
উপমহাদেশের অন্যতম চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই)। ২০ নভেম্বর থেকে গোয়ায় বসছে উৎসবের ৫২তম আসর। এ উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন পিকক’-এর জন্য লড়বে বাংলাদেশের ছবি ‘পায়ের তলায় মাটি নাই’।
গতকাল শুক্রবার উৎসবে এ বছরের ছবিগুলোর নাম ঘোষণা করেছে আইএফএফআই। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের ৫২তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বিভিন্ন দেশের ১৫টি ছবি রয়েছে। যে ছবিগুলো উৎসবের সর্বোচ্চ পুরস্কারসহ অন্য পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে। এর মধ্যে বাংলাদেশ থেকে রয়েছে মোহাম্মদ রাব্বি মৃধার পরিচালিত প্রথম ছবি পায়ের তলায় মাটি নাই।
এ ছাড়া উৎসবের মূল পর্বে রয়েছে ফিনল্যান্ডের ‘অ্যানি ডে নাউ’, আমেরিকার ‘ল্যান্ড অব ড্রিমস’, পোল্যান্ডের ‘লিডার’, রাশিয়ার ‘মস্কো ডাজ নট হেপেন’, জাপানের ‘রিং ওয়ান্ডারিং’ ও ভারতের ৩টিসহ মোট ১৫টি ছবি।
আইএফএফআইয়ের মূল প্রতিযোগিতায় পায়ের তলায় মাটি নাই ঠাঁই করে নেওয়ায় উচ্ছ্বসিত প্রযোজক ও নির্মাতা আবু শাহেদ ইমন। তিনি বলেন, ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ফেস্টিভ্যাল এটি। বিশ্ববাজারে বাংলাদেশের নতুন ধরনের ছবির যে জোয়ার বইছে, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া তারই প্রতিফল। এর আগে বুসান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেয়েছিল পায়ের তলায় মাটি নাই। এবার আইএফএফআইয়ের মূল প্রতিযোগিতায় আমেরিকান, রাশিয়ানসহ অন্যান্য দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতার সুযোগ পেল। প্রতিযোগিতায় বিজয়ী হলে ৪০ লাখ রুপি পুরস্কার জিতবে ছবিটি।
ছবিটি প্রযোজনা করেছেন নির্মাতা ও প্রযোজক আবু শাহেদ ইমন। বক্স অফিস নিবেদিত এবং গল্পরাজ্য ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্সের তাহরিমা খান।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিন প্রমুখ।

উপমহাদেশের অন্যতম চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই)। ২০ নভেম্বর থেকে গোয়ায় বসছে উৎসবের ৫২তম আসর। এ উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন পিকক’-এর জন্য লড়বে বাংলাদেশের ছবি ‘পায়ের তলায় মাটি নাই’।
গতকাল শুক্রবার উৎসবে এ বছরের ছবিগুলোর নাম ঘোষণা করেছে আইএফএফআই। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের ৫২তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বিভিন্ন দেশের ১৫টি ছবি রয়েছে। যে ছবিগুলো উৎসবের সর্বোচ্চ পুরস্কারসহ অন্য পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে। এর মধ্যে বাংলাদেশ থেকে রয়েছে মোহাম্মদ রাব্বি মৃধার পরিচালিত প্রথম ছবি পায়ের তলায় মাটি নাই।
এ ছাড়া উৎসবের মূল পর্বে রয়েছে ফিনল্যান্ডের ‘অ্যানি ডে নাউ’, আমেরিকার ‘ল্যান্ড অব ড্রিমস’, পোল্যান্ডের ‘লিডার’, রাশিয়ার ‘মস্কো ডাজ নট হেপেন’, জাপানের ‘রিং ওয়ান্ডারিং’ ও ভারতের ৩টিসহ মোট ১৫টি ছবি।
আইএফএফআইয়ের মূল প্রতিযোগিতায় পায়ের তলায় মাটি নাই ঠাঁই করে নেওয়ায় উচ্ছ্বসিত প্রযোজক ও নির্মাতা আবু শাহেদ ইমন। তিনি বলেন, ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ফেস্টিভ্যাল এটি। বিশ্ববাজারে বাংলাদেশের নতুন ধরনের ছবির যে জোয়ার বইছে, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া তারই প্রতিফল। এর আগে বুসান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেয়েছিল পায়ের তলায় মাটি নাই। এবার আইএফএফআইয়ের মূল প্রতিযোগিতায় আমেরিকান, রাশিয়ানসহ অন্যান্য দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতার সুযোগ পেল। প্রতিযোগিতায় বিজয়ী হলে ৪০ লাখ রুপি পুরস্কার জিতবে ছবিটি।
ছবিটি প্রযোজনা করেছেন নির্মাতা ও প্রযোজক আবু শাহেদ ইমন। বক্স অফিস নিবেদিত এবং গল্পরাজ্য ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্সের তাহরিমা খান।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিন প্রমুখ।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
২৪ মিনিট আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
২৮ মিনিট আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৩২ মিনিট আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৪৪ মিনিট আগে