বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে এক সময় গুম হয়ে উঠেছিল স্বাভাবিক ঘটনার মতো। সংবাদপত্র খুললেই দেখা যেত এমন খবরের ছড়াছড়ি। প্রশাসনের পরিচয় দিয়ে অনেককে বাড়ি থেকে তুলে নেওয়া হতো, তারপর সেই ব্যক্তির হদিস আর মিলত না। তেমনি এক সত্য ঘটনা অবলম্বনে রায়হান রাফী বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। আগামী ১৩ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।
গত শনিবার রাতে প্রকাশ পেয়েছে আমলনামার ট্রেলার। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাদা পোশাকের কালো থাবায় যারা হারিয়ে গেছে, তারা কি আর কখনও ফিরবে?’ ২ মিনিটের ভিডিওটি শুরু হয়েছে কামরুজ্জামান কামুর ‘আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেল প্রভু/ আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু’ কবিতার লাইন দিয়ে। এরপরেই দেখা যায় মধ্যরাতে আইনের লোকের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় পারভীনের স্বামীকে। বলা হয় মাদকের সঙ্গে জড়িত সে।
এরপর স্বামীকে খুঁজতে কঠিন পথে হাঁটতে শুরু করে পারভীন। এদিকে এক দৃশ্যে দেখা যায়, পুলিশ কর্মকর্তা ইমরান জামান পারভীনের স্বামীকে মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। ট্রেলারের শেষে ইমরান জামান চরিত্রটির কণ্ঠে শোনা যায়, ‘কাউরে না কাউরে আমার লাগবে, ওপর থেকে প্রেসার আছে।’ শেষ পর্যন্ত পারভীনের স্বামীর ভাগ্যে কী ঘটেছিল, তা খোলাসা হবে ওয়েব ফিল্মের কাহিনিতে।
রায়হান রাফী বলেন, ‘গল্পটা অনেক বছর আগেই ভাবা। যখনই কোনো ঘটনা আমাকে পীড়া দেয়, তখনই আমি সেটা নিয়ে একটু ঘাটাঘাটির চেষ্টা করি। যে ঘটনাটা নিয়ে এবার কাজ করেছি, সেটা এখনই বলতে পারছি না, কিন্তু ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে এবং কাঁদিয়েছে। এটা অনেক ইমোশনাল গল্প। যখন এটা নিয়ে আগাচ্ছিলাম, তখন চোখে পানি চলে আসছিল। একটি ঘটনা থেকে অনুপ্রেরণা নিলেও সিনেমাটিতে নানা রকমের ঘটনা রয়েছে।’
পুলিশ কর্মকর্তা ইমরান জামান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। আমলনামা দিয়ে দুই বছর পর ওটিটিতে ফিরলেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘সিনেমাটি তৈরি হয়েছে সত্য ঘটনার আলোকে। আমরা যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে সে জন্যই কাজটি করা। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না, সেটা যেন চিন্তা করে।’
পারভীন চরিত্রে অভিনয় করা তমা মির্জা বলেন, ‘দারুণ একটি গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। পারভীন চরিত্রটা আমাকে বুঝিয়ে দেয়ার পর ওই জগৎ থেকে আমি আর বের হতে পারিনি। আমার মনে হচ্ছিল যে, চোখের সামনে সব ঘটছে।’
আমলনামার চিত্রনাট্য লিখেছেন রায়হান রাফী ও এসএম নজরুল ইসলাম। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সারিকা সাবরিন, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা প্রমুখ।
বাংলাদেশে এক সময় গুম হয়ে উঠেছিল স্বাভাবিক ঘটনার মতো। সংবাদপত্র খুললেই দেখা যেত এমন খবরের ছড়াছড়ি। প্রশাসনের পরিচয় দিয়ে অনেককে বাড়ি থেকে তুলে নেওয়া হতো, তারপর সেই ব্যক্তির হদিস আর মিলত না। তেমনি এক সত্য ঘটনা অবলম্বনে রায়হান রাফী বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। আগামী ১৩ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।
গত শনিবার রাতে প্রকাশ পেয়েছে আমলনামার ট্রেলার। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাদা পোশাকের কালো থাবায় যারা হারিয়ে গেছে, তারা কি আর কখনও ফিরবে?’ ২ মিনিটের ভিডিওটি শুরু হয়েছে কামরুজ্জামান কামুর ‘আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেল প্রভু/ আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু’ কবিতার লাইন দিয়ে। এরপরেই দেখা যায় মধ্যরাতে আইনের লোকের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় পারভীনের স্বামীকে। বলা হয় মাদকের সঙ্গে জড়িত সে।
এরপর স্বামীকে খুঁজতে কঠিন পথে হাঁটতে শুরু করে পারভীন। এদিকে এক দৃশ্যে দেখা যায়, পুলিশ কর্মকর্তা ইমরান জামান পারভীনের স্বামীকে মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। ট্রেলারের শেষে ইমরান জামান চরিত্রটির কণ্ঠে শোনা যায়, ‘কাউরে না কাউরে আমার লাগবে, ওপর থেকে প্রেসার আছে।’ শেষ পর্যন্ত পারভীনের স্বামীর ভাগ্যে কী ঘটেছিল, তা খোলাসা হবে ওয়েব ফিল্মের কাহিনিতে।
রায়হান রাফী বলেন, ‘গল্পটা অনেক বছর আগেই ভাবা। যখনই কোনো ঘটনা আমাকে পীড়া দেয়, তখনই আমি সেটা নিয়ে একটু ঘাটাঘাটির চেষ্টা করি। যে ঘটনাটা নিয়ে এবার কাজ করেছি, সেটা এখনই বলতে পারছি না, কিন্তু ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে এবং কাঁদিয়েছে। এটা অনেক ইমোশনাল গল্প। যখন এটা নিয়ে আগাচ্ছিলাম, তখন চোখে পানি চলে আসছিল। একটি ঘটনা থেকে অনুপ্রেরণা নিলেও সিনেমাটিতে নানা রকমের ঘটনা রয়েছে।’
পুলিশ কর্মকর্তা ইমরান জামান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। আমলনামা দিয়ে দুই বছর পর ওটিটিতে ফিরলেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘সিনেমাটি তৈরি হয়েছে সত্য ঘটনার আলোকে। আমরা যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে সে জন্যই কাজটি করা। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না, সেটা যেন চিন্তা করে।’
পারভীন চরিত্রে অভিনয় করা তমা মির্জা বলেন, ‘দারুণ একটি গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। পারভীন চরিত্রটা আমাকে বুঝিয়ে দেয়ার পর ওই জগৎ থেকে আমি আর বের হতে পারিনি। আমার মনে হচ্ছিল যে, চোখের সামনে সব ঘটছে।’
আমলনামার চিত্রনাট্য লিখেছেন রায়হান রাফী ও এসএম নজরুল ইসলাম। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সারিকা সাবরিন, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা প্রমুখ।
অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান গতকাল রোববার রাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে সায়রা বানু ভক্তদের অনুরোধ জানিয়েছেন, তাঁকে যেন ‘প্রাক্তন স্ত্রী’ বলা না হয়!
১ সেকেন্ড আগেদেশে কমছে কনসার্ট, বিপরীতে বিদেশে বাড়ছে দেশের শিল্পীদের কনসার্টের সংখ্যা। রোজার মাস উপলক্ষে মার্চে দেশে নেই কোনো কনসার্টের আয়োজন। রোজার আগেও কনসার্টপ্রেমীদের জন্য সময়টা ভালো যায়নি। সাম্প্রতিক সময়ে দেশের পরিস্থিতি বিবেচনায় স্থগিত হয়েছে একাধিক কনসার্ট। এ নিয়ে শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও...
১ ঘণ্টা আগেম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নিয়মিত দেখা যায় বিদেশি নাগরিকদের। তাঁদের মুখে শোনা যায় বাংলা ভাষার সংলাপ। বাংলাদেশের গ্রামের সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয় করেন তাঁরা। তুলে ধরেন আমাদের লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসংগতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলা ইত্যাদি। দীর্ঘ দুই যুগ ধরে প্রতি..
১ ঘণ্টা আগে‘কৃষ’ সিরিজের সর্বশেষ সিনেমাটি মুক্তি পেয়েছে এক যুগ আগে। হৃতিক রোশনের ভক্তরা তাকিয়ে আছেন, কবে আসবে কৃষের নতুন সিনেমা! নির্মাতা রাকেশ রোশনও অনেক দিন ধরে চাইছেন, এই সুপারহিরোকে আবার পর্দায় নিয়ে আসতে। কিন্তু ‘কৃষ ফোর’ দেখার জন্য দর্শকদের হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে...
২ ঘণ্টা আগে