বিনোদন প্রতিবেদক, ঢাকা

নাটোরের সিংড়ার বৃদ্ধ রইস উদ্দিন গত কোরবানির ঈদের আগে নিজের পোষা গরু বিক্রি করতে গিয়েছিলেন রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে। তবে অভিজ্ঞতা একবারেই সুখকর হয়নি। ১ লাখ ২৩ হাজার টাকায় গরু বিক্রি হয়েছিল ঠিকই, কিন্তু রইস উদ্দিন হাতে পেয়েছিলেন জাল নোট। প্রতারণার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রইস উদ্দিন। তাঁর কান্না অনেকের মতো অপু বিশ্বাসেরও চোখ ভিজিয়েছিল।
দরিদ্র রইস উদ্দিনের জন্য কিছু একটা করতে চেয়েছিলেন অপু বিশ্বাস। নিজ খরচে তিনি রইস উদ্দিনকে পাঠান পবিত্র ওমরাহ পালন করতে। অপুর আর্থিক সহযোগিতায় গত ২৫ জুলাই ওমরাহ পালনের উদ্দেশে রওনা হন তিনি। সম্প্রতি ওমরাহ শেষে দেশে ফিরে অপু বিশ্বাসকে তাঁর বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানান রইস। সেই আমন্ত্রণ রেখেছেন অভিনেত্রী।
গতকাল মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়ায় রইস উদ্দিনের গ্রামের বাড়িতে পৌঁছান অপু বিশ্বাস। এ সময় চিত্রনায়িকাকে দেখতে ভিড় জমায় শত শত মানুষ। ফেসবুক পেজে লাইভ করে বিষয়টি ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, গ্রামের সরু রাস্তা ধরে অনেকটা পথ হেঁটে রইস উদ্দিনের বাড়ি পৌঁছান অপু। তাঁর বাড়ির উঠানে বসে গল্প করেন।
এ সময় অপু বিশ্বাস বলেন, ‘উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। উনাকে বাবার সমতুল্য মনে করি। আমার মা-বাবা পৃথিবীতে নেই। যখনই আমার মা-বাবার বয়সী কাউকে কোনো সমস্যায় পড়তে দেখি, তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। চিন্তা করি না তিনি কোন ধর্মের। আমার মা-বাবা বেঁচে থাকলে যে দায়িত্ব পালন করতাম, সেটাই চেষ্টা করেছি।’
অপু বিশ্বাস আরও বলেন, ‘উনার ঘটনাটা জানার পর যোগাযোগ করি, উনি কী চান। তারপরের ঘটনা সবাই জানেন। আজকে মূলত এসেছি উনার সঙ্গে দেখা করতে। উনি ওমরাহ করে এসেছেন। আমার এবং আমার সন্তানের জন্য দোয়া করেছেন। একজন মা হিসেবে সব সময় চাই, সকলের দোয়ায় আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে।’

নাটোরের সিংড়ার বৃদ্ধ রইস উদ্দিন গত কোরবানির ঈদের আগে নিজের পোষা গরু বিক্রি করতে গিয়েছিলেন রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে। তবে অভিজ্ঞতা একবারেই সুখকর হয়নি। ১ লাখ ২৩ হাজার টাকায় গরু বিক্রি হয়েছিল ঠিকই, কিন্তু রইস উদ্দিন হাতে পেয়েছিলেন জাল নোট। প্রতারণার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রইস উদ্দিন। তাঁর কান্না অনেকের মতো অপু বিশ্বাসেরও চোখ ভিজিয়েছিল।
দরিদ্র রইস উদ্দিনের জন্য কিছু একটা করতে চেয়েছিলেন অপু বিশ্বাস। নিজ খরচে তিনি রইস উদ্দিনকে পাঠান পবিত্র ওমরাহ পালন করতে। অপুর আর্থিক সহযোগিতায় গত ২৫ জুলাই ওমরাহ পালনের উদ্দেশে রওনা হন তিনি। সম্প্রতি ওমরাহ শেষে দেশে ফিরে অপু বিশ্বাসকে তাঁর বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানান রইস। সেই আমন্ত্রণ রেখেছেন অভিনেত্রী।
গতকাল মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়ায় রইস উদ্দিনের গ্রামের বাড়িতে পৌঁছান অপু বিশ্বাস। এ সময় চিত্রনায়িকাকে দেখতে ভিড় জমায় শত শত মানুষ। ফেসবুক পেজে লাইভ করে বিষয়টি ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, গ্রামের সরু রাস্তা ধরে অনেকটা পথ হেঁটে রইস উদ্দিনের বাড়ি পৌঁছান অপু। তাঁর বাড়ির উঠানে বসে গল্প করেন।
এ সময় অপু বিশ্বাস বলেন, ‘উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। উনাকে বাবার সমতুল্য মনে করি। আমার মা-বাবা পৃথিবীতে নেই। যখনই আমার মা-বাবার বয়সী কাউকে কোনো সমস্যায় পড়তে দেখি, তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। চিন্তা করি না তিনি কোন ধর্মের। আমার মা-বাবা বেঁচে থাকলে যে দায়িত্ব পালন করতাম, সেটাই চেষ্টা করেছি।’
অপু বিশ্বাস আরও বলেন, ‘উনার ঘটনাটা জানার পর যোগাযোগ করি, উনি কী চান। তারপরের ঘটনা সবাই জানেন। আজকে মূলত এসেছি উনার সঙ্গে দেখা করতে। উনি ওমরাহ করে এসেছেন। আমার এবং আমার সন্তানের জন্য দোয়া করেছেন। একজন মা হিসেবে সব সময় চাই, সকলের দোয়ায় আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে।’

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১ দিন আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১ দিন আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১ দিন আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে