বিনোদন প্রতিবেদক

এবার মেয়ের মা হলেন পরীমণি। মেয়ের বয়স ছয় দিন। তাকে দত্তক নিয়েছেন পরী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। গতকাল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে পরীমণি লিখেছেন, ‘আমার মেয়ে এল ঘরে। আমার মেয়ে, সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ছয় দিন হল ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে।’
পরীমণি জানিয়েছেন, বিধি মোতাবেক মেয়েকে দত্তক নিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তা মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এল। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে।’
মেয়ে দত্তক নেওয়ার খবর জানালেও এখনই তার ছবি প্রকাশ করতে চান না জানিয়ে পরী লিখেছেন, ‘ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো...আর কিছুদিন যাক।’
পরী জানিয়েছেন নিজেকে নতুন করে প্রস্তুত করছেন তিনি। উটকো যত ঝামেলা ঝেড়ে ফেলে নতুন করে কাজে ব্যস্ত হতে চান। পরী লিখেছেন, ‘ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজে সামলাচ্ছি। কী করে যে পারি! ছবির কাজ একটানা করতে পারছি না। কিন্তু আমাকে তো এবার আরও কাজ করতে হবে, ছেলে আর মেয়ের জন্য।
এখন আরও বেশি করে কাজে মন দেব। এমন কাজ করতে চাই যাতে আমার ছেলে আর মেয়ে তাদের মাকে নিয়ে গর্ব করতে পারে। …. সবকিছু থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে আর একদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি, তখন মনে হয় পরীমণির আকাশটা বড় হয়ে আসছে।’
পরী এখন ব্যস্ত আছেন হইচইয়ের ‘রঙ্গিলা কিতাব’ সিরিজ নিয়ে। শিগগিরই তিনি শেষ করতে চান ‘প্রীতিলতা’ সিনেমার কাজ।

এবার মেয়ের মা হলেন পরীমণি। মেয়ের বয়স ছয় দিন। তাকে দত্তক নিয়েছেন পরী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। গতকাল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে পরীমণি লিখেছেন, ‘আমার মেয়ে এল ঘরে। আমার মেয়ে, সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ছয় দিন হল ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে।’
পরীমণি জানিয়েছেন, বিধি মোতাবেক মেয়েকে দত্তক নিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তা মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এল। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে।’
মেয়ে দত্তক নেওয়ার খবর জানালেও এখনই তার ছবি প্রকাশ করতে চান না জানিয়ে পরী লিখেছেন, ‘ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো...আর কিছুদিন যাক।’
পরী জানিয়েছেন নিজেকে নতুন করে প্রস্তুত করছেন তিনি। উটকো যত ঝামেলা ঝেড়ে ফেলে নতুন করে কাজে ব্যস্ত হতে চান। পরী লিখেছেন, ‘ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজে সামলাচ্ছি। কী করে যে পারি! ছবির কাজ একটানা করতে পারছি না। কিন্তু আমাকে তো এবার আরও কাজ করতে হবে, ছেলে আর মেয়ের জন্য।
এখন আরও বেশি করে কাজে মন দেব। এমন কাজ করতে চাই যাতে আমার ছেলে আর মেয়ে তাদের মাকে নিয়ে গর্ব করতে পারে। …. সবকিছু থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে আর একদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি, তখন মনে হয় পরীমণির আকাশটা বড় হয়ে আসছে।’
পরী এখন ব্যস্ত আছেন হইচইয়ের ‘রঙ্গিলা কিতাব’ সিরিজ নিয়ে। শিগগিরই তিনি শেষ করতে চান ‘প্রীতিলতা’ সিনেমার কাজ।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে