
চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। আগে কথা বলতে না পারলেও তিনি এখন কথা বলতে পারছেন। তাঁর শারীরিক অবস্থা উন্নতির কারণে আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন। কথা বলছেন, নামাজ পড়ছেন বলেও জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি আরও বলেন, ‘স্বাভাবিক খাবার খাচ্ছেন। হাঁটছেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন, কথা দিয়েছেন।’
জায়েদ যোগ করেন,‘ভাবীর প্রতি অসীম কৃতজ্ঞতা। একজন আদর্শ স্ত্রী। ফারুক ভাই ভাগ্যবান ওনার মত জীবনসঙ্গী পেয়েছেন। সবার কাছে দোয়া চেয়েছেন মিয়া ভাই। সবাই দোয়া করবেন।’
ফারুকের শারীরিক অবস্থা উন্নতির বিষয়টি জানিয়েছেন তাঁর স্ত্রী ফারহানা পাঠানও। চিত্রনায়কের স্ত্রী বলেন, ‘প্রায় ১ মাসের বেশি সময় ধরে কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন লাগবে। তার জন্য সবাই দোয়া করবেন।
গত মার্চের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। ২১ মার্চ থেকে আইসিইউতে ছিলেন ঢাকা-১৭ আসনের এই সাংসদ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চ মাসের প্রথম দিকে সিঙ্গাপুরে যান অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে ভর্তির কয়েক দিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে।
জানা যায়, নায়ক ফারুক গত আট বছর ধরে সিঙ্গাপুরের এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ফারুকের স্ত্রী ফারহানা জানান, মার্চের শেষের দিকে যে অবস্থা তৈরি হয়েছিল, তাতে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিলেন এই নায়ক। এখন সেই আশঙ্কা অনেকটা কেটে গেছে। রক্তচাপ ও মস্তিষ্কে যে সমস্যা ছিল, তা চিকিৎসকেরা নিয়ন্ত্রণে এনেছেন।

চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। আগে কথা বলতে না পারলেও তিনি এখন কথা বলতে পারছেন। তাঁর শারীরিক অবস্থা উন্নতির কারণে আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন। কথা বলছেন, নামাজ পড়ছেন বলেও জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি আরও বলেন, ‘স্বাভাবিক খাবার খাচ্ছেন। হাঁটছেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন, কথা দিয়েছেন।’
জায়েদ যোগ করেন,‘ভাবীর প্রতি অসীম কৃতজ্ঞতা। একজন আদর্শ স্ত্রী। ফারুক ভাই ভাগ্যবান ওনার মত জীবনসঙ্গী পেয়েছেন। সবার কাছে দোয়া চেয়েছেন মিয়া ভাই। সবাই দোয়া করবেন।’
ফারুকের শারীরিক অবস্থা উন্নতির বিষয়টি জানিয়েছেন তাঁর স্ত্রী ফারহানা পাঠানও। চিত্রনায়কের স্ত্রী বলেন, ‘প্রায় ১ মাসের বেশি সময় ধরে কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন লাগবে। তার জন্য সবাই দোয়া করবেন।
গত মার্চের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। ২১ মার্চ থেকে আইসিইউতে ছিলেন ঢাকা-১৭ আসনের এই সাংসদ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চ মাসের প্রথম দিকে সিঙ্গাপুরে যান অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে ভর্তির কয়েক দিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে।
জানা যায়, নায়ক ফারুক গত আট বছর ধরে সিঙ্গাপুরের এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ফারুকের স্ত্রী ফারহানা জানান, মার্চের শেষের দিকে যে অবস্থা তৈরি হয়েছিল, তাতে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিলেন এই নায়ক। এখন সেই আশঙ্কা অনেকটা কেটে গেছে। রক্তচাপ ও মস্তিষ্কে যে সমস্যা ছিল, তা চিকিৎসকেরা নিয়ন্ত্রণে এনেছেন।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১৫ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৫ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১৫ ঘণ্টা আগে