
অনেক নায়িকাই এখন জিতের বিপরীতে কাজ করতে অনিচ্ছুক। এর কারণ নায়কপ্রধান ছবি, যেখানে নায়িকার কিছুই করার থাকে না। গণমাধ্যমে প্রশ্ন উঠেছে, কিছুই যদি করার না থাকে, তাহলে নায়িকার প্রয়োজন কী? প্রসঙ্গতই উঠে এসেছে জিতের নতুন ছবি ‘রাবণ’-এর উদাহরণ।
সম্প্রতি জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিৎজ ফিল্মওয়ার্কস’ থেকে শুটিং শুরু হয়েছে নতুন ছবি ‘রাবণ’। এরই মধ্যে ছবির কাস্টিং ঘোষণা হয়েছে। জিতের বিপরীতে আছেন তনুশ্রী চক্রবর্তী ও লহমা ভট্টাচার্য। ছবির পরিচালক এম এন
রাজ জানিয়েছেন এটাই নাকি পারফেক্ট কাস্টিং।
ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। আর এই নামটা শুনেই অনেকে প্রশ্ন তুলেছেন, হঠাৎ করে জিতের ক্যাম্পে কীভাবে ঢুকে পড়লেন তনুশ্রী? জিৎ সাধারণত জনপ্রিয় নায়িকা কিংবা একেবারেই নতুন কারও সঙ্গে কাজ করতে পছন্দ করেন। সেখানে তনুশ্রী এখন সেভাবে কোনো কাজ করছেন না। তনুশ্রী কলকাতা ইন্ডাস্ট্রির বড় নায়িকাও নন। তবে কেন তনুশ্রী? এর উত্তর খুঁজতে জানতে হবে পেছনের গল্প।
এ ছবির জন্য নাকি জিতের ভাবনায় চারজন নায়িকা ছিলেন। তাঁরা সবাই নানা অজুহাত দেখিয়ে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বাধ্য হয়েই তনুশ্রীকে নেওয়া। নায়িকারা কেন ফিরিয়ে দিয়েছেন জিতের প্রস্তাব—সেই রহস্য ঘাঁটতে গিয়ে জানা গেল, জিতের ছবিতে নায়িকাদের শুধুই প্রপ হিসেবে ব্যবহার করা হয়। এমনকি শুটিংয়ের পর সম্পাদনার টেবিলে নায়িকাদের দৃশ্যও নাকি কেটে দেওয়া হয়, যাতে ছবিজুড়ে শুধুই জিৎ থাকেন। আর এ কারণেই জিতের ছবির নায়িকা হওয়ার আগ্রহ হারিয়েছেন নায়িকারা।
জিতের শেষ ছবি ‘বাজি’-তেও দেখা গেছে, মিমির প্রায় কিছুই করার ছিল না। তাই এককালে যে নায়িকারা জিতের সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধেছেন, তাঁরাই জিতের সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়েছেন।

অনেক নায়িকাই এখন জিতের বিপরীতে কাজ করতে অনিচ্ছুক। এর কারণ নায়কপ্রধান ছবি, যেখানে নায়িকার কিছুই করার থাকে না। গণমাধ্যমে প্রশ্ন উঠেছে, কিছুই যদি করার না থাকে, তাহলে নায়িকার প্রয়োজন কী? প্রসঙ্গতই উঠে এসেছে জিতের নতুন ছবি ‘রাবণ’-এর উদাহরণ।
সম্প্রতি জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিৎজ ফিল্মওয়ার্কস’ থেকে শুটিং শুরু হয়েছে নতুন ছবি ‘রাবণ’। এরই মধ্যে ছবির কাস্টিং ঘোষণা হয়েছে। জিতের বিপরীতে আছেন তনুশ্রী চক্রবর্তী ও লহমা ভট্টাচার্য। ছবির পরিচালক এম এন
রাজ জানিয়েছেন এটাই নাকি পারফেক্ট কাস্টিং।
ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। আর এই নামটা শুনেই অনেকে প্রশ্ন তুলেছেন, হঠাৎ করে জিতের ক্যাম্পে কীভাবে ঢুকে পড়লেন তনুশ্রী? জিৎ সাধারণত জনপ্রিয় নায়িকা কিংবা একেবারেই নতুন কারও সঙ্গে কাজ করতে পছন্দ করেন। সেখানে তনুশ্রী এখন সেভাবে কোনো কাজ করছেন না। তনুশ্রী কলকাতা ইন্ডাস্ট্রির বড় নায়িকাও নন। তবে কেন তনুশ্রী? এর উত্তর খুঁজতে জানতে হবে পেছনের গল্প।
এ ছবির জন্য নাকি জিতের ভাবনায় চারজন নায়িকা ছিলেন। তাঁরা সবাই নানা অজুহাত দেখিয়ে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বাধ্য হয়েই তনুশ্রীকে নেওয়া। নায়িকারা কেন ফিরিয়ে দিয়েছেন জিতের প্রস্তাব—সেই রহস্য ঘাঁটতে গিয়ে জানা গেল, জিতের ছবিতে নায়িকাদের শুধুই প্রপ হিসেবে ব্যবহার করা হয়। এমনকি শুটিংয়ের পর সম্পাদনার টেবিলে নায়িকাদের দৃশ্যও নাকি কেটে দেওয়া হয়, যাতে ছবিজুড়ে শুধুই জিৎ থাকেন। আর এ কারণেই জিতের ছবির নায়িকা হওয়ার আগ্রহ হারিয়েছেন নায়িকারা।
জিতের শেষ ছবি ‘বাজি’-তেও দেখা গেছে, মিমির প্রায় কিছুই করার ছিল না। তাই এককালে যে নায়িকারা জিতের সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধেছেন, তাঁরাই জিতের সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়েছেন।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৫ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৫ ঘণ্টা আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
৫ ঘণ্টা আগে