ধরে বলিউডে সরব উপস্থিতি কাপুর পরিবারের। তৈরি হয়েছে একের পর এক তারকা। ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবর্ষ পূর্তি। এ উপলক্ষে দিল্লিতে শুরু হচ্ছে রাজ কাপুর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসব। সেই চলচ্চিত্র উৎসবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পৌঁছে গিয়েছিল কাপুর পরিবার।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গিয়েছিলেন রণবীর কাপুর, কারিনা কাপুর খান, নীতু কাপুর, আলিয়া ভাট, সাইফ আলী খানসহ আরও অনেকে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে নাকি বেশ ভীত ছিল কাপুর পরিবার। নিজেই এ কথা জানিয়েছেন রণবীর। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে কাপুর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়েছেন।
রণবীর বলেছেন, ‘কাপুর পরিবারের জন্য বিশেষ দিন আজ। প্রধানমন্ত্রী এদিন আমাদের তাঁর মূল্যবান সময় দিয়েছেন। শ্রী রাজ কাপুরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই সাক্ষাতের জন্য আমি কৃতজ্ঞ থাকব। তাঁর সঙ্গে কথোপকথনে খুব আনন্দ পেয়েছি আমরা। আমরা তাঁকে অনেক ব্যক্তিগত প্রশ্নও করেছি।’
প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে রণবীর বলেন, ‘আমরা ভেতর থেকে খুব ভয়ে ছিলাম। কিন্তু তিনি খুবই আন্তরিক ও ভালো। অল্প সময়ের মধ্যেই আমরা স্বচ্ছন্দ বোধ করছিলাম। তাঁকে অসংখ্য ধন্যবাদ।’
অভিজ্ঞতা জানিয়ে কারিনা কাপুর বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে বসা এবং তাঁর সঙ্গে কথা বলা আমার স্বপ্ন ছিল। তিনি খুবই ইতিবাচক মানুষ। সত্যিই তিনি বিশ্বনেতা।’
প্রধানমন্ত্রীর থেকে তাঁর অটোগ্রাফও নিয়ে এসেছেন কারিনা ছেলে তৈমুর ও জেহের জন্য। সেই মুহূর্তের ছবি পোস্ট করে কারিনা লিখেছেন, ‘মোদিজিকে অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর দুপুরটার জন্য। তাঁর উষ্ণ অভ্যর্থনায় আমরা আপ্লুত।’
কারিনা এ-ও লিখেছেন, ‘এ বছর রাজ কাপুরের শততম জন্মবার্ষিকী উদ্যাপন করছি আমরা। তাঁর চিন্তাভাবনা, ভারতীয় সিনেমায় তাঁর অবদান, তাঁর ঐতিহ্য আমাদের অনুপ্রাণিত করছে প্রজন্মের পর প্রজন্ম ধরে, ভবিষ্যতেও করবে। তাঁর ছবিগুলো নিয়ে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে, আমরা গর্বিত।’
সিনেমা ইন্ডাস্ট্রিতে কাপুর পরিবারের দাপট কমবেশি সবারই জানা। কয়েক প্রজন্ম ধরে বলিউডে সরব উপস্থিতি কাপুর পরিবারের। তৈরি হয়েছে একের পর এক তারকা। ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবর্ষ পূর্তি। এ উপলক্ষে দিল্লিতে শুরু হচ্ছে রাজ কাপুর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসব। সেই চলচ্চিত্র উৎসবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পৌঁছে গিয়েছিল কাপুর পরিবার।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গিয়েছিলেন রণবীর কাপুর, কারিনা কাপুর খান, নীতু কাপুর, আলিয়া ভাট, সাইফ আলী খানসহ আরও অনেকে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে নাকি বেশ ভীত ছিল কাপুর পরিবার। নিজেই এ কথা জানিয়েছেন রণবীর। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে কাপুর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়েছেন।
রণবীর বলেছেন, ‘কাপুর পরিবারের জন্য বিশেষ দিন আজ। প্রধানমন্ত্রী এদিন আমাদের তাঁর মূল্যবান সময় দিয়েছেন। শ্রী রাজ কাপুরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই সাক্ষাতের জন্য আমি কৃতজ্ঞ থাকব। তাঁর সঙ্গে কথোপকথনে খুব আনন্দ পেয়েছি আমরা। আমরা তাঁকে অনেক ব্যক্তিগত প্রশ্নও করেছি।’
প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে রণবীর বলেন, ‘আমরা ভেতর থেকে খুব ভয়ে ছিলাম। কিন্তু তিনি খুবই আন্তরিক ও ভালো। অল্প সময়ের মধ্যেই আমরা স্বচ্ছন্দ বোধ করছিলাম। তাঁকে অসংখ্য ধন্যবাদ।’
অভিজ্ঞতা জানিয়ে কারিনা কাপুর বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে বসা এবং তাঁর সঙ্গে কথা বলা আমার স্বপ্ন ছিল। তিনি খুবই ইতিবাচক মানুষ। সত্যিই তিনি বিশ্বনেতা।’
প্রধানমন্ত্রীর থেকে তাঁর অটোগ্রাফও নিয়ে এসেছেন কারিনা ছেলে তৈমুর ও জেহের জন্য। সেই মুহূর্তের ছবি পোস্ট করে কারিনা লিখেছেন, ‘মোদিজিকে অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর দুপুরটার জন্য। তাঁর উষ্ণ অভ্যর্থনায় আমরা আপ্লুত।’
কারিনা এ-ও লিখেছেন, ‘এ বছর রাজ কাপুরের শততম জন্মবার্ষিকী উদ্যাপন করছি আমরা। তাঁর চিন্তাভাবনা, ভারতীয় সিনেমায় তাঁর অবদান, তাঁর ঐতিহ্য আমাদের অনুপ্রাণিত করছে প্রজন্মের পর প্রজন্ম ধরে, ভবিষ্যতেও করবে। তাঁর ছবিগুলো নিয়ে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে, আমরা গর্বিত।’
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১৩ ঘণ্টা আগেসাইফ এখন অনেকটাই সুস্থ আছেন। তাঁকে আইসিইউ থেকে নরমাল বেডে নেওয়া হয়েছে। হাঁটাচলাও করেছেন তিনি। প্যারালাইজড হওয়ার কোনো আশঙ্কা আপাতত নেই। সব ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন অভিনেতা।
১৫ ঘণ্টা আগেচিত্রনায়িকা পরীমণির প্রথম টালিউড সিনেমা ‘ফেলুবক্সী’। থ্রিলার ঘরানার গোয়েন্দা গল্পে সিনেমাটি বানিয়েছেন দেবরাজ সিনহা। গত বছর হয়েছে সিনেমার শুটিং। শুরু থেকেই ফেলুবক্সী নিয়ে এক্সাইটেড ছিলেন পরী। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত সিনেমার আপডেট দিয়েছেন। অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে। আজ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে
১ দিন আগেনিজের সংগীত পরিচালনায় গত বছর নতুন মিউজিক সেশন শুরু করেন সংগীত পরিচালক ও চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল আরিন। নাম দিয়েছেন ‘লিভিং রুম সেশন’। প্রথম সিজনে ছিল ৮ শিল্পীর ৯টি গান। শুরু হচ্ছে লিভিং রুম সেশনের দ্বিতীয় সিজন। এবার আন্তর্জাতিক রূপ পেতে যাচ্ছে সংগীতের এ প্ল্যাটফর্ম। ১৫ দেশের মিউজিশিয়ানদের সঙ্গে
১ দিন আগে